নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।\" আল কোরআন | সূরা ইমরান | আয়াতঃ ১৩৯

শফিউল আলম চৌধূরী

কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

শফিউল আলম চৌধূরী › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার মানুষকে শেষ বারের মত বিদায় বলা যে এত সহজ জানতাম না।

২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৫০

ফেব্রুয়ারী ১৩, ২০০৮ সালে আমাদের ভার্সিটির ওরিয়েন্টেশনে তাকে দেখি এবং প্রেমে পড়ি। তার সাথে কোর্স পড়ে ৩য় সেমিষ্টারে (৮ মাস পর)। এর পরের সেমিষ্টারে ভূলেই বলে ফেলি যে ভালবাসি। দিনটি ছিল মার্চের ১৭ তারিখ। সে কেমন যেন হয়ে গিয়েছিল, যারা দেখেছিল সবাই বলল যে সে আমাকে ভালবাসে আগে থেকেই, না হলে এমন হত না।



অনেক নাটকিয়তা শেষে এপ্রিলের ২৩ তারিখ সে আমাকে এসএমএস করে জানাল যে সে আমাকে ভালবাসে। এর পর তাকে নিয়ে ঘোরা ফেরা, স্বাভাবিক ভাবে যা হয় আর কি। মাত্র ৩টা কিস (তাও অপূর্ণ)। চলতে থাকল। মার্চের ২৭ তারিখ তার সাথে শেষ বারের মত ঘুরতে বের হওয়া। এর পর আর বের হয় নি। ভার্সিটিতে দেখা হত, তাই আর কিছুই চাইতাম না। তার নাকি বাসা থেকে প্রবলেম ছিল।



প্রচন্ড ভালবাসতাম। তার কাছ থেকে যা পেতাম তাকে ভালবাসা পুরোপুরি বলা চলে না। এক অর্থে অবহেলা। তবে সে সব সময় বলতো যে বিয়ে হলেই আমি স্বাভাবিক হব। এই পর্যন্ত সে যা যা চেয়েছে তার কিছুই অপূর্ণ রাখি নি।



অনেকবার বড় বড় দোষ করেছে, ঝগড়া পর্যন্ত করি নি, ভালবাসতাম। তাই করতে পারিনি।



সে ছিল তার ইচ্ছা স্বাধীন, আর আমি তাকে বাঁধা দিতাম না। সেটাই কাল হয়ে দাড়াল। তবে সেটা বুঝতে চলে গেল পুরো ২ বছর ৩ মাস ২৫ দিন।



কয়েকদিন আগে তার সব স্কুল ফ্রেন্ডরা মিলে ঘোরাঘুরি শুরু করল, মাঝে মধ্যেই যেত। কিছুটা খারাপ লাগত, কিন্ত কিছুই বলতাম না।



হঠাৎ আগষ্ট ১৮, ২০১১ তে বলল সে নাকি আমাকে ফ্রেন্ড মনে করে, আগের সব ছিল মিথ্যা। সে নাকি আমাকে ভালবাসতে চেষ্টা করেছে। কিন্তু পারেনি। সে এখন অন্য একজনকে বেশি ভাল বাসে। তাকে যেতে দিলাম। কিন্তু তার পরিবারের সবাই আমাকে চিনত, এবং খুব ভাল বলেই জানত। সেটা সমস্যা সৃষ্টি করবে তা সে জানত। তাই সে বুদ্ধি বের করল যে আমার কথা তার বাসায় বলবে যে আমি অন্য একটি মেয়েকে ভালবাসি। এটা মেনে নিতে পারলাম না।



সন্দেহ বাড়তে থাকল যখন তার বাসার লোকজন আমার সাথে কথা একটু কম বলা শুরু করল, তাই বাদ্য হয়ে সব বললাম। তার বাসা থেকে তখন তাকে দুটি অপশন দিল,

