![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
’৬৯ এর গণঅভ্যুত্থান থেকে ’৯০ এর গণঅভ্যুত্থান ; বাঙালির সেই তেজোদ্দীপ্ত চেতনা আজ আর বোধকরি নেই। চেতনা আজ শুধু রক্তগরম বক্তৃতাতেই আটকে আছে। রঙবেরঙের জামাকাপড় পরে মিডিয়ার সামনে দেশপ্রেমের বুলি আওড়ানো টুকুর মধ্যেই দেশের প্রতি আমাদের দায়বদ্ধতা আটকে আছে।
আসলে আমরা অনেক বেশি পরনির্ভরশীল হয়ে গেছি। আজকাল আমরা নতুন কিছু করতে যাওয়ার আগে ভাবি, আরও অনেকেই তো আছে তারা আগে শুরু করুক; তারা হোঁচট খাক ভুল করুক যদি সফল হতে পারে তবে ওপথে পা বাড়াবো, আর ব্যর্থ হলে; বাব্বা, ওইদিকে আর যেতেও চাইবনা। একারণেই আমরা আজ খুব অল্প কিছুতেই হতাশ হয়ে যাই। পড়াশোনা শেষ করে মাস তিনেকের মধ্যে চাকরি না পেলেই হতাশা এসে ভর করে চারিদিক থেকে। একবারও ভাবি না, চাকরি না করে আরও অনেক কিছু করেও আমি সুখে থাকতে পারি। নাহ, উদ্যোক্তা সৃষ্টি করার লক্ষ্যে আমার এই পোস্টটি নয়। সে ব্যাপারে অন্য কোন সময় বলব।
দেশের এই দুরূহ অবস্থায় আমরা সকলেই চাই এমন কিছু হোক যেন, সবকিছু শান্ত হয়ে যায়। আমরা আবার সুস্থ। স্বাভাবিক জীবনে নিয়মিত হতে পারি। কিন্তু এই ‘কিছু’ জিনিসটা করার জন্য কেউ এগিয়ে আসছে না। সবাই ভাবছে, ‘কেউ’ হয়তো এগিয়ে আসবে। কিন্তু এই ‘কেউ’ টা যে কে হবে টা কেউই জানে না। আপনি কেন এগোচ্ছেন না। আপনি কেন শুধুমাত্র ভার্চুয়াল জগতে বাহবা দিয়ে আর আক্ষেপ ঝেড়েই নিজেকে ধন্য মনে করছেন? একবার সেই ‘কেউ’ হয়েই দেখুন না। হতেও তো পারে, আপনিই বাংলাদেশের আব্রাহাম লিংকন কিংবা জন এফ কেনেডি হয়ে উঠলেন।
অপার সম্ভাবনার আমাদের মধ্যে অনেক কিছুই আছে যা হয়তো আমরা উপলব্ধি করলেও পাছে লোকে কি বলবে এই ভয়েই বলতে পারি না। সময় তো অনেক গড়াল; আজ বাদে কাল যখন পুড়ে কাবাব হবেন অথবা রক্তের সাগরে শামিল হবেন তখন হয়তো আপ্নিও এই আক্ষেপটা নিয়েই যাবেন যে হয়তো আপনি পারতেন কাঙ্ক্ষিত পরিবর্তনটা আনতে, হয়তো আপনার ওই সুচিন্তার বাস্তবায়নে বেঁচে যেত কয়েকশত প্রাণ। ‘বীর বাঙালি অস্ত্র ধর’ কথাটি ওই সময়ে রক্তে যে শিহরণ বইয়ে দিয়েছিল, সেই শিহরণ নাহয় আরেকবার বয়ে যাক আপনার ভেতরে। সোনার বাংলায় আমরা আরেকবার যেন বলতে পারি, ‘আমরা সত্যিই আজ স্বাধীন হয়েছি’।
©somewhere in net ltd.