নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রাত জাগা তাঁরা

রাত জাগা তাঁরা

শাহাদাত_১৩

ভুলে যাও কিন্তু ভুল বুঝনা।

শাহাদাত_১৩ › বিস্তারিত পোস্টঃ

MD. নাকি MOHAMMAD ? একটি সাহায্যমূলক পোস্ট :|

১৯ শে জুন, ২০১২ সকাল ১০:২৮

MRP (Machine Readable Passport) এর নিয়মাবলীতে দেখলাম পাসপোর্ট করতে হলে MD. এর স্থলে MOHAMMAD লেখা বাঞ্ছনীয়। এর মানে কি?



আমার জাতীয় পরিচয় পত্র সহ অন্যান্য ডকুমেন্ট এ আমার নাম এর প্রথম অংশে MD. আছে।



এখন কি MD. দেওয়া যাবে (কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্যা হতে পারে এরকম নাকি দেওয়া যাবেই না)



আর যদি পুরা MOHAMMAD দিতেই হয় তাহলে সেটাও কোন সমস্যা হবে কিনা।



কারও জানা থাকলে মন্তব্য আশা করছি।

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩৭

শাহীন ভোরেরআলো বলেছেন: হায় হায় !! আমার পুরান পাসপোর্টেও তো MD. আছে । এই দেশে মানুষকে ভোগান্তিতে ফেলার জন্য সরকার সর্বদা উন্মুখ।

২| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩৭

বেকার মানুষ বলেছেন: ভাই আমারও তো আমার জাতীয় পরিচয় পত্র সহ অন্যান্য ডকুমেন্ট এ আমার নাম এর প্রথম অংশে মোঃ লেখা। পাসপোর্ট করতে গেলে আমারও কি MOHAMMAD হবে??

৩| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩৭

বেকার মানুষ বলেছেন: ভাই আমারও তো আমার জাতীয় পরিচয় পত্র সহ অন্যান্য ডকুমেন্ট এ আমার নাম এর প্রথম অংশে মোঃ লেখা। পাসপোর্ট করতে গেলে আমারও কি MOHAMMAD হবে??

৪| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৪০

জাফরুল বলেছেন: নো প্রবলেম!

আপনি অনায়াসেই মোঃ সংক্ষিপ্ত করে লিখতে পারেন।

৫| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৪২

শাহাদাত_১৩ বলেছেন: আমার পুরান পাসপোর্টেও MD. আছে । যাই হোক এটার সমধান তো অবশই আছে। কারও জানা থাকলে মন্তব্য আশা করছি।

৬| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৪৩

মহেশখালী বলেছেন: not to worry, possible!

৭| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৪৪

এমডি. আল-আমিন বলেছেন: Md. হচ্ছে সংক্ষিপ্তরূপ|
এর পূর্ণরূপ নিম্নে দেয়া হলো:
Muhammad
Mohammad
Mohammed

মোঃ হচ্ছে সংক্ষিপ্তরূপ|
এর পূর্ণরূপ নিম্নে দেয়া হলো:
মুহাম্মদ
মোহাম্মদ
মোহাম্মেদ

কী যে হলো দেশে। এর কতো মুহাম্মদ দেখব। কিয়ামত আর বেশিদ‍‍ূরে নাই।

৮| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৪৫

নিঃসঙ্গ পথিক.. বলেছেন: MOHAMMAD এর সংক্ষিপ্তরূপ হিসাবে যে MD. লেখা হয় তা আর্ন্তজাতিকভাবে প্রচলিত নয়, তাই আপনার নাম পুরো লিখতে হবে। কোন সংক্ষিপ্তরূপ গ্রহণ করবে না।

আরেকটি টিপস: যেদিন ছবি তুলতে পাসপোর্ট অফিস যাবেন সেদিন সাদা কিংবা হালকা খয়েরী বা অ্যাশ কালারের শার্ট ভুলেও পড়ে যাবেন না। সাদা শার্ট এ্যালাউড না, আর ছবির ব্যাকগ্রাউণ্ড হালকা খয়েরী/বাদামী রংয়ের, তাই এ দু'রংয়ের শার্ট পরে ছবি তুলতে পারবেন না।

আমি কদিন আগেই পাসপোর্ট করলাম, তাই অভিজ্ঞতাটা শেয়ার করলাম।

৯| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৪৯

শাহাদাত_১৩ বলেছেন: "জাফরুল" ভাই আপনি কি শিওর ? আপনি কি মোঃ দিয়ে করেছেন?
তাহলে নিয়মাবলীতে এটা কেন রাখল।

১০| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৫১

শাহাদাত_১৩ বলেছেন: মহেশখালী বলেছেন: not to worry, possible!


আপনি কি নিজে করেছেন?

