![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সরকার যেসকল কারণে জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করবে না;
১. জামায়াতকে নিষিদ্ধ করলে এদের বিপুল সমর্থক এবং সহযোগী সংগঠন শিবিরের কর্মীরা চরমপন্থিদের ন্যায় ‘আন্ডারগ্রাউন্ড’ দল হিসেবে বিবেচিত হবে এবং তখন এরা সাধারণ মানুষ তথা দেশের বিভিন্ন এলাকায় অতর্কিত কিংবা চোরাগোপ্তা হামলা যা মোকাবেলা করার সামর্থ্য দেশের পুলিশ বাহিনীর নেই। ফলে ধীরে ধীরে দেশ আরেকটি পাকিস্তান কিংবা আফগানিস্তানে পরিণত হয়ে যাবে।
২. জামায়াতকে নিষিদ্ধ করা হলে তাদের সমর্থকদের পুরোটাই বিশেষত গ্রামাঞ্চলের লোকজনের ভোটগুলো বিএনপির পক্ষে চলে যাবে এবং এতে আওয়ামীলীগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে।
৩. মুখে যতই সরকার বলুক ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ করতেই তারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চাচ্ছে, কিন্তু তারা এটাও জানে গ্রামের একটা বিশাল অংশের অশিক্ষিত, গোঁয়ার জনগণ জামায়াতের নেতাদের শ্রদ্ধার চোখেই দেখে এবং তাদের নেতৃত্বকে হারাম ঘোষণা করা হলে আওয়ামীলীগ তাদের কাছে সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবেই গণ্য হবে।
৪. সৌদি আরব কিংবা মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রের কাছ থেকে আর্থিক সাহায্যের পাশাপাশি রাজনৈতিক সমর্থনও পেয়ে চলেছে জামায়াত। তাই তাদের নিষিদ্ধকরণ ওইসব দেশে বাংলাদেশী শ্রমবাজারের উপর বিরূপ প্রভাব তৈরি করবে তা বলাই বাহুল্য।
৫. আর রাজনীতিতে শেষ কথা বলে যেহেতু কিছু নেই, তাই ২০ বছর পরে গোলাম আজম,নিজামী মারা গেলে জামায়াত যে ’৯১ এর মত আবার লীগের ছায়াতলে আসবে না তার কোন গ্যারান্টিও দেওয়া যাচ্ছে না।
২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৮
শাফকাত আয়াজ বলেছেন: সুশীল সমাজের দৃষ্টিতে যারা সেকুলার না, সেই ধর্মভীরুদেরই অশিক্ষিত, গোঁয়ার বলেছি।
২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:০৪
নেক্সটডোর বলেছেন: গোঁয়ার জনগণ বলতে কাদের বুঝাচছেন?
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০
শাফকাত আয়াজ বলেছেন: সুশীল সমাজের দৃষ্টিতে যারা সেকুলার না, সেই ধর্মভীরুদেরই অশিক্ষিত, গোঁয়ার বলেছি।সামাজিক ব্যবস্থাকে ব্যঙ্গ করেই বলেছি।
৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:১০
আহমেদ রিজভী বলেছেন: গ্রামের অশিক্ষিত লোকজন গোঁয়ার ! আর শহুরে অপনে খুবি আদবদার ও সমঝদার ?
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২
শাফকাত আয়াজ বলেছেন: না, সমঝদার হলে তো দেশটাই চালাতে পারতাম
৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ২:৩৬
দীপু ০ দীপু বলেছেন: একটা বিশাল অংশের অশিক্ষিত, গোঁয়ার জনগণ এর অশিক্ষিত গওারতুমির ফল এই পোস্ট এর লেখক ...।।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২১
শাফকাত আয়াজ বলেছেন: আপনি তো ভালই বুঝেছেন, ভাইয়া
৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:২৮
এম.এস. রানা বলেছেন: লেখককে ভদ্রভাবে বলছি , গ্রামের একটা বিশাল অংশের অশিক্ষিত, গোঁয়ার জনগণ অংশটি গ্রামীন জনগোষ্ঠির প্রতি চরম অবমাননামুলক। ইচ্ছা/অনিচ্ছাকৃতভাবে যেভাবেই লিখে থাকুন লেখাটি সংশোধন করুন। আর না হলে আমরা আপনি কোন ব্যারিষ্টারের নাতির ঘরের পুতি তা খুজে দেখব।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:২০
শাফকাত আয়াজ বলেছেন: সুশীল সমাজের দৃষ্টিতে যারা সেকুলার না, সেই ধর্মভীরুদেরই অশিক্ষিত, গোঁয়ার বলেছি।সামাজিক ব্যবস্থাকে ব্যঙ্গ করেই বলেছি।
আর আমি মহান কোন ব্যক্তি নই। ব্লগ লিখে হতেও চাচ্ছি না।
৬| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৪১
প্রভাষ প্রদৌত বলেছেন: " গ্রামের একটা বিশাল অংশের অশিক্ষিত, গোঁয়ার জনগণ অংশটি গ্রামীন জনগোষ্ঠি " কথাটা বলা হয়েছে হয়ত এ কারণে যে চাঁদে সাঈদীর ছবি দেখা গিয়েছে এ ধরণের গুজব গ্রামের লোকজনকে যতটা সহজে জামায়াত - শিবির বিশ্বাস করাতে পেরেছিলো সেটা কি আপনাকে পেরেছে ?
