![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুঃখিত এটা বাংলা কোন সাল সেটা আমার ঠিক জানা নাই। এক দিনের জন্য আমরা সবাই বাঙ্গালী হয়ে যাব। কিছু আতেল মার্কা সংস্কৃতি নিয়ে আমরা সবাই আতলামিতে মেতে উঠবো। পান্তা ইলিশ খাবো। ইলিশ ভাজা দিয়ে পান্তা আমার খুব প্রিয়। সাথে শুকনো মরিচ হলে ভালো হয়। এটা আমি সব সময়ই খাই। আমি লালনের গান শুনি। আমি শাহ আব্দুল করিমের গানও শুনি। অনেকে বলবেন এইটা আবার কে।
বাংলা ১২ মাসের নামও হয়তোবা অনেকে জানেন না। মোবাইলে কয়েকটা ম্যাসে পেলাম Happy Bangla New Year 1421. ইংরেজিতে বাংলা শব্দটি লিখতে গিয়ে দেখলাম নিচে লাল আন্ডারলাইন আসছে মানে শব্দটি ভুল। হায়রে কি দুর্ভাগ্য আমাদের।
দেশের আবহাওয়া কয়েকদিন যাবত অনেক গরম। এই গরমে কেউ জরুরী কাজ ছাড়া বাইরে বের হতে চায় না। নববর্ষ বলে কথা। ঘরে বসে কি থাকা যায়। আমাদের উল্লাসের গরমে আবহাওয়ার গরমও চুপসে যাবে।
কে এফ সি তে গরম, টি এস সি তে গরম, রিকশা ভাড়া গরম, প্রেমিকা ফুছকার ঝালে গরম, প্রেমিক ফুছকার দামে গরম, আমি সারাদিন বাসায় ঘুমাব তাই মায়ের ঝারিতে গরম, মেয়েরা সব ফোনে বলবে কি ব্যাপার বের হবানা; পকেটের কথা চিন্তা করে আমি পাই শরম।
আগেই বলে রাখি আমাকে কেও ফোন করে বিরক্ত করবেন না।
সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা।
শেষ করছি একটা কাল্পনিক ঘটনা দিয়ে-
সদ্য গ্রাম থেকে আসা এক ভিক্ষুক পহেলা বৈশাখের দিন ভিক্ষা করতে করতে " রমনা বটমূলের পান্তা চত্তরে " চলে যায়, গিয়ে দেখে সবাই গনহারে পান্তা ভাত খাচ্ছে ! সে শহরের এই দৃশ্যর সাথে মোটেই পরিচিত না থাকার কারনে, গ্রাম্য ভিক্ষুকের মনে নানা রকমের প্রশ্ন জন্ম নেয় ! ভাবতে থাকে আমিও শহরে এলাম আর শহরে আকাল লাগল নাকি ! একটু দূরে এগিয়ে গিয়ে এক ভদ্র-লোককে প্রশ্ন করেঃ
ভিক্ষুকঃ (একটু কৌতুহলি স্বরে) সাব ! আপনারা সবাই "পান্তা ভাত" খাইতাছেন কেন ?
ভদ্রলোকঃ (একটু ভাব নিয়ে গম্ভীর কণ্ঠে) বুঝলে, আমরা আমাদের পূর্ব-পুরুষদের ইতিহাস -ঐতিহ্য ভুলে যায়নি ! তাই...
ভিক্ষুকঃ (উৎসাহী কণ্ঠে) ওহ ! বুঝছি !! বুঝছি !! সাব, আপনে'গো বাব-দাদা'রা আমাগো লাহান'ই ফকিন্নির পুত আছিলো !!!
২| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৬
শাহাদাত_১৩ বলেছেন: Click This Link
৩| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:০১
নাসীমুল বারী বলেছেন: শুভ নববর্ষ ১৪২১।
আমরা যে 'পোস্ট' শব্দটি ব্যবহার করি, এই 'পোস্ট' এই ইংরেজি শব্দটা আমরা বাংলা প্রতিশব্দায়ন করতে পারি ' সংযুক্তি' শব্দ দিয়ে। এতে রক্তের বিনিময়ে রক্ষা করা বাংলা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা জানানোটা আরেকটু হৃষ্টপুষ্ট হবে না?
এ সম্পর্কে আপনার মতামত প্রত্যাশা করছি।
আমার ব্লগে আমন্ত্রণ।
৪| ১৪ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০
সাব্বির ০০৭ বলেছেন: এইডাও চরম হইছে!
©somewhere in net ltd.
১|
১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮
উদাস কিশোর বলেছেন: ভদ্রলোকঃ (একটু ভাব নিয়ে গম্ভীর কণ্ঠে) বুঝলে, আমরা আমাদের পূর্ব-পুরুষদের ইতিহাস -ঐতিহ্য ভুলে যায়নি ! তাই...
ভিক্ষুকঃ (উৎসাহী কণ্ঠে) ওহ ! বুঝছি !! বুঝছি !! সাব, আপনে'গো বাব-দাদা'রা আমাগো লাহান'ই ফকিন্নির পুত আছিলো !!
আপনার লগে সহমত