নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আর তোমরা নিরাশ হয়ো না এবং দুঃখ করো না। যদি তোমরা মুমিন হও তবে, তোমরাই জয়ী হবে।\" আল কোরআন | সূরা ইমরান | আয়াতঃ ১৩৯

শফিউল আলম চৌধূরী

কেউ জানে না আগামীকল্য সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।

শফিউল আলম চৌধূরী › বিস্তারিত পোস্টঃ

আমি ভাবের জন্য ম্যাকবুক কিনেছি!

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:০৫

এপলের প্রোডাক্ট যে কটা কারণে মানুষ কিনে, তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে স্ট্যাটাস। এপল তাদের ব্রান্ডকে এমন একটা উচ্চতায় নিয়ে গিয়েছে; যে মানুষ সেটাকে স্ট্যাটাস সিম্বল হিসাবেই গন্য করে।



আপনি তর্ক করতে পারেন তাদের প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে, প্রোডাক্ট স্ট্যাবিলিটি নিয়ে..... আরও অনেক কিছু নিয়ে, তবে সব শেষে সত্য হলো, এপলের প্রোডাক্ট আসলেই স্ট্যাটাস সিম্বল।

২০১৫ সালের একটা ঘটনা বলি। বিয়ে করেছি মাত্র কয়েকমাস হলো। এক ভাইয়ের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ওয়েব ডিজাইনের কাজ পেলাম। কাজ পেলাম বলতে কাজ নিয়ে কথা বললাম।

তারা কোটেশন চাইলো, কোটেশন দিলাম। মোটামুটি একটা ওয়েব সাইট করে দেওয়ার জন্য সার্ভিস চার্জ সহ সব কিছু মিলিয়ে বিল হবে ৩,০০,০০০ টাকা। আমার খরচ হবে প্রায় ৫০,০০০ টাকা; আর ওয়েব সাইট তৈরীতে যাবে প্রায় ৭-১০দিন (তাদের ডেলিভারী দিবো ৬০ দিনের মাঝে)। মোটামুটি হিসাব করলে লাখ খানেক খরচ করলে আমার বাকি ২,০০,০০০ টাকা লাভ।

প্রতিষ্ঠানের সাথে কথা বললাম, জানালাম ৫০% এডভান্স করতে হবে। ২৫% প্রথম ডেমো (২০ দিনের মাথায়) দেখাবার সময়। বাকি ২৫% কাজ বুঝিয়ে দেওয়ার সময় (৬০ দিনের মধ্যে)।

তো সব ঠিকঠাক অবস্থায় তাদের সাথে দেখা করলাম। একটা লেটারহেডে ওয়ার্ক অর্ডার ও একটা চেক আমাকে ধরিয়ে দেওয়া হলো। বলে রাখা ভালো এটাই সব থেকে বড় চেক (ঐ সময় পর্যন্ত), যা আমি ওয়েব ডিজাইনের জন্য পেয়েছি।

কাগজ ও চেক টেবিলের উপরেই রাখা ছিলো। প্রতিষ্ঠানের মালিক তার কর্মচারীকে বললেন পেনড্রাইভ দিতে, যাতে আমি সব কিছু কপি করে নিতে পারি।

আমি আমার ডেল ল্যাপটপ বের করতেই মালিক চমকে উঠলেন মনে হলো। তার ডেস্কের এক পাশে আইম্যাক আর টেবিলের উপরে ম্যাকবুক, পাশে আইফোন। হয়ত ব্যাগের মধ্যে আইপ্যাডও পাওয়া যাবে। সে টেবিলে ডেল এর একটা ল্যাপটপ খুবই বেমানান।

উনি কিছুটা আতঁকেই প্রশ্ন করে বসলেন। আপনার ম্যাকবুক নাই? তাহলে ওয়েব ডিজাইন করবেন কিভাবে? বোকা বনে গেলাম। একটু কেঁশে উত্তর দিতে চেষ্টা করলাম। কিন্তু তত সময়ে আমাকে দেওয়া ওয়ার্ড অর্ডার এবং চেক দুইটাই তার ডাস্টবিনে চলে গেছে!

উনি আমাকে পরদিন দেখা করতে বললেন। সময় জিজ্ঞাসা করতে কোন উত্তর দিলেন না। এরপর বেশ কয়েকবার তার অফিসে গিয়ে বুঝতে পারলাম, আমার একটা ম্যাকবুক দরকার!

