নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাফকাত আয়াজ

I'm fun-loving guy who gets concerned about the condition of country but can't take any step to change it.

শাফকাত আয়াজ › বিস্তারিত পোস্টঃ

এক টুকরা তারেক সমাচার

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৪

পুঁটিমাছের লেজটা কেবল একটু নড়েছিল আর তাকেই উজিরগণ বোয়াল মাছের দাঁড়ি হিসেবে আখ্যায়িত করে দিলেন। মানলাম সমুদ্রকন্যার বয়স হয়েছে, কিন্তু এটুকু তো বোঝা উচিত হাওয়াই মিঠাইয়ের কথাকে এত গুরুত্ব দিয়ে তাকে পবনদেব বানানোর কোন অর্থ হয়না!!!

তারেক রহমান এমন কোন বড় মাপের নেতা হয়ে যাননি, যাকে নিয়ে সরকারের তীব্র মাথা ব্যথা করতে হবে কিংবা তার সামান্য দু চার লাইনের কথার জন্য তাকে দেশে ফেরত আনতে ব্যতিব্যস্ত হয়ে উঠতে হবে। কারণ পৃথিবীর ইতিহাসই সাক্ষ্য দেয় রাজনৈতিক কারণে যে যতদিন জেলে থাকে সে ভবিষ্যতে তত বড় নেতা হয়ে ওঠে। তারেক রহমান বহুদিন দেশের বাইরে থাকায় তৃণমূলের অনেক বিএনপি সমর্থকই তাকে একপ্রকার বিস্মৃতই রেখেছেন। কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে তাকে যদি দেশে ফিরিয়ে এনে কারাবন্দী করা হয় তবে বিএনপির নিকট শুধু একটি নতুন ইস্যুই তৈরি হবে না বরং কারা অভ্যন্তরে জনাব তারেককে নানাবিধ শারীরিক নির্যাতন করা হচ্ছে।এমনকি তার জীবনও হুমকির সম্মুখীন হয়ে পড়েছে এরূপ সংবাদও প্রচার করে বিভ্রান্তির সৃষ্টি করা হবে। মূলত তারেককে দেশে ফেরত আনা হলে বিএনপির ভোট ব্যাঙ্কই বাড়বে কারণ টিভিতে যখন তার অসহায় চেহারার ছবি বারবার দেখানো হবে তখন আবেগপ্রবণ বাঙালির একটা বিরাট অংশই চোখের জল ফেলে আসছে নির্বাচনে ধানের শীষে ছাপ্পা দিতে আরও এক ধাপ এগিয়ে যাবে। তাই সরকারকে বলছি, পবনদেব যাই বলুক না কেন; তাতে খুব বেশি কর্ণপাত না করে দেশসেবায় মন দিন। নতুন ভোট গোছানোর সময় আর খুব বেশি নাই।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৬

মো ঃ আবু সাঈদ বলেছেন: এত দিন কি উনার দেশে সেবা মন দিছিল নাকি???

২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৪১

শাফকাত আয়াজ বলেছেন: সাড়ে চার বছর তো ফাঁসি নিয়েই কাটালেন উনি। দেশসেবার উপর নাহয় ছয় মাসের একটা শর্ট কোর্স করলেন এবার। যদি তাতে নৌকাটা না ডুবে যায়।

২| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮

আজিব শিমু বলেছেন: দেশ সেবা???

৩| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৩

আনমনা 007 বলেছেন: দেশ সেবা B:-) B:-) কি জিনিস, এটা সম্ভবত সাহাবাগ যাদুঘরে আছে

৪| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৭

ভরযুক্ত অপদার্থ বলেছেন: চোরের মায়েরই কেবল বড় গলা না চোরের দলের সবারই বড় গলা।

ভবিষ্যতে চোরের বৌ, চোরের ছেলে, চোরের চৌদ্দগুষ্ঠির সবারই বড় গলা দেখতে পাবেন। তারপর দর্শক হিসেবে বাঙালিকে নোবেল পুরষ্কারও দেয়া হতে পারে।

৫| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৪৯

জহির উদদীন বলেছেন: পুঁটিমাছের লেজটা কেবল একটু নড়েছে আর অমনি হাম্বালীগের হাগা শুরু হয়ে গেছে.......

৬| ২৮ শে মে, ২০১৩ বিকাল ৫:৫৩

শিব্বির আহমেদ বলেছেন: ভরযুক্ত অপদার্থ বলেছেন: চোরের মায়েরই কেবল বড় গলা না চোরের দলের সবারই বড় গলা।

ভবিষ্যতে চোরের বৌ, চোরের ছেলে, চোরের চৌদ্দগুষ্ঠির সবারই বড় গলা দেখতে পাবেন। তারপর দর্শক হিসেবে বাঙালিকে নোবেল পুরষ্কারও দেয়া হতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.