![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজনীতির সাথে আমজনতার সম্পর্কটা আসলে এরকমই। মাত্র ১ দিন আগেও যারা সরকারের সাহসী, সময়োপযোগী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করছিল; ইতিহাসের কলঙ্ক মোচনের সাফল্যে যারা দিস্তার পর দিস্তা খরচ করে সরকারের তারিফ করছিল, আজ তারাই রাস্তায় নেমেছে সরকারের দুর্বল সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে। বিরোধীদলের আর দরকার নাই, পারলে তারাই যেন সরকারকে মসনদচ্যুত করে ফেলে। যাবজ্জীবনের রায়ের ফলে সরকার কিছু ভোট হারাল কিনা কিংবা শিবিরের সংগ্রাম সফল হল কিনা, এই মুহূর্তে তা হয়তো বলা যাচ্ছে না। কিন্তু আজকের রায়ের পরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির হতাশা অনেকখানি বেড়ে গেল এবং যে তারুণ্যের জোয়ারে ক্ষমতায় আরোহণ করা আওয়ামীলীগের উপর তারুণ্যের আশায়ও ভাটা পড়ল।
©somewhere in net ltd.