![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা ভেবেছিলাম, সরকারের শেষ বছরে এসে যুদ্ধাপরাধীর বিচারের রায় প্রদান অবশেষে শুরু হল। কিন্তু প্রথম রায় দেখেই কিছুটা অবাক হয়ে গেলাম। যেই ব্যক্তি কিনা দেশের স্বনামধন্য গোয়েন্দা সংস্থাগুলোর চোখে ধুলো দিয়ে আরামসে প্রতিবেশী দেশে ঢুকে গিয়েছেন তারটাই কেন আগে দিতে হল। হাই প্রোফাইল সাঈদী,নিজামি,সাকা কিংবা মুজাহিদ কেন নয়। সাইদীর বিচারকাজ তো এক মাস আগেই শেষ হয়ে গিয়েছে। তারপরও কোন এক অজ্ঞাত কারণে রায় এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। আসল কথা হচ্ছে, সরকার ওই রায়গুলো প্রকাশে ভয় পাচ্ছে। কারণ জামায়াত- শিবিরের নেতাদের ফাঁসির আদেশ ঘোষণার পরবর্তী মুহূর্তেই বাংলাদেশ আরেকটি আফগানিস্তান বা পাকিস্তানে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। শিবিরের যে আত্মঘাতী স্কোয়াড রয়েছে তা এখন অনেকেরই জানা। আর তাদের কাছে দেশের আইন- শৃঙ্খলা বাহিনীর অসহায়ত্ব তো প্রতিনিয়ত মিডিয়াতে ভালভাবেই দেখা যায়। সরকার মুখ থেকে যতই বানী বিসর্জন করুক আর সুশীল সমাজ যতই লাফালাফি করুক, আত্মঘাতী হামলা একবার শুরু হয়ে তারাও এই সোনার বাংলা ছেড়ে স্টেট্স কিংবা নিদেনপক্ষে ভারতমাতার কোলে গিয়ে বসে থাকবেন। আর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সরকার সেনাবাহিনীর সাহায্যও চাইবে না কারণ তাহলে গণতন্ত্র আবার মুখ লুকাবে ট্যাঙ্ক আর উর্দির আড়ালে। তাই যুদ্ধাপরাধীর রায় ঘোষণার পর অতীব মাত্রায় খুশি না হয়ে বরং সকলের উচিত আশেপাশে কোনরূপ সন্দেহজনক ঘটনার প্রতি একটু মনোযোগ প্রদান করা যেন আমাদের মাতৃভূমি আগের মতই নিরাপদ রাখা যায়।
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যেই ব্যক্তি কিনা দেশের স্বনামধন্য গোয়েন্দা সংস্থাগুলোর চোখে ধুলো দিয়ে আরামসে প্রতিবেশী দেশে ঢুকে গিয়েছেন তারটাই কেন আগে দিতে হল। হাই প্রোফাইল সাঈদী,নিজামি,সাকা কিংবা মুজাহিদ কেন নয়
--- স্কাইপি সংলাপ কি ভুলে গেলেন???!!!!
এমনইতো সাজেশন ছিল!!!! নয় কি?
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
ভেজাল* বলেছেন: এখনো সিনেমার অনেক বাকী আছে।
৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০১
হুমায়ুন তোরাব বলেছেন: skype suna hy nai..bt mja pelum
৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০২
রিওমারে বলেছেন: শাফফাত আয়াজ বলেছেনঃ আসল কথা হচ্ছে, সরকার ওই রায়গুলো প্রকাশে ভয় পাচ্ছে। কারণ জামায়াত- শিবিরের নেতাদের ফাঁসির আদেশ ঘোষণার পরবর্তী মুহূর্তেই বাংলাদেশ আরেকটি আফগানিস্তান বা পাকিস্তানে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। শিবিরের যে আত্মঘাতী স্কোয়াড রয়েছে তা এখন অনেকেরই জানা। আর তাদের কাছে দেশের আইন- শৃঙ্খলা বাহিনীর অসহায়ত্ব তো প্রতিনিয়ত মিডিয়াতে ভালভাবেই দেখা যায়।
সারাদিন কি তালের রস খাইয়া চিতাইয়া থাকেন?? দেখেন কয়টা ফাসির রশিতে ঝুলে।।
২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৮
শাফকাত আয়াজ বলেছেন: ঝোলালে তো আমার কোন সমস্যা নাই কিন্তু তারা ইচ্ছা করেই সবাইকে ঝুলাবে না। সবই রাজনীতি, দেশপ্রেম তো কেবল একটা মূলা।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫
সোনালী প্রান্তর বলেছেন: