![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কথাটা হচ্ছে, বাংলাদেশীদের যখন উঠে, তখন খুব জোরেশোরেই উঠে কিন্তু খুব অল্পতেই আবার সব পড়ে যায়।
যেমন বিগত কিছুদ্দিন ধরে সবাই খুব করে জামায়াতের পত্রিকা পোড়াল, ইসলামী ব্যাংকে হামলা করল। জামায়াতি প্রতিষ্ঠানের পণ্য বর্জন করা শুরু করল। কিন্তু মাস পেরোতেই আবার আগের অবস্থানে ফিরে যাওয়া। সেই প্রথম আলোও এখন ইসলামী ব্যাংকের বিজ্ঞাপন ছাপে আর চ্যানেল আইও শাহবাগ লাইভ কাভার করা ছেড়ে দিয়েছে।
এখন, উদ্বেলিত প্রজন্মের কথা হচ্ছে, চ্যানেলগুলো কেন শাহবাগ, মিরপুর কিংবা উত্তরা লাইভ দেখানো ছেড়ে দিচ্ছে। তারা কি তাহলে জামায়াতের সাথে আঁতাত করেছে? দেশপ্রেম কি কমে গিয়েছে তাদের?
না বাবারা, মিডিয়ার মধ্যে দেশপ্রেম কখনই ছিল না। তারা শুধু লাভ খুঁজেছে। যতদিন জনগণ শাহবাগ নিয়ে উৎসাহী ছিল, ততদিন তারাও নিরলস(!) প্রচেষ্টা দিয়ে শাহবাগ দেখিয়েছে. এখন শাহবাগের থেকে গাড়ি পোড়ানো কিংবা ককটেলের বিস্ফোরণ অনেক বেশি TRP পায়।
তাই মিডিয়া দেখাচ্ছে না বলে যদি আপনাদের উৎসাহে যদি ভাঁটা পড়ে যায়, আন্দোলনের স্পৃহায় টান পড়ে; তাহলে আর দেশরক্ষায় দিনের পর দিন আপনার রাস্তায় কাটানোর দরকার নেই। পোর্টফোলিও করে মডেল এজেন্সিতে যোগাযোগ করুন। মিডিয়ায় আপনাকে বেশ ভালই দেখা যাবে।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:৩০
শাফকাত আয়াজ বলেছেন: হুম, স্বার্থসিদ্ধি না হওয়া পর্যন্তই এদের দেশপ্রেম
২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৯
ইউরো-বাংলা বলেছেন: শাহবাগিদের ফান্ড কমে গেলো নাকি ? ঐসব মিডিয়াতে কিছু টাকা পয়সা শেয়ার করুন, দেখবেন হুর হুর করে আবার শাহবাগিদের লাইভ দেখাবে।
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৯
শাফকাত আয়াজ বলেছেন: ভালই বলেছেন
৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৯
দীপু ০ দীপু বলেছেন: বাসি বিরয়ানী কেও খেতে চায়না
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০২
শাফকাত আয়াজ বলেছেন: অনেকের হয়ত ভাল লেগে যায়
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:১৪
মোমের মানুষ বলেছেন: স্বার্থের পেছনে সবাই দৌড়ায়, ক্যাডা বাদ? মিডিয়া? শাহবাগ সবাই