১. একা থাক

২. শফিউলের সাথে থাক



সে ২ নং টা নিল। কেন নিল বুঝতে একটু দেরি হল। তাও মাত্র ২দিন। এর মধ্যেই সে তার মুখ খুলল। সে আবার আমাকে দিয়ে ঐ কথাটাই বলাবার চেষ্টা করল। আমি বললাম সম্ভব নয়। তখন সে আমাকে বলল যে তাহলে সে আমার সাথে থাকতে পারবে না।



তাকে প্রশ্ন করলাম যে আমি না থাকলে সে ভাল থাকবে কিনা। সে হ্যাঁ বলল। বললাম, যাও, আমি আর তোমাকে আমার সাথে থাকার জন্য বলছি না। তুমি কি খুশি।

সে হ্যাঁ বলল।

খুব আনন্দ লাগল, অনন্ত এতদিনে সে একবার আমার কোন কথায় খুশি হয়ে সেটা প্রকাশ করল। সে যেমন আমাকে মাঝে মধ্যে "ভালোবাসি" বলে খুশি করতো, ঠিক সেই রকম ভাবেই আমিও তাকে যেতে বলে খুশি করলাম।



কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল, কিন্তু তখনই সে বোমা ফাটাল। তার ধারণ আমি নাকি তাকে ছাড়া বাচঁব না। প্রতিজ্ঞা করলাম, তার প্রতারণার কোন প্রতিশোষ না নিলেও তার ধারণাকে পাল্টে ফেলব।



তুমি যেখানেই যাও না কেন, একদিন তুমি তোমার কৃত কর্মের ফল ভোগ করবে। তোমার জন্য আমি যা করেছি, তা তুমি আর কারও কাছে পাবে? তুমি নিজেই জান পাবে না। এই ২বছরে একটি বারও সন্দেহ করি নি, একটি বারও তোমার গায়ে হাত তোলা দুরে থাকুক, জোরে চিৎকার করে ঝগড়া করিনি।



তোমাকে ধরে রাখতে পারিনি, এটা যেমন আমার বর্থ্যতা, আমাকে দেয়া কোন কথাই তুমি রাখতে পারনি, এটা তোমার বর্থ্যতা।



তোমাকে বিদায় বলতে কষ্ট লেগেছে ঠিকই, কিন্তু এটা আমার জন্যও দরকার ছিল। তোমাকে ধন্যবাদ যে তুমি আমার সাথে বিয়ে করার আগেই আমাকে তোমার আসল রূপের খবর দিয়েছো। তোমার যে আগে রিলেশন ছিল তা জেনেও আমি তোমার সাথে ছিলাম। আরও যা যা জানতাম তারপরও ছিলাম আমি ক্যাকস্ট্রিট বয়েজের as long as you love me গানের ভক্ত, তাই তারদের গানের মত করেই কিছু নিয়ে চিন্তা করিনি।



তোমাকে বিদায় বলেছি, সত্যিই, এখন আর কষ্ট লাগছে না। ভাল থেকো, যদি পারো।

মন্তব্য ৬০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:০৪

রাতজাগাপাখি বলেছেন: কিছু কিছু সময় বিদায় বলা ছাড়া অন্য কিছু বলার থাকে না। গায়ে হাত তুলে, চিৎকার করে, কোন কিছু করেই যে যাবে তাকে ধরে রাখা যায়না।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১৬

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই তার সাথে আমার পক্ষে এইগুলি করা সম্ভব নয়। কারণ আমি তাকে ভালবাসি।

২| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:০৪

রাতজাগাপাখি বলেছেন: কিছু কিছু সময় বিদায় বলা ছাড়া অন্য কিছু বলার থাকে না। গায়ে হাত তুলে, চিৎকার করে, কোন কিছু করেই যে যাবে তাকে ধরে রাখা যায়না।