গ্রমের লিকজন সত্যকার অর্থেই অশিক্ষিত ও গোঁয়ার , নাহলে সাঈদীর মত ভন্ডের ইসলামের অপব্যখ্যআ এরা সহজে বুঝতে পারত অ থবা বোঝার চেষ্টা করত ।আপনি যদি গ্রামের অশিক্ষিত, গোঁয়ার জনগণকে বোঝাতে যান যে চাঁদে সাঈদীর ছবি দেখা গিয়েছে এটা জামায়ত - শিবির মুনাফিক দের মিথ্যা ষড়যন্ত্র এবং আপামর ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতি নিয়ে খেলার ঘৃণ্য অপচেষ্টা তাহলে আপনি জীবন নিয়ে ফিরতে পারবেন কি না সেটা আল্লাহই ভালো জানেন ।
গ্রামের লোকজন সহজে ভন্ডামি বুঝবেও না বোঝার চেষ্টাও করবে না , তই তো জামায়াত -শিবির এদের খুব সহজে ইসলামের অপব্যখ্যা দিয়ে নিজেদের রাজনৈতিক এজেন্ডা ব্যবহার করতে পারে । তো এদের আপনি অশিক্ষিত ও গোঁয়ার ছাড়া আর কি বলবেন???????
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৮
শাফকাত আয়াজ বলেছেন: বুঝতে পারার জন্য ধন্যবাদ
৭| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪
পথহারা সৈকত বলেছেন: এম.এস. রানা বলেছেন: লেখককে ভদ্রভাবে বলছি , গ্রামের একটা বিশাল অংশের অশিক্ষিত, গোঁয়ার জনগণ অংশটি গ্রামীন জনগোষ্ঠির প্রতি চরম অবমাননামুলক। ইচ্ছা/অনিচ্ছাকৃতভাবে যেভাবেই লিখে থাকুন লেখাটি সংশোধন করুন। আর না হলে আমরা আপনি কোন ব্যারিষ্টারের নাতির ঘরের পুতি তা খুজে দেখব।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০০
শাফকাত আয়াজ বলেছেন: সুশীল সমাজের দৃষ্টিতে যারা সেকুলার না, সেই ধর্মভীরুদেরই অশিক্ষিত, গোঁয়ার বলেছি।সামাজিক ব্যবস্থাকে ব্যঙ্গ করেই বলেছি।
আর আমি মহান কোন ব্যক্তি নই। ব্লগ লিখে হতেও চাচ্ছি না।
৮| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০৭
এম.এস. রানা বলেছেন: @পথহারা সৈকত: আমার মন্তব্যটি রাগ করার মতই, আমি নিজেও অনেক রাগ হয়েই মন্তব্যটুকু করেছি। রাগ করেই অনুরুধ করেছি গোঁয়ার / অশিক্ষিত অংশটুকু সংশোধন করতে।এদেশের কত % মানুষ শহুরে বলতে পারবেন? যারা আজ শহুরে তাদের কত % শহরেই আদি রুট 'তা বলতে পারবেন? দেশের দুটো ঈদে ঢাকা শহরের দিকে তাকালেই দেখতে পাবেন চিত্রটা। আমার মতে ৯০% লোক শহর ছেড়ে গ্রামে চলে যায়। আজকে আমাদের শিক্ষিত সমাজ কোন না কোনভাবে গ্রামথেকেই উঠে এসেছে। কেউ এক জেনারেশন আগে কেউ এক জেনারেশন পরে। আজকের এলিট শ্রেনীর রুট খুজতে গেলেও গ্রাম চলে আসবে অনেকের ক্ষেত্রেই। আজকে আমাদের দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন বলে আমাদের মন্ত্রি মহোদয়রা রাজনীতি করে বেড়ান? কোথা থেকে হচ্ছে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ন?? এদেশের কৃষি তথা গ্রামীন সমাজ এমনিতেই অবহেলিত আর রাজনৈতিক ভাবে যুগ যুগ ধরে শোষিত। আরেক ভাই বল্লেন সাইদির চাদঁ দেখা বিস্বাস করে গ্রামের মানুষ তাই তাদের অশিক্ষিত বা গোঁয়ার ছাড়া আর কি বলা যায়? গ্রামের যারা বসবাস করে সবাই কি সাইদির দল করে? সাইদির কারনেই কি এদেশের লোকজন জামায়াত করে?
জামায়াতের সংগে যখন খালেদা হাসিনা মিটিং করে তখন তাদের কি আপনি গোঁয়ার অশিক্ষিত বলেছিলেন?
বললে অনেক কথাই বলা যায়, মুল কথা হল বি এন পি বা আওয়ামীলীগ কেউ এদেশে জামায়াত নিষিদ্ব করবে না তাদের রাজনৈতিক স্বার্থের কারনে।
ওনার পোষ্টের বক্তব্য আমিও অনেকাংশে সমর্থন করি তবে ভাষাটুকু সংশোধন করতে বলেছি।
২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৪
শাফকাত আয়াজ বলেছেন: ধন্যবাদ, কিছুই সংশোধন করছি না। কারণ, সুশীল সমাজ দেশের খাদ্য উৎপাদনকারীদের এই নামেই ডাকে।
৯| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৮
প্রিন্স অফ পার্সিয়া বলেছেন: সবগুলা বিএনপিতে যোগ দিবে। আর জঙ্গি তৎপরতা শুরু হবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৭
পিওর গাধা বলেছেন: অশিক্ষিত, গোঁয়ার জনগণ মানে টা কি?