নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শফিক বলছি

তোমার আমার ভালোবাসা আরব্য রজনীর কল্পকাথা নিশ্ছুপ হয়ে শুনবে সবাই যেন নিঝুম রাতের নীরবতা

আমি শফিক বলছি › বিস্তারিত পোস্টঃ

ঈদে নতুন জামা by Robi Axiata Limited

৩০ শে জুলাই, ২০১৪ রাত ৮:৩০

দিন দিন মানবতা ও বিবেকবোধ কোথায় হারিয়ে যাচ্ছে ?

রবির যা দরকার ছিল হয়ে গেছে। টপ অপ দ্যা টাউন, টপ অপ দ্যা মার্কেট। বিজনেস মাইন্ডে সবই ঠিক আছে।

তবুও বলব: রবি ঠিক করে নাই। কারন, ওরা বলেছিল ঈদের জামা দিবে (কেউ কি বলবে যে এটা ঈদের জামা?) কিন্তু তা না দিয়ে ওরা একটা গা ঢাকার জন্য ব্যান্ডেড জামা/কাপড় দিয়েছে। ওরা এক একটা পথশিশুর গায়ে সিল মেরে দিয়েছে যে, সে ”পথ শিশু”। অনেকের মন্তব্য রবি’তো তাও দিয়েছে আমরা কি করলাম! সেক্ষেত্রে আমার কিছু বলার নাই- তবে এত বৃহৎ পরিসরে কেউ না দিলেও, ছোট ছোট পরিসরে আবার ব্যাক্তিগত উদ্দ্যেগেও কেউ কেউ দিচ্ছেন- শুধু তার নাম বা ব্যান্ডেড করে দিচ্ছেন না বলে আমরা দেখতে পাচ্ছি না, মানে জামা দেখে চিনতে পারছি না।

*** রাস্তায় অনেক শিশু দেখে বোঝাই যায়না এরা পথশিশু! এখন চিনতে সুবিধা হবে.....

ধিক্কার রবি, শিশু গুলোকে এরকম জীবন্ত সাইন বোর্ড না বানালেও পারতি

(Copied)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩২

রাজিব বলেছেন: আমি স্বপ্নের রাজ্যে বাস করি না বলে দুঃখিত। নিজে রবির নম্বর ব্যবহার করছি ১০ বছর ধরে আর মোবাইল ফোন ব্যবহার করছি ১৩ বছর ধরে। যাই হোক আমি কখনো বাংলাদেশের কোন মোবাইল ফোন কোম্পানি মানুষের জন্য স্বার্থ ছাড়া কিছু করেছে এমনটি দেখেছি বলে মনে করতে পারছি। তাই রবি শিশুদের জামা দেবে নিজের লোগো ও নাম ছাড়া এটা আমি স্বপ্নেও দেখতে পাইনি বা চিন্তা করতে পারিনি। এজন্য আমি সত্যিই দুঃখিত। যেখানে এত মানুষ এত আবেগ দেখতে পেল এই বিজ্ঞাপনে আমি তা পারলাম না- এটি আমার খুব বড় ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি।
রবি যদি শিশুদের জন্য সত্যিই কিছু করতে চাইত তাহলে যে টাকা বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে (পত্রিকা ও টেলিভিশনে) তা দিয়ে অন্তত ১০ হাজার শিশুকে নতুন জামা এমনি এমনি দিয়ে দিতে পারতো এবং তারপর একটা প্রেস কনফারেন্স করে এগুলো দেখাতে পারতো। রবি লক্ষ লক্ষ টাকা বিজ্ঞাপনের পেছনে খরচ করেছে মানেই কিন্তু তারা এর থেকে কিছু একটা (=ব্রান্ডিং) আদায় করে নেবে এটা বুঝতে আমার কষ্ট হয়নি একটুকুও।
আর বিভিন্ন কোম্পানির নাম ও লোগো সম্বলিত টিশার্ট আমি নিয়মিতই পেয়ে থাকে বিভিন্ন সাংবাদিক সম্মেলনে। তবে তারা গরীব শিশুদের টিশার্ট দেবে এমন কোন প্রতিশ্রুতি দেয় না। আর আমি ১০ বছর ব্যবহার করে রবির থেকে ১ টাকা বোনাস বা কিছু পাইনি সেখানে রবি দেশের গরীব শিশুদের উদ্ধার করবে এমন স্বপ্ন আসলে আমি কষ্ট করেও দেখতে পারি না।

২| ৩১ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:০০

অদ্ভুত_আমি বলেছেন: সহমত

৩| ২০ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:১৮

Zafraan bin বলেছেন: রাজিব ভাই ঃপি হেভি বলসেন। আমার ভালো লাগছে। মোবাইল অপেরেটর ব্যাপারে কিছু জানতে হলে এই ছোট সাইটটা দেখতে পারেন 3g.tech99news.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.