৩| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:০৪

কামরুল হাসান শািহ বলেছেন: বেশী ভালবাসা ভাল না

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১৬

শফিউল আলম চৌধূরী বলেছেন: ২০০০০০০% সহমত। আর একটা কথা বলব, ভালবাসায় সৎ হইতে নাই।

৪| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:০৬

যেমন ইকোনোমিক্স বলেছেন: ভালোবাসার অনেক সংঞ্জা আছে।আমি তাই সেগুলা বলব না
তবে আপনাকে বলব take a deep breath.chilled,n' then complt ur lov story.
ওর ধারনাটা পারলে বদলে দিন, আপনিও পারেন তাকে ছেড়ে থাকতে।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: হুমম... আমিও থাকতে পারি।

৫| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১২

ওসিরিস টিমোন বলেছেন: কয়েকটা দিন পরে আমারো এরকম একটা পোস্ট দেয়া লাগতে পারে । :(
কষ্ট লাগে ভাই। ব্যাপার না..

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:১৯

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই, দোয়া করি যেন এমন পোষ্ট না দেয়া লাগে। এমন একটা পোষ্ট দেয়া যে কত কষ্টের তা আমি বুঝতেছি।

৬| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১৩

অগ্নির বলেছেন: মানুষ কেন খাঁটি ভালবাসাটার মূল্য দেয়না ! যেই ছেলেটা প্রতারক নয় তার সাথেই প্রতারনা করে । যেই মেয়েটা সত্যিকার ভালোবাসে তাকেই অবহেলা করে । যারা আমাদের ভালোবাসে তাদেরকে আমাদের ভালো লাগেনা । আমাদের মন পড়ে থাকে তাদের কাছে , যারা ভালোবাসতে জানেনা ।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:২০

শফিউল আলম চৌধূরী বলেছেন: সহমত।

৭| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:১৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আমার খুবই প্রিয় একটা কোটেশন আছে..........

Never cry for any relation in life...Because for the one whom u cry doesn't deserve ur tears...And the one who deserve will never let u cry.....!!


ভাই, মনে কষ্ট নিয়েননা...... ঐ অধ্যায়টা মন থেকে মুছে ফেলার চেষ্টা করুন। আর ওকেও দেখিয়ে দিন যে আপনি ওকে ছাড়াও অনেক সুন্দরভাবে লাইফ লীড করতে পারেন..........!!

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:২০

শফিউল আলম চৌধূরী বলেছেন: চরম ভাবে চেষ্টা করে যাচ্ছি। দোয়া করবেন।

৮| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:২১

রিয়েল ডেমোন বলেছেন: মানুষের জীবনেই দুর্ঘটনা ঘটে।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:২১

শফিউল আলম চৌধূরী বলেছেন: হুমম, মানুষই প্রতারিত হয়।

৯| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:২২

মেঘের দেশে বলেছেন: take it is easy man , just think she is deserve your love.

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:২৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: বুঝলাম না। আপনি কি বলতে চেয়েছেন? সে আমার ভালবাসার যোগ্য না?

১০| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:২৫

গেমার বয় বলেছেন: বুঝতে পারছি আপনার কষ্ট টা। মন শক্ত করেন। দেখবেন এক সময় আপনিই সুখী হবেন।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৩৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: করার চেষ্টা করছি। কিন্তু, আমি কখনই চাই না যে শুধু আমি সুখি হই। আমি তাকেও খুশি এবং সুখি দেখতে চাই। কারন তাকে ভালবাসি।

১১| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:৫০

স্তব্ধতা' বলেছেন: ভালো হৈছে, আপনাকে ছেড়ে গেছে।আপনি একজন দাম্ভিক পুরুষ।আপনার গল্পটা ঐ পক্ষ থেকে শুনলে হয়তো ভিন্ন রকম লাগতো।


''তুমি যেখানেই যাও না কেন, একদিন তুমি তোমার কৃত কর্মের ফল ভোগ করবে। তোমার জন্য আমি যা করেছি, তা তুমি আর কারও কাছে পাবে?
তুমি নিজেই জান পাবে না।''........
নিজেকে এতো অপরিহার্য ভাবার কোন কারন নাই, সকল পুরুষই তাই ভাবে। কিন্তু যেইটা ভাবেনা সেইটা হলো, আপনি যা করেছেন, তার মূল্য বিচারের ভার আপনার নয়।অপর পক্ষের দিক থেকে মূল্যটা হয়তো যৎসামান্যই।