এর প্রায় এক বছর পর ম্যাকবুক কিনি। ঐ প্রতিষ্ঠানের কাজ পাইনি ঠিকই; তবে বুঝতে পারি যে ভাব বেড়ে গেছে। যে কোন খানে ফট করে ওটা খুলতেই লোকে তাকায়। আর আমি ওটাকে ঘরে এসে ফেলে রাখি। আমি উইন্ডোজ পছন্দ করি। তাতেই কাজ করি।

অবশেষে গতকাল (০১-০২-২০২২) ওটা বিক্রি করে দিলাম। পুরা ৬বছর আমার কাছে জিনিষটা হুদাই পড়ে আছে। তেমন কোন কাজে লাগেনি; বা আমি কাজে লাগাইনি।

এক সময় আইফোন ব্যবহার করতাম; সেটাও ভাবের জন্যই। মার্কেটারদের ভাব দেখানো লাগে।

ম্যাকবুকটা বিক্রি করে একটু খারাপ লাগছে ছেলের জন্য। আমার ছেলে যখন ২মাস বয়স, তখন কেনা হয়েছিলো। তখন থেকেই সে ওটাকে তার নিজের ল্যাপটপ মনে করে। কখনও আমাকে কম্পিউটারে বসতে সমস্যা করে না; তবে ম্যাকবুক নিয়ে বসলে সে পাশে বসে থাকে। টুকটাক সুযোগ পেলে কিবোর্ডে চাপাচাপি করে। মাঝে মধ্যে তাকে কোলে বসিয়ে কম্পিউটার চালানো শিখাতাম।

ছেলে তার মায়ের সাথে ছুটি কাটাচ্ছে। আগামী সপ্তাহে ফেরৎ আসবে। ঠিক কি বলবো তাকে সেটা বুঝে পারছি না!

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৪:৪৫

বিষন্ন পথিক বলেছেন: কথা সত্য, বেশীর ভাগই ভাবের জন্য কিনে। একটা ফোন কিনবো, স্যামসাং এর ফোন থেকে সেইম, অনেক ক্ষেত্রে ভালো কনফিগারেশন শাওমীর, কিন্তু বউ বলে সামসাং না কিনলে আমার ইজ্জত থাকবে না, কৈ যাই

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:২০

শফিউল আলম চৌধূরী বলেছেন: একেই বলে ব্রান্ড এওয়ারনেস। মানুষ কাজের থেকে ব্রান্ডে বেশী বিশ্বাসী। এবং এর পিছনে বড় একটা কারণ হচ্ছে, ভাব!

২| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:১১

জিকোব্লগ বলেছেন:



ম্যাক ফাস্টার ও হ্যাং করে না। ম্যাকে সহজে ভাইরাস এট্যাক
করে না , বলতে গেলে একেবারেই করে না। অপরদিকে
উইন্ডোস হ্যাং করে ও ভাইরাস এট্যাক করে। ম্যাকের একটা
সমস্যা হতে পারে পাইরেটেড ফ্রি সফটওয়্যার পাওয়া।

ম্যাক যে ব্যবহার করে , সে আর উইন্ডোসে ফিরতে চায় না।
আপনাকেই ব্যতিক্রম দেখলাম।

কাজেই ম্যাক ব্যাবহার করা ভাবের জন্য না , কাজের জন্য।
অনেকের হয়তো মতুন অপারেটিং সিস্টেম শিখতে ভালো লাগে
না। এটা তার ব্যক্তিগত মত। আর এটা থাকতেই পারে।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:২৮

শফিউল আলম চৌধূরী বলেছেন: আমি কিন্তু পারফরমেন্স ও স্ট্যাবিলিটির কথা আগেই বলেছি।

কিন্তু আমি আপনাকে হাতে ধরিয়ে কম পক্ষে শ'খানেক কারণ দেখাতে পারবো, যে কারণে আপনি উইন্ডোজে আরও সহজে কাজ করতে পারবেন।

সহজ প্রোগ্রাম সুইচিং; যা ম্যাকে খুব ধীরে ধীরে আসছে। প্রচুর পরিমানে কিবোর্ডের ব্যবহার করা সম্ভব, মাউস ছাড়া উইন্ডোজে কাজ করা অনেক সহজ, কিন্তু ম্যাকে এক প্রকার অসম্ভব। সামনে কারও ম্যাকবুক পেলে এমএস ওয়ার্ড ওপেন করবেন, কিছু লিখে ফাইল সেভ করতে যাবেন, ফাইল ডিফ্ল্ট ফরম্যাটে না সেভ করে অন্য কোন ফরম্যাটে সেভ করতে গেলেই দেখবেন ক্যারা কারে কয়। মাউস ধরাই লাগবে।

