নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাফকাত আয়াজ

I'm fun-loving guy who gets concerned about the condition of country but can't take any step to change it.

শাফকাত আয়াজ › বিস্তারিত পোস্টঃ

আমি রাজাকার বলছি

২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

১. আমি একজন রাজাকার কারণ আমি পাকিস্তান ক্রিকেট টিমের খেলা দেখতে পছন্দ করি।

আপনি একজন দেশপ্রেমিক কারণ ভারতীয় ক্রিকেট টিম কোন খেলায় জিতে গেলে দাদাদের দেশ জিতেছে এই আনন্দে (!) মিষ্টি বিতরণ শুরু করেন।

২. আমি একজন রাজাকার কারণ আমি দেশের ‘সুশীল সমাজ’ নামধারী ভণ্ড নাস্তিকদের বিরুদ্ধচারণ করি।

আপনি একজন দেশপ্রেমিক কারণ ওইসকল সুশীলবৃন্দের কাছে নতমস্তক হয়ে নিজের আসল শিকড় থেকে যোজন যোজন দূরে সরে গিয়ে বিশাল হৃদয়ের অধিকারী হয়ে ওঠেন।

৩. আমি একজন রাজাকার কারণ আমি আমার ধর্মীয় অনুশাসন মেনে চলে পরকালের শাস্তি থেকে কিছুটা হলেও রেহাই পেতে চাই।

আপনি এক মহান দেশপ্রেমিক কারণ কোন ব্যক্তির দাঁড়ি দেখলেই আপনি তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখেন আর পারলে তাকে জঙ্গিবাদের দায়ে ধরিয়ে দেন।

৪. আমি একজন রাজাকার কারণ দেশের মানুষ বিনা কারণে সীমান্তে প্রাণ হারাচ্ছে আর আমি সরকারকে এর জবাবদিহিতা করতে বলছি।

আপনি দেশপ্রেমিক কারণ আপনার মতে আপনার প্রভাবশালী প্রতিবেশী ২০-২৫ জনকে ফেলে দিতেই পারে। ১৬ কোটির দেশে ওরকম কিছু আগাছা রেখে লাভ কি?

৫. আমি রাজাকার কারণ আমি দেশের সম্পদ অন্যায়ভাবে কুক্ষিগত করা প্রতাপশালীদের আইনের মুখোমুখি করতে চাই।

আপনি দেশপ্রেমিক কারণ দেশের রথি-মহারথীরা দেশের জনগণের হাজার কোটি টাকা লুটে নিলেও আপনি শুধু খবরের অনুসন্ধানী রিপোর্ট পড়েই শান্ত থাকেন।

৬. আমি রাজাকার কারণ দেশের আধুনিকমনা মেয়েদের আব্রুর মাধ্যমে শরীরের নিরাপত্তা বজায় রাখতে চাই।

আপনি দেশপ্রেমিক কারণ মেয়েরা যত কম কাপড়ই পরুক না কেন, আপনি সেটিকে তাদের স্বাধীনতার মাপকাঠি বলে চালিয়ে দিবেন।

৭. আমি রাজাকার কারণ আমি পিলখানায় জাতির সূর্যসন্তানদের হত্যাকারীদের প্রকৃত পরিচয় জানতে চাই।

আপনি একজন দেশপ্রেমিক কারণ আপনি এরকম পরিকল্পিত হত্যাকাণ্ডকে কেবলমাত্র আচানক ‘সৈনিক বিদ্রোহ’ বলেই থেমে থাকতে চান।

৮. আমি একজন রাজাকার কারণ লাখো মানুষের উন্নত জীবনের স্বপ্ন দেখানো শেয়ারবাজারের অকল্পনীয় ধসের পিছনে দায়ী ব্যক্তিদের শাস্তি দাবী করি।

আপনি একজন দেশপ্রেমিক কারণ আপনি মনে করেন শেয়ার বাজার কেবলমাত্র জুয়াড়িদের আড্ডাখানা, ভদ্রলোকেরা ওখানে যায়না।