''এই ২বছরে একটি বারও সন্দেহ করি নি, একটি বারও তোমার গায়ে হাত তোলা দুরে থাকুক, জোরে চিৎকার করে ঝগড়া করিনি।''.... গায়ে হাত না তোলাটাকে যে পুরুষ বাগাড়ম্বরতার সাথে প্রচার করে তার পক্ষ সমর্থনে/বা সহমর্মীতা প্রদর্শনে কিছু বলতে পারছিনা বলে দু:খিত।যা আপনার অধিকারেই নাই, তা আপনি করেন নাই বলে আত্মতুষ্টিতে ভোগার কোন কারন দেখিনা। তবে যেহেতু গায়ে হাত তোলাটাকে নিজের অধিকারে ফেলেছেন, বোঝা যাচ্ছে, আপনি মর্দ মানুষ।মর্দ মানুষ, মাথায় ঠান্ডা পানি ঢালেন, কয়দিন একটু ঘুরাঘুরি করেন, ঠিক হয়ে যাবে।এইটা কোন ক্ষত না, এইটা এক অভ্যস্ততার অনুপস্থিতি। দুইদিনের।ঠিক হয়ে যাবে মর্দ মানুষ।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪০

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই/আপু। আপনি আসলেই না জেনে এমন করছেন। সে এখন আমার উপর ক্ষেপে কারণ আমি তার পরিবারের কাছে আমার নিজের নামে মিথ্যা বলতে চাচ্ছিনা। আর তার জন্য যে কতটুকু করেছি তা না জানলে বুঝবেন না।

বাংলাদেশের মত এমন দেশে তার পরিবার আমার সাথে তার রিলেশন হোক এটা কেন চায়? নিশ্চই পিছনে কোন না কোন বড় কারণ আছে। আর আমি আমাকে অপরিহার্য মনে করি না। কখনই না। আর তাকে এখনও ভালবাসি।

১২| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৫:৫১

আন্ধা পোলা বলেছেন: ভালো ডিসিশান নিছেন!
গেমার বয় বলেছেন: বুঝতে পারছি আপনার কষ্ট টা। মন শক্ত করেন। দেখবেন এক সময় আপনিই সুখী হবেন।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪০

শফিউল আলম চৌধূরী বলেছেন: হয়ত!

১৩| ২৪ শে আগস্ট, ২০১১ ভোর ৬:৩১

সোহান মুরাদ বলেছেন: Girls are always selfish (Always TRUTH)

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪০

শফিউল আলম চৌধূরী বলেছেন: হুমম...

১৪| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৪৪

জাহাঙ্গীর জান বলেছেন: আপনার মনের কথা গুলো এমন ভাবে সবার মাঝে তুলে ধরেছেন । তাই বলব আপনি ভালো মনের অধিকারী । এমন সময় হয়ত অনেকেই বলার ভাষা হারিয়ে ফেলে তাই না ? হাঁ অবশেষে বলব পাওয়ার চেয়ে না পাওয়ার ব্যধনাই মধূর । take care

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪১

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাইরে না পাইয়া যেই কষ্ট পাইতেছি, তার থেকে পেয়ে এর থেকেও বড় কষ্ট পেলে কোন সমস্যা ছিল না।

যাই হোক, যা হয়েছে মনে করি ভালর জন্যই হয়েছে।

১৫| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৩০

সূর্য্য বলেছেন: অগ্নির বলেছেন: মানুষ কেন খাঁটি ভালবাসাটার মূল্য দেয়না ! যেই ছেলেটা প্রতারক নয় তার সাথেই প্রতারনা করে । যেই মেয়েটা সত্যিকার ভালোবাসে তাকেই অবহেলা করে । যারা আমাদের ভালোবাসে তাদেরকে আমাদের ভালো লাগেনা । আমাদের মন পড়ে থাকে তাদের কাছে , যারা ভালোবাসতে জানেনা