অন্য দিকে উইন্ডোজে এইসব ক্ষেত্রে মাউসের ব্যবহার করা লাগে তো না, উল্টা কিবোর্ডে করাই সুবিধার।

একই কাজ আমি উইন্ডোজে অন্তত পক্ষে ৫গুন ফাস্ট করতে পারি; যা ম্যাকের অপারেটিং সিষ্টেমে ঝামেলার।

তাছাড়া আমরা তুলনা করতে গেলে অধিকাংশ সময়ই সিম্ফোনীর ৪০০০ টাকার সেটের সাথে কিডনি বেচা আইফোনের তুলনা করে ফেলি। আমি যে পিসি চালাচ্ছি; গত ৪বছরে মাত্র ১বার কি দুইবার হ্যাঙ্গ করেছে। ভাইরাস এটাক হয়নি। তবে আপনি যখনই পাইরেটেড জিনিষ ব্যবহার করতে যাবেন, তখন উল্টা এক্সপেরিয়েন্স হবে।

অপর দিকে ম্যাকে যদি পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করেন; গুড লাক! তখন বুঝবেন যে ম্যাকে কত ঝামেলা করতেছে।

নেটওয়ার্কিং ম্যাকে যে প‌্যারা, উইন্ডোজে তার ৫%ও প‌্যারা নাই।

ওভারঅল উইন্ডোজে আমি সুইমিং পুলে সাঁতার কাটি; আর ম্যাকে আমার হাত-পা বেঁধে নদীতে ফেলা হয়েছে বলে মনে করি। তবে আশার কথা হচ্ছে ম্যাক আস্তে আস্তে অনেক কিছুতেই উইন্ডোজের ফিচার গুলির দিকে আসছে।

আমি নিজেকে কোন ভাবেই বেসিক ইউজার মনে করি না; বরং আমি মোটামুটি লেভেলের এডভান্স ইউজারই বলবো। সেই দৃষ্টিকোন থেকে ম্যাক ইজ কিউট!

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:২৫

গরল বলেছেন: ম্যাকবুকে উইন্ডোজ লোড করে নিলেই পারতেন নাকি সেটা আপনার জানা ছিলো না? আর অ্যাপেল নাই বলে কাজ দেয় নাই কথাটা কেন জানি অবিশ্বাস্য লাগছে। আমাদের সাথে কোটি কোটি টাকার কাজের জন্য থাকরাল, টাইগার আইটি, ব্রেইন ষ্টেশন, সাউথ টেক, লিডস, টেক ওয়ান গ্লোবাল সহ আরো অনেক ভেন্ডর যারা বাংলাদেশের প্র‌থম সারির, অনেকেই আসত। তাদের সবার হাতেই যে ম্যাকবুক বা অ্যাপেল থাকত সেরকম তো দেখি নাই।

০২ রা ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৬:৩৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার হয়ত জানা নাই যে ইন্টেলবেজ ম্যাকে উইন্ডোজ ১১ সাপোর্ট করে না। এবং উইন্ডোজ ১০ সাপোর্টে প্রচুর সমস্যা করে।

তাছাড়া কিবোর্ড লেআউটও বেশ ভ্যাজালের।

মানুষের পারসেপশন বলে একটা জিনিষ আছে। আমি বলিনি যে সবাই একই রকম। ঐ ভদ্রলোক এমন। এবং এমন প্রচুর লোক পাওয়া যাবে।

বড় বড় প্রতিষ্ঠান সাধারণত তাদের এম্প্লয়ীদের ম্যাক দেয় না। বরং সুবিধার জন্য উইন্ডোজই দেয়।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:০৯

রাজীব নুর বলেছেন: ভাব এবং প্রয়োজন দুটা আলাদা জিনিস।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:২১

