নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাফকাত আয়াজ

I'm fun-loving guy who gets concerned about the condition of country but can't take any step to change it.

শাফকাত আয়াজ › বিস্তারিত পোস্টঃ

গরুচোরদের হত্যার আবার বিচার কি???

২৭ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৫

স্যার, সীমান্তে তো একের পর এক লাশ পড়ছে। স্বাধীন দেশের মানুষদের এভাবে মেরে ফেলছে আর আপনারা কোন ব্যবস্থাই নিচ্ছেন না।

‘ উফ আয়াজ, বোকার মত কথা বল কেন, যারা মারা যাচ্ছে ওরা সব গরীব, ছোটলোকের জাত। গরু চুরি করে আনে আর সেগুলো বেচে জীবন চালায়। ওদের ওই গরুর টাকা কি আমরা পাই নাকি?’

কিন্তু স্যার ওরাও তো আপনার মতই এ দেশেরই নাগরিক। আর ওরা যেহেতু আপনাকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে, তাই ওদের জীবন রক্ষার দায়িত্ব তো আপনারই।

‘ তুমি বড্ড বেশি বোঝ আয়াজ, ওইরকম কয়েকশ গরুচোর মারা গেলে আমার ভোটের সময় কোন প্রভাব পড়বে না। ভোটের তিনদিন আগে থেকে ওদের তিনবেলা করে খাবার দিলেই ওরা পাঁচ বছরের জন্য সিলটা আমাকেই দেবে’।

কিন্তু স্যার তারপরও এভাবে পাখির মত মানুষ যাওয়াটা সরকারের ইমেজ নষ্ট করে দিচ্ছে।

‘ আরে বাবা, তোমাকে নিয়ে দেখি মহাযন্ত্রণায় পড়লাম। তুমি জানো না, আমাদের সরকার জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর, ওইসব সীমান্ত এলাকায় তো জন্মের হার বেশি। তাই ওদের মারা যাওয়াটাই ভাল। জনসংখ্যা বৃদ্ধিটা কমবে’।



----------------------------------------------------------

স্যার শুনেছেন, দাদাদের দেশে নাকি ভুল করে জেলেদের মারার কারণে ইউরোপীয় সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হবে। স্যার এবার অন্তত আমাদের সীমান্তে মানুষ হত্যার জন্য বিএসএফের বিচার করেন।

‘ এই যে শাফকাত, তুমি আবার বেশি বুঝলে, তুমি জান জেলে মানে কি, জেলেরা হচ্ছে ওদের দেশে দেবতাতুল্য। ওরা যদি মাছ না ধরে তাহলে ওদেশের মানুষ খাবার কোথায় পাবে আর কিভাবেই বা মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বাড়াবে।জেলেরাই তো ওদের দেশের সমুদ্রগুলো পাহারা দেয়। এককথায় , দাদাদের দেশের উন্নয়নে জেলেদের অবদান অপরিসীম। তাই ওদের মত মহান মানুষদের মারলে ইউরোপ কেন, আমেরিকার সৈন্যদেরও বিচারের মুখোমুখি হতে হবে। তুমি ওদের মহাপুরুষদের সাথে আমাদের গরুচোরদের তুলনা করলা? না, তোমার মাথায় আসলেই সমস্যা আছে। আজকেই তুমি মাউন্ট এলিজাবেথে যোগাযোগ করে ওদের কাছে ভাল একটা চেকআপ করিয়ে আস’।

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.