++++++++++++++++++

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: +

১৬| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৯:১৪

আলো চাই বলেছেন: আপনার ভালোবাসায় কোনো খুঁত ছিলোনা জেনে ভালো লাগলো।সবাই ভালোবাসতে পারেনা।আমরা শুধু better খুঁজি।সুন্দর আর status খুঁজে বেড়াই। যে আমাকে ভালোবাসে তাকে অবহেলা করি।

আপনার মনের অবস্থা বুঝতে পারছি।মনে পড়বে তাকে মাঝে মাঝে আর কষ্ট লাগবে।ভুলে যান, একা চলুন, অপেক্ষা করুন। আপনার জন্য কেউ আসছে যে আপনাকে অনেক ভালোবাসবে।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৫

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাই আর কারও জন্য অপেক্ষা করার টাইম নাই। এখন শুধু এগিয়ে চলা। আমাকে আগাতেই হবে। আসলে তাকে ভালবাসতে যেয়ে আমি পৃথিবীর সব থেকে ভাল এবং ১০০০০০০০০০০০০০০০০০০০০০০০% খাঁটি ভালবাসা, আমার পরিবারের ভালবাসা ভূলে গিয়েছিলাম। এবার পরিবারের জন্য করার চেষ্টা করব। কোন সেলফিশের জন্য নয়।

১৭| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৮

ফারিয়া বলেছেন: উনি আপনার সঙ্গি হবার যোগ্য নয় বলেই আপনার জীবন থেকে তাকে বিদায় দিতে হয়েছে।হয়ত এমন কেউ আপনার জীবনে আসবে যে আপনার ভালবাসার মর্যাদা পরিপূর্নরুপে দিতে পারবে।

ভালো থাকবেন
And remember, she didn't deserve to be with you.so let's move on!

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৭

শফিউল আলম চৌধূরী বলেছেন: যোগ্য কিনা জানি না। তবে তাকে প্রচন্ড পরিমানে ভালবেসেছিলাম। আর কেউ আসবার সুযোগ পাবে কিনা জানি না। তবে আমি কাউকে ঠকাবনা।

হুমম... আমাকে এগিয়ে যেতেই হবে।

১৮| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৩৮

মোঃ মারুফ হোসেন খান বলেছেন: অগ্নির বলেছেন: মানুষ কেন খাঁটি ভালবাসাটার মূল্য দেয়না ! যেই ছেলেটা প্রতারক নয় তার সাথেই প্রতারনা করে । যেই মেয়েটা সত্যিকার ভালোবাসে তাকেই অবহেলা করে । যারা আমাদের ভালোবাসে তাদেরকে আমাদের ভালো লাগেনা । আমাদের মন পড়ে থাকে তাদের কাছে , যারা ভালোবাসতে জানেনা


আপনার কথাটা চরম সত্য ।



১৯| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ৯:৫৫

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: If you can’t be a pencil to write anyone’s happiness. Try to be an eraser to remove someone’s sadness...

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৭

শফিউল আলম চৌধূরী বলেছেন: চেষ্টা করব।

২০| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০১

েভােরর স্বপ্‌ন বলেছেন: @স্তব্ধতা' সহমত

২১| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:০৫

সিটিজেন জার্নালিস্ট বলেছেন: একটি পোস্টমর্টেম পোস্ট,কথিত ভালবাসার নমুনা এবং আমাদের সমাজX(X((

২২| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৩৪

জলধি বলেছেন: স্তব্ধতা আপুর সাথে একমত। আপনি এমনভাবে পুরো ব্যপারটায় আপনার নিজের কর্মকাণ্ডের প্রশংসা করছেন, অথচ আপনারা বিবাহিত নন! সে যদি খারাপ হয়ে থাকে, তবে আপনি দ্বিগুন খারাপ।

