নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি শফিক বলছি

তোমার আমার ভালোবাসা আরব্য রজনীর কল্পকাথা নিশ্ছুপ হয়ে শুনবে সবাই যেন নিঝুম রাতের নীরবতা

আমি শফিক বলছি › বিস্তারিত পোস্টঃ

“না এর চেয়ে নারীর শক্তি অনেক বেশি!!!!!”

১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:২৩

এই সব চটকদার বিজ্ঞাপনের আড়ালে নারীকে মানসিকভাবে হীনমন্যতায় ভুগানো ছাড়া এই সব মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো নারীকে কি দিয়েছে?

তারা নাকি নারীদের সাহায্যের জন্য ফাউনডেশন দিয়েছে। কথাটা এমন যেন কাঁটা গা'য়ে মালিশ করানোর মত।

আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটা রুল জারি হয়েছে। অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল অব ইন্ডিয়া (এএসসিআই) সম্প্রতি এক নির্দেশিকা জারি করে বলেছেন, ফেয়ারনেস ক্রিম প্রস্তুতকারী কোনো সংস্থা এমন কোনো বিজ্ঞাপন তৈরি করতে পারবে না যা দিয়ে গায়ের রঙের জন্য বিভেদ তৈরির বিষয়টা স্পষ্ট হয়।



যাদের গায়ের রং কালো তারা জীবনে ব্যর্থ, তারা অবসাদে ভুগছেন কিংবা তারা অসহায় এমনটাও কোনো বিজ্ঞাপনে দেখানো যাবে না। পর্দায় দেখানো যাবে না কোনো পুরুষ বা নারী ক্রিম মেখে ধবধবে ফর্সা হচ্ছেন। কারণ, এই প্রতিশ্রুতি কার্যত মিথ্যা।

অপেক্ষায় আছি কবে এইসব মিথ্যাবাদীদের দৌরাত্ম্যের অবসান হবে আমাদের দেশ থেকেও...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: হবে না। তাদের বিজ্ঞাপনের টাকার জন্য লোলায়িত জিহবা বের করে আছে আমাদের মিডিয়া। কেউ কি আত্মহত্যা করে ?

২| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:০০

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: আমার একটা পুরনো লেখা শেয়ার করলাম-
Click This Link

৩| ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১০:১০

জনাব মাহাবুব বলেছেন: এইসব হারামজাদাদের জন্য বউকে ফেয়ারনেস ক্রিম কিনে দিতে দিতে ফতুর হয়ে গেলাম :(( :(( :((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.