নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাফকাত আয়াজ

I'm fun-loving guy who gets concerned about the condition of country but can't take any step to change it.

শাফকাত আয়াজ › বিস্তারিত পোস্টঃ

তাহারা মুক্তিযোদ্ধা

১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

ঘটনাটি ২০০৯ সালের। বাসে করে ফার্মগেট থেকে উত্তরা যাচ্ছি। আমার সামনের সিটে দুইজন ভদ্রলোক বেশ উচ্চস্বরেই গল্প করতে করতে যাচ্ছিলেন, বাসে লোক কম থাকায় তাদের কথা বেশ পরিষ্কারই শুনতে পাচ্ছিলাম। একজন আরেকজনকে বললেন, ‘আপনার মেয়েকে কোন মেডিকেলে ভর্তি করাবেন বলে ঠিক করলেন’? অন্যজন বললেন, ‘আরে ভাই, মুক্তিযোদ্ধার সার্টিফিকেট আছে না, যেখানে যাব, সেখানেই তো আমার মেয়েকে নিয়ে নিবে’। ঘটনাটা এখানেই থেমে গেলে হয়ত আমি আর লিখতাম না এই গল্পটা। বাস আরও কিছুদূর এগোনোর পরে তাদের পরে যখন তাদের কাছে ভাড়া চাওয়া হল, তারা জবাব দিলেন, আমরা মুক্তিযোদ্ধা। কথাটি শোনার পরে খুব বলতে ইচ্ছে হচ্ছিল, “আঙ্কেল, ২০ লাখ টাকা দিয়ে মেয়েকে মেডিকেলে পড়াতে পারছেন। আর মাত্র ২০ টাকার জন্য এত সম্মানিত একটা অর্জনকে লোকের হাসিঠাট্টার বস্তুতে পরিণত করছেন!”

জানি, আমার এই লেখা অনেকেই উদ্দেশ্যপ্রণোদিত মনে করবেন। তবে আমার বাবাও একজন মুক্তিযোদ্ধা, কিন্তু ‘সার্টিফিকেট’ধারী না হওয়ায় এতটা প্রিভিলেজ আমরা পাইনি। তবে প্রিভিলেজ পাওয়া না পাওয়া নিয়েও কোন আক্ষেপ নাই, আক্ষেপটা শুধুমাত্র এসব ‘সার্টিফিকেট’ ধারী মুক্তিযোদ্ধাদের দাম্ভিকতায়। এনাদের সনদের অপব্যবহারে কারণে তরুণদের অনেকেই আজ বিরক্ত। কারণ যোগ্য হওয়ার পরেও শুধুমাত্র মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তাদেরকে বঞ্চিত করছে অনেক কিছু থেকেই। মুক্তিযুদ্ধ তো সমানাধিকারের জন্যই হয়েছিল, তবে আজ কেন পদে পদে এত বিভাজন, এত বৈষম্য!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

কাজী রায়হান বলেছেন: মন খারাপ করার মতোই অভিজ্ঞতা । তবে এদ্বারা সকল মুক্তিযোদ্ধােকে মাপা যাবে না । আপনার কস্টটা আমি বুঝতে পারছি । সবকিছু বাদ দিয়েও আমি তাদের প্রতি যথাযথ সম্মান দিয়ে যাই ।

২| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

খেলাঘর বলেছেন:


আপনাদের ভাবনা শক্টি কম, যাঁরা মুক্তিযো্ধা তাঁরা খুবই বিনা প্রয়োজনে অন্যদের সামনে সেটা নিয়ে কথা বলে না।

আপনি যাদের দেখেছেন, যথাসম্ভব তারা হলো আওয়ামী বা বিএনপি পান্ডা, যারা সার্টিফিকেট যোগাড় করেছে।

৫০ হাজারের নীচে মুক্টিযো্ধা বেঁচে আছেন; আওয়ামী বা বিএনপি পান্ডা, আছেন ৪/৫ লাখ।

৩| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮

এস. দেওয়ান বলেছেন: আমাদের দেশ যে মুক্তিযোদ্ধাদের এতটা মূল্যায়ন করতে পেরেছে সেখানেই আমাদের স্বার্থকতা । তাঁরা জীবন বাজি রেখে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন বিনিময়ে আমরা তাঁদেরকে একটু বেশি অধিকার দিয়েছি । করতে দিন । তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান তাঁরা উঁচু গলায় কথা না বললে কি স্বাধীনতা বিরোধীরা বলবে ? যাঁরা প্রকৃত মুক্তিযোদ্ধা তাঁদের বিরুদ্ধে আমি কখনোই যাবো না । তবে ডুব্লিকেট হলে আমার আপত্তি আছে ।

৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৮:৪৩

কলাবাগান১ বলেছেন: " তাঁরা জাতির শ্রেষ্ঠ সন্তান তাঁরা উঁচু গলায় কথা না বললে কি স্বাধীনতা বিরোধীরা বলবে ?"

আজ তো বংগবন্ধুকে রাজাকারই বানায়ে দিল তারেক রহমান

৫| ১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২৯

আলআমিন১২৩ বলেছেন: Comments are correct. May be that they are fake freedom Fighters.But
this type of post is negative and against the spirit of our liberation war.If possible protest them on the spot or avoid.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.