নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাফকাত আয়াজ

I'm fun-loving guy who gets concerned about the condition of country but can't take any step to change it.

শাফকাত আয়াজ › বিস্তারিত পোস্টঃ

এমন ফাঁসি চাইনি

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১০

এমন ফাঁসি চাইনি, যেখানে রাস্তায় হাঁটতে গেলে ভয় করে এই বুঝি পাশের লোকটি থলে থেকে বোমা কিংবা পেট্রোল বের করে ছুঁড়ে মারবে।

এমন ফাঁসি চাইনি, যেখানে বাসে চড়তে গেলে মনে এই বুঝি দাউদাউ করে জ্বলে উঠবে আমার সর্বাঙ্গ।

এমন ফাঁসি চাইনি, যেখানে আমার লাখ পঁচিশের গাড়ি মুহূর্তেই অঙ্গার হয়ে পঁচিশ টাকার কঙ্কালে পরিণত হবে।

এমন ফাঁসি চাইনি, যেখানে কাজের প্রয়োজনে বেরোতে গেলেও মা বলে ওঠে যাসনে খোকা, পাছে তোর কিছু হয়ে যায়।

এমন ফাঁসি চাইনি, যেখানে বিজয় দিবসের দিনে অজানা আশঙ্কায় কেঁপে ওঠে মন, এই না বুঝি রক্তের বন্যা বয়ে যায়।

এমন ফাঁসি চাইনি, যেখানে স্বাধীন দেশের মানুষগুলো ঝাঁঝরা হয়ে যায় প্রতিনিয়ত।

এমন ফাঁসি চাইনি, যেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় কোটি টাকার সম্পদ।

এমন ফাঁসি চাইনি, যেখানে সোনার বাংলায় মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে মানুষ ভয় পায়।

এমন ফাঁসি চাইনি, যেখানে মানুষের থেকে ধর্ম পরিচয়টাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়

এমন ফাঁসি চাইনি, যেখানে ১৬ কোটি মানুষ এক কাতারে শামিল হতে পারেনি……

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২১

রানার ব্লগ বলেছেন: চান নি?? ভাল করছেন, এখন হাতে চুরি পরে ঘরে বশে থাকুন, খবরদার বের হবেন না !!!!

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪২

শাফকাত আয়াজ বলেছেন: ঘরের মধ্যে আমি কি পরে থাকব সেটা তো আপনার দেখার বিষয় না। তবে কাল রাস্তায় মারা গেলে আবার 'শহীদ' উপাধি যেন না দেওয়া হয় সেদিকে খেয়াল রেখেন।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫০

সাধারণ মুসলমান বলেছেন: Click This Link

৩| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৪

উড়োজাহাজ বলেছেন: দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রীদের এত সাহস থাকলে কি সেদেশের নাগরিকদের এত ভীতু হলে চলে? আগুনে ছাড়খার হয়ে যাবেন, কিন্তু ৪২ বছর আগে করা অপরাধীদের বিচার করতেই হবে।

৪| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:৪৯

মুহাম্মদ তাইফ বলেছেন: আগে তো প্রতিশোধ ।তারপরেই না হয় অভাগা আমজনতার কথা চিন্তা করা যাবে ।

৫| ১৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৭:১০

নীল জানালা বলেছেন: ছিঁড়তে পারেনা মুরগির াল, নাম হৈল শেখ জালাল। আম্লীগের হৈসে এই দশা। যুদ্ধাপরাধীদের বিচার করতে পারেনা। নাম দিসে মানবতা বিরোধী অপরাধ। জামাত-শিবির নিষিদ্ধ কৈরা দেশে আইন শৃংখলা পরিস্থিতি আয়ত্বে আনতে পারেনা, চিহ্নিত রাজাকার, পাকি দালাল বাদ দিয়া বলির পাঁঠা কোনহানকার কোন কাদেইরারে ফাঁসি দিয়া বাহবা কুড়ানির চেস্টায় রত এই আম্লিগের এতটুক সৎ সাহস নাই যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়। হাসিনাতো সরাসরি বলে যে তত্বাবধায়ক আসলে আমাদের জেলে ঢুকাবে। এম্নি ঢোকাবে? নিজেদের অপরাধ আর দুর্নিতীর তথ্য-উপাত্ত মাথায় আছে বলেই বলে এমন কথা। জনগনের সেবা বা কল্যান কোনকালেই আম্লীগ বেম্পির ভাবনার কেন্দ্রে ছিলনা। ভয় পায়া কত আর মরবেন? এইসব আগাছা সাফ করতে গিয়া যদি মরেন তাতেও আপনের বিদেহী আত্মা শান্তি পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.