![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় এইসব নির্জনতা ছেড়ে মিশে যাই নিরব মৃত্যুর ঘাতক কোলাহলে। চলে যাই এমন কোনো এক দেশে যেখানে নান্দনিক নিঃসঙ্গতা নিন্দনীয় নয় মানবের হৃদয়ে।
চারিদিক সব নিরব নিঃস্তব্ধ
শোকের মাতমে আচ্ছন্ন দেশ।
বিয়োগ বেদনায় স্তব্দ জাতি
অসহ্য বেদনায় পাঁজরে সীমাহীন গ্লানি
আবাল-বৃদ্ধ-বনিতা সবার চোখে পানি।
গা শিউরে উঠে কালরাতের কথা ভেবে
নিজ পরিবারকে কেউ খুন করতে পারে!
যে শিখিয়েছে দাসত্বের শৃঙ্খল ভেঙে স্বপ্ন দেখতে
গড়ে তুলতে প্রতিরোধ অশুভ শক্তির বিরুদ্ধে।
পনেরো আগস্ট কেড়ে নিলে সে বঙ্গবন্ধুকে
কেড়ে নিলে একজন শ্রেষ্ঠ বাঙালিকে।
তবু এদেশ থেকে মুছে যাবে না
একটি নাম -- শেখ মুজিব।
শেখ মুজিব মানে আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা
শেখ মুজিব মানে মার্চের জ্বালাময়ী সে ভাষন।
শেখ মুজিব মানে চিরকাল ব্যাপী মুক্তির গান
শেখ মুজিব মানে স্বাধীনতার জয়গান।
১৫ আগস্ট ২০১৫
©somewhere in net ltd.