২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৯

শফিউল আলম চৌধূরী বলেছেন: সুন্দর বলেছেন। গতকাল পর্যন্ত সেও আমাকে এই কথাটা বলতে পারেনি। বরং যখন আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আমার কোন সমস্যা আছে কিনা। সে বলেছিল, "তুমি যতটুকু ভাল ছিলে আমার জীবনে, তা আমি অন্য কারও কাছে দেখিনি।"

আশাকরি বুঝতে পারবেন। আর ভালবাসার মূল্য দেবার জন্য বিবাহিত হওয়া লাগে না।

২৩| ২৪ শে আগস্ট, ২০১১ সকাল ১১:৪৭

অচেনা পাথর বলেছেন: উপরোন্ত আলোচনা থেকে যা শিখলাম... ভালবাসায় সৎ হইতে নাই।

২৪| ২৪ শে আগস্ট, ২০১১ দুপুর ১২:০৫

সিটিজেন জার্নালিস্ট বলেছেন: একটি পোস্টমর্টেম পোস্ট,কথিত ভালবাসার নমুনা এবং আমাদের সমাজX(X((

২৫| ২৪ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মাত্র ৩টা কিস (তাও অপূর্ণ)। চলতে থাকল!


টোনটা ভালো লাগে নাই, কি বুজাতে চাইলাম সেটা নিশ্চয় বুজতে পেরেছেন....


ভালবাসার ক্ষেত্রে টাইম একটা বিষয় , তবে অপরিহার্য বিষয় নয়...


আমিতো বলব আপনি ব্যর্থ যে এত সময়েও আপনি তাকে ভালবাসতে শিখাতে পারেন নি...তাকে শক্ত করে ধরেও রাখতে পারেননি..


যাইহোক...ভালো থাকবেন আশাকরি...



২৪ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:০৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাইয়া আমি ৩টা কিসের কথা বলে বুঝাতে চেয়েছি যে আমাদের সম্পর্কের মধ্যে খারাপ কিছু ঢুকেনি।
২য় বিষয় আমি খুব ভালকরেই বুঝতে পারছি যে আমি ব্যর্থ।

আর আমাকে ভাল থাকতেই হবে।

ধন্যবাদ।

২৬| ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১০:২৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ভালোবাসায় শারীরিক সম্পর্ক খারাপ কিছু এটা আপনাকে কে বলল? কোন ভালবাসায় যদি পরিপূর্ণ সৎ আবেগ, অনুভুতি থাকে সেখানে শারীরিক সম্পর্ক খুব বড় কিছু নেই এটাও অবশ্য প্রেমিক-প্রেমিকার নিজস্ব ব্যাপার..

আপনি এত বছরের রিলেশন ব্র‌্যাক আপ হয়েছে আপনি বলেছেন মেয়েটা ছেড়ে চলে গ্যাছে?

কেন চলে গ্যাছে? এটা ভেবেছেন ? চলে গ্যাছে কারণ সে এতদিনে বুজতে পেরেছে আপনি তাকে লং টাইম ভালো রাখতে পারবেন না, অথবা আপনি আসলে তার জন্য নয় সে আপনাকে তার জন্য ভালো মনে করেনি..


এতে তাকে ব্লেইম দেওয়ার কিছু নেই, সে ভালো থাকুক আর আপনিও ভালো থাকেন...


আমাকে আমার ভালবাসা ছেড়ে গ্যালে আমি জানি আমিও অনেক অনেক বেশি কষ্ট পাব, আপনার মত স্ট্রংলি হয়ত বলতেও পারব না যে আমাকে ভালো থাকবই ..তবে আমি জানি, আমি চাব সে যেখানেই যার সাথে থাকুক না কেন ভালো থাকুক..

২৭| ২৫ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:৫৫

সিটিজেন জার্নালিস্ট বলেছেন: লিঙ্কের উত্তর না দেয়ায়!!!

