নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাফকাত আয়াজ

I'm fun-loving guy who gets concerned about the condition of country but can't take any step to change it.

শাফকাত আয়াজ › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম নয়, টাকাই মুখ্য

০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে দেশের বিদ্যমান দুই রাজনৈতিক দল আর সুশীল সমাজ আকাশ পাতাল এক করে ফেললেও আসল কথাটা কেউই বলছে না। '৯৬ এর নির্বাচনে আওয়ামীলীগের প্রধান ম্যান্ডেট ছিল বঙ্গবন্ধু হত্যার বিচার যা তারা ওই মেয়াদে অসমাপ্তই রেখে যায় কারণ পুনরায় ক্ষমতা আরোহণের জন্য '০১ এর নির্বাচনে তারা আবার ওই একই ম্যান্ডেট ব্যবহার করেছিল। আর এবারের ম্যান্ডেট তো সবারই জানা। এবারও আওয়ামীলীগ একই চাল চালবে। অর্থাৎ আসন্ন নির্বাচনে অসমাপ্ত বিচারকাজকে সম্পন্ন করার দাবীটাই তাদের মুখ্য ইশতেহার হিসেবে গণ্য হবে। তাই যুদ্ধাপরাধীদের বিচারের বানী নিয়ে যতই দিস্তার পর দিস্তা কাগজ খরচ করা হোক, আড়ি পাতা হোক কিংবা ব্লগে/ ফেবুতে ঝড় বইয়ে দেওয়া হোক, যুদ্ধাপরাধীদের বিচারকাজ এই সরকারের মেয়াদে কোনভাবেই শেষ হবে না।আর আবুল হাসান দেশপ্রেমিক হবে না তো আমি বা আপনি কেন হব? আমি বা আপনি তো দল চালানোর জন্য আওয়ামীলীগকে কোটি টাকা দেইনা। পদ্মা সেতু হোক বা না হোক, লীগ ঠিক থাকলেই হল।



আর বিএনপির বিরোধীদল হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে, বিগত চার বছরের দেশ কাঁপিয়ে দেওয়া ঘটনাগুলোকে ইস্যু হিসেবে ব্যবহার না করে এক অশিক্ষিত রাজপুত্রের লেজ ধরে ঝোলাঝুলি করা। দেশপ্রেম বলে সত্যিই কিছু যদি বিএনপির মধ্যে থাকত তাহলে ক্ষমতায় আরোহণের জন্য পিলখানায় জাতির এতগুলো সূর্যসন্তানদের হত্যাকাণ্ড সংঘটনকারী খুনি দেশের সাহায্য প্রার্থনা করতে দিনের পর দিন সেখানে গিয়ে বসে থাকতে হতনা। হাজার হাজার মানুষ যখন রাস্তায়, ফুটপথে রাত কাটায় তখন তারা আন্দোলন করে না, তারা আন্দোলন করে হাজার কোটি টাকার মালিক এক নারীকে সামরিক সাহচর্য থেকে বের করে সাধারণ জনগণের মধ্যে নিয়ে আসলে। সীমান্তে দিনের পর দিন মানুষ হত্যা করা হচ্ছে, তাতে কোন হরতাল ডাকা হয়না, লাগাতার হরতাল ডাকা হয় একজন লুটতরাজকারী ব্যক্তি গুম হলে। কারণ একটাই, ওই লুটতরাজকারী দল চালানোর জন্য বিএনপিকে অঢেল টাকা দেয়, সীমান্তের ওই নিরীহ মানুষগুলো তো দল চালানোর জন্য বিএনপিকে কোন টাকা দেয়না।



এখন সবাই কাজ করে নিজের পকেট ভারী করার জন্য, দেশের কল্যাণে কেউ আর রাজনীতি করে না। তারপরও স্বপ্ন দেখি উন্নত বাংলাদেশের। কারণ এই একটা কাজই আমরা বাংলাদেশীরা খুব ভাল পারি; স্বপ্ন দেখা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৩

নন্দনপুরী বলেছেন:
ইবলিস সয়তানের ভাই রাজাকার যুদ্ধাপরাধীদের শাস্তি অবশ্যই এই বাংলার মাটিতেই হবে........................ইনসাআল্লাহ।

০১ লা জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৯

শাফকাত আয়াজ বলেছেন: হবে না তাতো বলছি না। এই মেয়াদে সরকার কাজটি নিজের ইচ্ছাতেই অসমাপ্ত রাখবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.