১১| ১৯ শে জুন, ২০১২ সকাল ১০:৫৫

আলোর যাত্রী বলেছেন: আপনার পূর্বের সব ডকুমেন্ট যদি MD. হয় তা হলে পাসপোর্টও MD. দিয়ে করবেন না হলে পরে সমস্যা হবে।

আমি নিজে এই ধরনের সমস্যার সন্মুখীন হয়েছি।

১২| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:০৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
বুঝি না এই MD এর দরকার কি ?? আমার সার্টিফিকেটেও MD লাগান :@

১৩| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:১৪

অকপট পোলা বলেছেন: MD ডাক্তারদের একটি ডিগ্রীরও নাম। কনফিউশন এড়াতে তাই ফুলটাই দেয়া ভালো।

১৪| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:১৬

সিউল রায়হান বলেছেন: MD. নাকি MOHAMMAD?
আপনার পাসপোর্টের নাম কি হবে সেটা ঠিক করুন আপনার স্কুল/কলেজ/বার্থ সার্টিফিকেট সেখানে কি আছে তা দেখে। আপনাদের যাদের সার্টিফিকেটে MD. ‍আছে নামের মাঝে তারা এমআরপি তে MD ব্যবহার করুন। এসএসসি/এইচএসসি এগুলোতে MD. থাকলে কোনভাবেই MOHAMMAD ব্যবহার করবেন না। কারণ পাসপোর্টে যদি থাকে MOHAMMAD কিন্তু সার্টিফিকেটে MD. তখন আপনার সার্টিফিকেট এটা প্রমাণ করতে পারবেন বলে মনে হয়না (যেহেতু সার্টিফিকেটে ছবি নাই)। পাসপোর্ট অফিসের কথা শুনবেন না এই ব্যাপারে।

MD. এর জায়গায় MD দেয়া কি কোন ষড়যন্ত্র?
MD. পাসপোর্টে না চলার কারণ "সরকার/কর্তৃপক্ষ" কেউ "ইসলামবিরোধী/নাস্তিক/ধর্মবিনাশী" এমন নয় (উপরের কমেন্টগুলো দেখে বললাম), বরং বিশ্বব্যাপী সব মেশিনরিডেবলে ডকুমেন্ট স্ক্যানারে নামের মাঝে ডট ক্যারেক্টারটা অ্যালাউড না জন্যে MD. চলবে না। তাই গালাগালি করে প্রচলিত প্রটোকল ফলো করুন এবং হয়রানিমুক্ত থাকুন। আর হ্যা, "MD. আছে সার্টিফিকেটে কিন্তু পাসপোর্টে আছে MD" এটা কোন সমস্যা না। আমাদের ভার্সিটির প্রচুর ছেলে এই ঘটনা ফেস করছে এবং সবাই ঠিকঠাকমতই জিআরই দিয়ে বাইরে ঠিকই চলে যাচ্ছে

১৫| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:২০

mohon83 বলেছেন: just use MD not MD.

১৬| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:২০

কাম্রুল বলেছেন: সিউল রহমান সম্পূর্ন সঠিক। আমিও এই সমস্যায় পড়েছিলাম। সম্প্রতি আবার ৩০০০/- টাকা দিয়ে Mohammad এর স্থলে Md কারেকসান করেছি।

১৭| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:৩১

শাহাদাত_১৩ বলেছেন: সিউল রায়হান Thank you so much.

১৮| ১৯ শে জুন, ২০১২ সকাল ১১:৫০

নাঈম আহমেদ বলেছেন: আমার ফ্রেন্ড কে এর জন্য ইমিগ্রেসন এ আটকে দিসিল। আমি শান্তিতে আছি নামের আগে মুহাম্মদ নাই নামের শেষে আহমেদ । আর পাসপোর্ট করতে গেলে সাদা সার্ট পড়ে যাবেন না ।

১৯| ১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:০৬

শাহাদাত_১৩ বলেছেন: Apnar friend pore ki korlo, seta to bollenna.

২০| ১৯ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৬

নরকের দেবদূত বলেছেন: M. A. Moin কীভাবে লিখব , M A Moin? @ সিউল ভাই

২১| ১৯ শে জুন, ২০১২ দুপুর ১:০৪

পিচ্চি হুজুর বলেছেন: MD এর পরে . কুন সমস্যা না। জি আর ই রেজিস্ট্রেশন এর সময় ডট ছিল না এইটা কুন ঘটনা না। আর পাসপোর্টের নাম অবশ্যই সার্টিফিকেট এর সাথে মিল থাকতে হবে আর এইটা নিয়া সমস্যা করে না আমি নিজে কিছুদিন আগে এম আর পি করাইছি সংক্ষিপ্ত নাম

২২| ১৯ শে জুন, ২০১২ দুপুর ১:৫১

এমডি. আল-আমিন বলেছেন: নরকের দেবদূত ভাই, বাক্যকে সংক্ষিপ্ত করার ক্ষেত্রে ডট ব্যবহার হয়। যেমন: Govt./Mr. etc.
কিন্তু Abbreviate Word-এর ডট ব্যবহার না করাই ভালো।
যেমন:SMS, MMS, FIFA, ICC, SSC, HSC.

২৩| ২০ শে জুন, ২০১২ বিকাল ৫:৪০

সিউল রায়হান বলেছেন: @নরকের দেবদূত: ঠিক, আপনি M A Moin লিখবেন :)

২৪| ২৫ শে জুন, ২০১২ রাত ৯:৩৮

তাশা বলেছেন: আমি MOHAMMAD না লিখে MOHAMMOD লিখি, কয়েকদিন আগে দেখলাম আমার বাবাও লিখে.......... আর একটা প্রশ্ন, এসএসসির সনদে MD. কিন্তু এইচএসসিরটাতে MOHAMMOD লিখতে চাইলে লেখা যাবে?? নাকি আবেদন করে পাল্টাতে হবে??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.