অনেক নাটকিয়তা শেষে এপ্রিলের ২৩ তারিখ সে আমাকে এসএমএস করে জানাল যে সে আমাকে ভালবাসে।(????) এর পর তাকে নিয়ে ঘোরা ফেরা, স্বাভাবিক ভাবে যা হয় আর কি। মাত্র ৩টা কিস (তাও অপূর্ণ)। চলতে থাকল।

এভাবে আমাদের সমাজের অনেক ছেলে মেয়ে প্রনয়ের সম্পর্ক গড়ে তোলে!! তারা কি এর সুদূর ফলাফল সম্পর্কে অবহিত??? :|

একটু আগে একজন ব্লগারকে তার ভালবাসার জ্বালা যন্ত্রণা বর্ণনা করতে দেখেছি!!
পরিমল, দুধ অরুন, কলেজ ছাত্রী হত্যা কত ঘটনা!!!! তারপরেও কি আমরা অসচেতন থাকব!!:((

অরুনের ব্যাপারটাই ধরুন সে যা করেছিল, তা একটি প্রনয়ের সম্পর্কই ছিল। হোসনে আরার ভাষায় মিউচুয়াল সেক্স।একজন কেউ তার সেই ভালবাসার ছবি ধারন করে প্রকাশ করায় বেচারা চাকুরী হারাল। কত মানুষের গালি খেল!! আর আমরা কি করছি!! একই কাজ!! :P

একটু আগে ভালবাসার মানুষকে শেষ বারের মত যে ভাই সহজে বিদায় দিয়েছেন তিনি কি করেছেন। কিস করেছেন , আরও কিছু পেতে চেয়েছেন। ভালো!!!!

কিন্তু যখনই দুজনের কারো মধ্যে সমস্যা হয়, যা খুব এবং অতি স্বাভাবিক তখন ঘটে দুর্ঘটনা। আসলে এটা দুর্ঘটনা নয় আমার মতে স্বাভাবিক। কারন এভাবে প্রনয়ের সম্পর্কে যা ইচ্ছা তাই করছেন দুজনে। কিন্তু আপনাদের এই প্যাচাল আমাদের শুনতে হবে ক্যান?

কেন শুনতে হবে একজন গলায় দরি লাগিয়েছেন! কেন প্রেমিক তার প্রেমিকাকে হত্যা করেছেন। কেন সিটি কলেজের একজনকে বিদায় নিতে হবে??? আপনাদের জন্য!!!! যারা ভালবাসেন আন্দাজে, জানেন না যে কখনই আপনি তাকে পাবেন কিনা!!
সিটি কলেজের শামীমা নাসরিন সুইটির পরিবার তাকে নিয়ে স্বপ্ন দেখেছে, সে একজন শিক্ষিত মা হত, দেশ গড়ায় ভুমিকা রাখত। কিন্তু আপনারা যারা প্রেমিক , তাদের কারনে তাকে হারিয়ে যেতে হল বেদনায় সিক্ত হয়ে। X(

২৮| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:০১

দক্ষিনা বাতাস বলেছেন: প্লাস পাওয়ার মতই লেখা। আমি যে কি মন্তব্য করবো, ভাষা হারিয়ে ফেলেছি।

২৯| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:২৭

কবিতা০৮ বলেছেন: বিয়ের আগে দেয়া-পাওয়া....দু'টোই খারাপ। মেয়েদের নিজের মান-সম্মান, পরিবারের মান-সম্মানের কথা চিন্তা করা উচিত। খারাপ মেয়েরা সব সময় বর্তমানে সন্তুষ্ট হতে পারে না।

৩০| ২৬ শে আগস্ট, ২০১১ দুপুর ১:০৫

কালোমেঘ১৮ বলেছেন: হতাশার কিছু নেই।আপনার ১ টা কথা ভালো লেগেছে''এবার পরিবারের জন্য করার চেষ্টা করব ''।এটা খুবই ভালো কথা ।কিন্তু ১টা বিষয় খেয়াল রাখবেন পরিবারের খেয়াল করতে গিয়ে যেন আপনার ভবিষ্যত জীবন সাথী উপর যেন কোন ধরনের অবিচার না হয়।আপনার জায়গা থেকে য়ার যার যতটুকু তাকে তততুকু অবশ্যই দিবেন।১জন খারাপ বলে সবাই খারাপ এটা আমরা বলতে পারি না।

৩১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:৫০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: এই পোস্ট এ আমার উপরের কমেন্ট দেখে নিজের ই এখন হাসি পাচ্ছে .. :(

১১ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৫:৪৯

শফিউল আলম চৌধূরী বলেছেন: কেন ভাই? কি হল কি? হাসি পাবার কি আছে?