শফিউল আলম চৌধূরী বলেছেন: জ্বী

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৫:৫২

লিংকন১১৫ বলেছেন: ম্যাকে যখন তখন কোন জিনিস আপগ্রেড করতে পারবেন না ,
যেমন রেম/রম, রম টাও যাও করা যায় পেরার শেষ নাই ।
একি সাথে SSD/HDD তো প্রশ্নই উঠে না
networking জন্য অনেক সময় একি সাথে Lan & WFI দরকার হয় , যেটা ম্যাকে অসম্ভব ।
অনেক টুলস ম্যাকে নাই, সফটওয়্যারের কথা বাদই দিলাম ।
virtualization :(( প্রচুর VM ব্যাবহার করি
সফটওয়্যার টেস্টিং |-)
তবে ম্যাক ওএস এর থেকে হাজার গুন লিনাক্স ব্যাবহার করা ভাল ।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:৩৫

শফিউল আলম চৌধূরী বলেছেন: সহমতের কমে কিছু বলতে পারছি না।

ম্যাক আমার কাছে মনে হয় হাত পা বেধে নদীতে ফেলে দিছে!

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ ভোর ৫:০০

জিকোব্লগ বলেছেন:



আপনার কথা বুঝলাম, আপনার আসলে ম্যাক ভালো লাগে না। এটা হতেই পারে।
তার মানে এই না যে এটা ম্যাকের প্রবলেম। এটা আপনার সমস্যা , ম্যাকের না।
আমি ম্যাকে সিমুলেশন করি। ম্যাকের পারফরম্যান্স দেখে ২০১৫ থেকে উইন্ডোজ
আর ব্যবহারই করি না। দিন শেষে ম্যাক-ই বেস্ট।

০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:০০

শফিউল আলম চৌধূরী বলেছেন: আপনার কথা বুঝলাম, আপনার আসল ম্যাক ভালো লাগে। এটা হতেই পারে।
তার মানে এই না যে ম্যাকের সমস্যা নাই। এর সমস্যা শুধু আমার না, কোটি কোটি মানুষের।
আমি সিমুলেশন করিনা, সরাসরি ম্যাক চালিয়েছি। ম্যাকে কাজ করার সমস্যা দেখে এখন শুধু উইন্ডোজ আর লিনাক্স ব্যবহার করি। দিনশেষে ম্যাক তেমন একটা কাজের না!

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৪

জ্যাকেল বলেছেন: হুম, ব্যাপারটা আসলেই মন খারাপ করার মত। মানুষ অর্থের গোলাম হইয়া গেছে বলেই এইরকম করতে পারে এবং বাস্তবেই লজ্জা শরমের মাথা খেয়ে ইহা প্রকাশ করে। মাথা খেয়ে কি- তার বিবেক,বুদ্ধির যে এক জোড়া চোখ আছে ঐ দুটো নিশ্চয়ই রডের খোঁচা দিয়ে অকার্যকর করে ফেলিয়াছে বিধায় এইরকম নিচুমানের মানসিকতা ধারণ করে ফেলে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৫৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: :(

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৭

জ্যাকেল বলেছেন: ম্যাক এর সুবিধা হইলো ইহা ক্লিয়ার কাট পাথ দেখায়। আপনার পয়সা থাকতে হইব এই ক্লিয়ার কাট উপায়ে চলতে ফিরতে। মাচ লাইক আইফোন।

তবে উইন্ডোজের মত সাবলীল না হইলেও উবুন্টু/লিনাক্স দিয়ে অনায়েসে যে কেউ কাজ চালিয়ে যেতে পারে কিন্তু। আর মালওয়ার, স্পাইওয়ার সমস্যা নাই বললেই চলে লিনাক্সে। এর কারণ রুট কন্ট্রোল ব্যবহারকারীর হাতেই থাকে।

০৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ২:৫৩

শফিউল আলম চৌধূরী বলেছেন: হুম

৯| ১০ ই আগস্ট, ২০২২ রাত ১১:৪৬

খায়রুল আহসান বলেছেন: "গরল বলেছেন: আর অ্যাপেল নাই বলে কাজ দেয় নাই কথাটা কেন জানি অবিশ্বাস্য লাগছে" - আমার কাছেও।

২১ শে আগস্ট, ২০২২ সকাল ৭:২৭

শফিউল আলম চৌধূরী বলেছেন: দুঃখিত দেরীতে মন্তব্যের উত্তর দেওয়ার জন।

আপনার কাছে বা আপনাদের কাছে অবিশ্বাস্য লেগেছে, লাগতেই পারে। এটা বিষয় না, সমস্যাও না।

তবে আমার সাথে ঘটেছে। এটাই ঘটনা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.