নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাফকাত আয়াজ

I'm fun-loving guy who gets concerned about the condition of country but can't take any step to change it.

শাফকাত আয়াজ › বিস্তারিত পোস্টঃ

আপন তুমি চিরদিনের

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৪

ছোট্টবেলার সেই খেলার মাঠের সাথী থেকে শুরু; এরপর স্কুল, কলেজ,ভার্সিটির পরতে পরতে কতনা মানুষের সাথে আমাদের পরিচয় হয়। এরপর আমাদের পেশাগত জীবন তো আছেই। তারও বাইরে বিশেষ কিছু উপলক্ষে অনেক অচেনা মানুষকেই বড্ড চেনা মনে হয়। জীবনে সামাজিক হতে হলে এসব মানুষের সাথে মিশতেই হবে। মজার ব্যাপার হল, এসব মানুষের প্রায় ৮০ ভাগের কথাই আপনি খুব অল্প দিনে ভুলে যাবেন, বাকি যে ২০ ভাগ রইল, তাদের মধ্যে ১৫ ভাগ এমন হবে যাদের সাথে বহুকাল পড়ে একটু কুশল বিনিময় হয়তো হবে কিংবা একান্ত প্রয়োজনেই তাদের দ্বারস্থ হতে হবে। রইল বাকি ৫ ভাগ। এদের মধ্যে ৪ ভাগের সাথে আপনাদের যথেষ্ট হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হবে, কিন্তু সেই আন্তরিকতাও ওই ঘরের দরজা কিংবা সেলফোনের লাইনটা কেটে না যাওয়া পর্যন্তই থাকবে। আর যে বাকি ১ ভাগ; ভাবছেন আপনার মা-বাবা ভাইবোনের কথা বলছি? এদের বাইরেও ওই এক ভাগ মানুষে দুই-তিনজন এমন মানুষ শামিল হয়ে যায়, যাদের চাইলেও আমরণ ভুলতে পারা যায়না। না, তারা আপনার প্রথম প্রেমের পাত্র-পাত্রি নন। এই মানুষগুলো ঠিক আপনার পাশে চলতে চলতে আপনার অজান্তেই আপনার অতি পছন্দের মানুষ হয়ে ওঠে। আপনি না চাইলেও দুঃসময়ে এরাই আপনার পাশে এসে দাঁড়ায়। সিনেমার মত মনে হলেও আমরা বেশিরভাগ সময়ই আসলে এসব মানুষদের চিনতে পারি না, আমরা যাকে বেস্ট-ফ্রেন্ড উপাধি দিয়ে গলায় গলায় ভাব জমিয়ে ফেলেছি, তারা হয়তো আড়ালে আপনাকে টপকে যেতে চাইছে। কিন্তু যে বেচারাকে বলা মাত্রই আপনার জরুরী কাজটি করে দিচ্ছে, তাকে ওই প্রয়োজনের সময় ছাড়া আনন্দের সময়ে কল করার ও প্রয়োজন বোধ হয় না। জীবনটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ছোট, দুনিয়াটাও হয়তো অনেক ছোট কিন্তু আমাদের জীবনের তুলনায় তা বহুগুণ বড়।তাই সময় থাকতেই চোখটা মেলে একটু সত্যিকারের আপনজনদের চিনতে শিখি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.