![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিকতাবাদের বিপক্ষে বলতে গেলেই যে আমি জামায়াত-শিবিরের পক্ষে হয়ে যাব, এই ভুল ধারণার কারণেই তথাকথিত নাস্তিকগণ সবসময় ধর্ম সম্পর্কিত যুক্তিতর্ক এড়িয়ে চলেন। আর বাংলাদেশের নাস্তিকতাবাদ মূলত ঈশ্বরে অবিশ্বাসের উপর কেন্দ্রীভূত নয়, এখানে পুরো কনসেপ্টটাই ইসলামের প্রতি বিদ্বেষমূলক। কোন ধরমের আবরণে থেকে ইসলাম সম্পর্কে বিষোদগার করলে সেই ধর্মের অনুসারী অন্য লোকজন অসুবিধায় পড়তে পারেন, তাই মুকচিন্তার আদলে মূলত ইসলামকে আক্রমণ করার জন্যই এইসব ভণ্ড নাস্তিকদের আবির্ভাব।পাশ্চাত্য সমাজ ব্যবস্থার দিকে তাকালে আমরা দেখতে পারি, সেখানে নাস্তিকগণ মূলত স্বাধীন জীবনযাপন করার লক্ষ্যেই এই কনসেপ্টে আসক্ত হন। অন্য কোন ধর্মকে আক্রমণ কিংবা কুৎসা রটনা করার চিন্তা তাদের আচরণে কখনো প্রকাশও পায়না। আর আমাদের দেশের দিকে তাকালে দেখা যায় আমাদের বুদ্ধিজীবী কিংবা সুশীল সমাজের প্রতিনিধিরা নাস্তিক হতে চান শুধুমাত্র ইসলামের বিরোধিতা করার জন্য। নিজেকে নাস্তিক দাবি করার আগে একটাবার নাস্তিকের সংজ্ঞাটুকু পড়ে আসুন। শুধু শুধু নিজেকে এলিট প্রমাণিত করার জন্য নাস্তিক শব্দটা ব্যবহার করবেন না। আসলে দোষটা আমাদের নিজেদেরই, ৮৮% মুসলিমের দেশে বাকি ১২%কে আমরা এত সহিষ্ণুতা দেখিয়েছি যে, ৪২ বছর ধরে সম্প্রীতির নাম করে আমাদের মুল শিকড় থেকে আর দূরে সরিয়ে নেওয়া হচ্ছে। নাস্তিক হওয়াতে দোষের কিছু নেই, আপনি মুসলিম নাম নিয়েও নাস্তিক হয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারেন, তাতে আমার কোন সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, দিনের শেষে নাস্তিকতাও কিন্তু একটা ধর্ম যার কিছু নিয়মনীতি আছে। যদি সেগুলো সঠিকভাবে পালন করতে না পারেন, তবে নাস্তিক না বলে নিজেকে ইসলামবিদ্বেষী বলুন। তাহলে হয়তো আপনার নোংরা থাবা থেকে কিছুটা হলেও মুসলিমগণ বাঁচতে পারবেন।
২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:০৬
দুরন্ত সাহসী বলেছেন: শিরোনামটা দেখেই আসলাম এখানে।
একদম সোজা কথা, নাস্তিক হলে ভালো মত হও, আল্লাহকে যুক্তি দিয়ে নাই করে দাও দেখি কত পারো, অযথা ইসলামের বিরুদ্ধে লাগতে না এসে।
ধন্যবাদ
৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:১৫
নতুন বলেছেন: যেই দেশে এই ধম` প্রধান্য দেখায় সেইখানে সেই ধম`কেই অনেক সময় নাস্তিকরা আক্রমন করে...
Richard Dawkins তিনি খৃস্টিয়ানিটি নিয়েই বেশি কথা বলেন...
কিন্তু অনেক নাস্তিকরা যুক্তি বাদ দিয়ে বাজে শব্দব্যবহার করে ধম`কে আক্রমন করে যেটা তার ব্যক্তি সত্তারই প্রমান করে....
৪| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:২৬
মো: আজিজ মোর্শেদ বলেছেন: নাস্তিক হয়ে আমার লাভ কি?
পোষ্টে +++++
৫| ০১ লা আগস্ট, ২০১৩ সকাল ৯:৫৭
প্রকৌশলী রিয়াদ হাসান চৌধুরী বলেছেন: নাস্তিকতাও একটি মতবাদ। নাস্তিকরা ধর্ম নিয়ে কোন কুৎসা রটায় না। যারা ধর্ম নিয়ে কুৎসা রটায় তারা ধর্মবিদ্বেষী।
৬| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৮:৫১
ভালোরনি বলেছেন: দুরন্ত সাহসী বলেছেন: শিরোনামটা দেখেই আসলাম এখানে।
একদম সোজা কথা, নাস্তিক হলে ভালো মত হও, আল্লাহকে যুক্তি দিয়ে নাই করে দাও দেখি কত পারো, অযথা ইসলামের বিরুদ্ধে লাগতে না এসে
সহমত।
৩০ শে আগস্ট, ২০১৩ রাত ৮:২৪
শাফকাত আয়াজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ১২:৫০
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন: সহমত