৯. আমি একজন রাজাকার কারণ যে দেশে মুসলিম ভাইয়েরা প্রকাশ্যে কুরবানি করতে পারে না, যে দেশে শতবর্ষী মসজিদ ভেঙে মন্দির তৈরি হয়, যে দেশের সৈন্যরা দেশরক্ষার নামে নির্বিচারে মুসলিম তরুণীদের ধর্ষণ করে যায়, যে দেশে মুসলিমের প্রতিশব্দ জঙ্গি সেই দেশকে আমি অন্তর থেকে ঘৃণা করি।

আপনি একজন দেশপ্রেমিক কারণ ওই দেশের রাষ্ট্রপতির শ্বশুরবাড়ি আপনার দেশে, এই ভেবে গর্বে বুক ভরে যায়। ওই দেশের বাঙালিদের রসনা বিলাসের জন্য আপনি টনের পর টন ইলিশ মাছ পাঠান, এদেশ পানি পাক কিংবা মরুভূমি হয়ে যাক। আমাদের জাতীয় নির্বাচন নিয়ে ওদের কোন মাথাব্যথা না থাকলেও ওদেশের প্রাদেশিক নির্বাচন নিয়ে আপনার ঘণ্টায় ঘণ্টায় খবর না শুনলে যেন খাবার হজম হয়না।

১০. আমি একজন রাজাকার কারণ আমি স্বাধীন,সার্বভৌম,অখণ্ড বাংলাদেশ দেখতে চাই।

আপনি দেশপ্রেমিক কারণ কোন একটা ছুতো পেলেই আপনি দুই বাংলার মিলনমেলা করতে উন্মুখ থাকেন।

১১. আমি রাজাকার কারণ ৮৮% মুসলিমের দেশে কয়েক হাজার মন্দিরে অবিরত পূজাঅর্চনায় কোনরূপ বাধা না দেওয়ার পরেও আমি শুধু আজানের সময় ঢাকঢোলের আওয়াজটা কমাতে বলেছিলাম।

আপনি দেশপ্রেমিক কারণ মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে, ভোরের ওয়াক্তে গান গেয়ে, নৃত্যের মাধ্যমে সূর্যকে বরণ করে এরকম আরও নানা রকম আধুনিকতার আবরণে ধর্মবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকেন।

১২. আমি একজন রাজাকার কারণ আমি ভুয়া সনদধারী মুক্তিযোদ্ধাদের সনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তি প্রার্থনা করি যেন মহান মুক্তিযুদ্ধের সম্মানকে কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে।

আপনি একজন দেশপ্রেমিক কারণ নানারকম অনৈতিক সুবিধা ভগ করার পরেও ওই ভুয়া সনদের মাধ্যমে আপনি পার পেয়ে যাচ্ছেন।

১৩- আমি রাজাকার কারণ আমি মুক্তিযোদ্ধা কোটায় উচ্চশিক্ষা, চাকরিলাভের বিরোধিতা করি। কারণ আমি চাই না, মেধা থাকার পরেও সুযোগ না পেয়ে হতাশাগ্রস্ত তরুণেরা শেষ পর্যন্ত ওই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেই এক নতুন যুদ্ধ ঘোষণা করে বসে।

আপনি দেশপ্রেমিক কারণ আপনার ওই সনদের কল্যাণে কম মেধা নিয়েও দেশ চালানোর দায়িত্ব পেয়ে যাচ্ছে আপনার ওয়ারিশগণ।

১৪. আমি রাজাকার কারণ আমি ব্লগে ভারতের উদারতার পক্ষে সাফাই গাই না।

আর আপনিই ভাইয়া সেই মহান দেশপ্রেমিক, কারণ স্বাধীন হতে সাহায্য করায় আজীবন ভারতের গোলামি করে যাবেন। হোক না তাতে দেশের জনগণের অনেকখানি অধিকার হরণ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