৩২| ১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:০০

মোঃ রাইসুল ইসলাম রাসেল বলেছেন: so sad. Vy ki r bolbo kisu mone korben na plz. Prem ta jmn sotto prem kore duka khaben ataw temon sotto.vy ami aka manus. Akay valo aci. Sundor dinkal katce. Kintu karo dara aka hole seta hojjo korte partam na. Ty kokhnw prm korar chestaw kori na

১১ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:১৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: ভাইরে আমিও করতে চাই নাই। হয়ে গেছে। যখন হয়, তখন এমনেই হয়। ইচ্ছা থাকুক বা না থাকুক। হয়ে যায়।

৩৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:০৭

তাসনিয়া বলেছেন: অক্টোবর ১৮, ২০১১ এখনোতো আসেইনাই :( :(

১৪ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: দুঃখিত! আসলে মাথা ঠিক ছিল না তো, তাই আগষ্ট ১৮, ২০১১ লিখতে যেয়ে অক্টোবর ১৮, ২০১১ লিখে ফালাইছি। ভূলটি ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ঠিক করে দিলাম।

৩৪| ২৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:০৯

দুরত্ব বলেছেন: vi j gese ga tare vhule jawa e budhi man er kaj, g bon e meye kono factor na purush der jonno, ek meye gese hajar meye ase. r manush shob kesu pare, Allah manush k ai vabe e baneye deyecha. areh vi ma baba mara gele manus 2 din kade thn vhule jay r apne to kesu haran nai, ak jon k valobashten r sha nai ai ta g bon er kono boro kotha na....chare dik e takeye dekhen k o e poripurnota pay nai. na baber bedona shober g bon e o ase....oi ta Klinton bolen hasina bole r khalda gia bole r debdash bolen...k o e na... so dhat apne cholen nechar dokan e jai cha r beri tan te tan te apna k bujhai.....

২৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৭

শফিউল আলম চৌধূরী বলেছেন: হা হা হা... ভাইরে জানি সে কথা। আর ঐ ঘটনা অনেক আগের। এতদিনে প্রায় সব কষ্ট শেষ। এখন আর কিছু লাগে না।

৩৫| ২৯ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১০:৩০

শিশিরের শব্দ বলেছেন: Shottikarer valo keu bashe na..r shottikarer valobashar kno mullo o nei..

২৯ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:৫৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: কে বলছে সত্যিকারে কেউ ভাল বাসে না? আমিতো বাসতাম। বাসতাম বললে ভূল হবে, এখনও ভালবাসি। আর সত্যিকারের ভালবাসার দাম নাই তাও মানি না। অনেক লোক আছে, যারা সত্যিকারের ভালবাসা পেয়েছে, এবং তাদের কাছে দাম আছে। আর আমার মত যারা সত্যিকারের ভালবাসা খুজে যাচ্ছে, তাদের কাছে দামতো থাকবেই।

৩৬| ১৬ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:৩২

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: শফিউল ভাই, আপনার পরামর্শ মত আপনার লেখাটি প​ড়লাম... আপনার অতীত নিয়ে কিছু কথা জানলাম... লেখাটি ভাল লাগলো... আপনি চাইলে আমার ব্লগে গিয়ে আমার "এতটা ভালবাসি" নামের পোস্টটিও দেখে আসতে পারেন​। এতে করে আমার ব্যাপারেও কিছুটা ধারণা পাবেন... ধন্যবাদ​।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.