জাহাঁপনা। বলেছেন: তুমি আসলে ছাগু

২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

শোয়েব হাসান বলেছেন: Taile ami o rajaker hte chai

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

মুহাম্মদ ফয়সল বলেছেন: এগুলো হলো আপনার মত দিবাস্বপ্নে বিভোর একজন মাতাল ছাগুর উদ্ভট চিন্তাধারার প্রতিফলন! ছাগুদের দেখেছি নামাজ ঠিকমত পড়ে, আর যা -ই (ভাংচুর, রাহাজানি, ধর্ষন, অগ্নিসংযোগ ইত্যাদি ইত্যাদি) করুক। ইদার্নিং গাঞ্জায় টান দিয়ে ব্লগ লেখাও শুরু করেছে দেখছি।

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

এমদাদুল কদির বলেছেন: ...... চমৎকার লাগিল। আপনার এই পোষ্টির জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং পিলাচ...

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

আরিফ১৯৭৮০০৭ বলেছেন:


ভাদাদের মাথা X( X(

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৮

ভ্রমন কারী বলেছেন: ++++++++++

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:২০

তামিম ইবনে আমান বলেছেন: আসলেই তুমি রাজাকার

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩০

রিফাত উকিল বলেছেন: বেটা আবাল কোনখানকার !!! তোগে চুইদী হুজুরের ফোনসেক্সের বিষয়ে কিছু তো কইতে পারলি না এখনো ...

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

ভোলা বাবা বলেছেন: তামিম ইবনে আমান বলেছেন: আসলেই তুমি রাজাকার

১০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৬

লোনলিফাইটার বলেছেন: হাই ছাগু X( X(

১১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

আবদুল্লাহ আল জাফর মালেক বলেছেন: Click This Link

১২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: Tumi rajakar na.....

Rajakarer pola ;) I mean Chagu ;)

১৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩

সংকেত মাহমুদ বলেছেন: কিরে খানকি মাগির পোলা, ৭১ এ ২ লক্ষ মা-বোনের ইজ্জত নষ্ট করসে যে রাজাকার বাহিনী, সেই রাজাকার বাহিনীর সদস্য হিসেবে জনসম্মুখে নিজেরে পরিচয় দিতে তোর লজ্জা লাগে না ।

১৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

সংকেত মাহমুদ বলেছেন: কিরে খানকি মাগির পোলা, মুখে ইসলাম কায়েমের কথা কস আবার আদালতে মিথ্যাচারও করিস ।ইসলামের ইতিহাসে খেলাফত কায়েমকারী কাউরে কখনো দেখছস মিথ্যাচারের চর্চা করতে ?? তোরা জামাত-শিবির হলি ইসলামের প্রকৃত শত্রু, যারা মুখে খেলাফত কায়েমের কথা কয় আবার মিথ্যাচারের চর্চাও করে ।আদালতে কাদের মোল্লার বিরুদ্ধে আনিত সকল অভিযোগের ঘটনাস্হল ঢাকার মিরপুর এবং ঢাকার কেরানীগঞ্জে ।অথচ এ প্রসঙ্গে আদালতে কাদের মোল্লার পক্ষের সাক্ষী হাফেজ এ আই এম লোকমান আদালতে মিথ্যা জবানবন্দী দিয়ে বলেছেঃ যুদ্ধকালে আব্দুল কাদের মোল্লা নাকি ঢাকাতেই ছিলেন না। তিনি গ্রামের বাড়ি ফরিদপুরে ছিলেন। হানাদার বাহিনীর সাথে কাদের মোল্লার নাকি কোন সম্পর্কই ছিল না !!!!!!! দৈনিক সংগ্রামও কাদের মোল্লার পক্ষের ঐ সাক্ষীর এই মিথ্যা জবানবন্দীটি রিপোর্ট ফলাও করে নিখছে কাদের মোল্লার পক্ষের সাক্ষী লোকমান যে আদালতে মিথ্যা জবানবন্দী দিয়েছে তার প্রমান দেখা মেলে এই ছবিতে যেখানে কাদের মোল্লার{গোল দাগ চিহ্নিত} সাথে পাক বাহিনী সেনাপতি ঘাতক নিয়াজীর সঙ্গে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.