![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে হয় এইসব নির্জনতা ছেড়ে মিশে যাই নিরব মৃত্যুর ঘাতক কোলাহলে। চলে যাই এমন কোনো এক দেশে যেখানে নান্দনিক নিঃসঙ্গতা নিন্দনীয় নয় মানবের হৃদয়ে।
তোমাকে ভালোবাসি বলে,
শুধু তোমাকেই ভালোবাসি না।
বসুধার যা কিছু শ্বাশত সুন্দর প্রেমময়,
এসবের সবই আমি ভালোবাসি।
আমি আরো ভালোবাসি,
কাঞ্চনজঙ্ঘায় আঘাত হানা শুভ্র তুষার,
অসীম নীলাম্বরী, দিগন্ত-বিস্তৃত সবুজাভ পাহাড়।
অবিশ্রান্ত সমুদ্র-সফেন, ভোরের বাহুডোরে নতজানু
প্রেমাসক্ত শিশিরভেজা প্রাণোচ্ছল ঘাস বেয়ে
সাইবেরিয়ান পাখিদের অবিরাম উড়ে যাওয়া।
আমি ভালোবাসি নাইটিঙ্গেলের করুণ তৃপ্ত সুর।
আমি ভালোবাসি ভূমধ্যসাগরের নীল হতে
ইস্তাম্বুলের আকাশে হেঁটে হেঁটে চলা
উড়ন্ত পরিযায়ী সফেদ মেঘমালা।
পাকা ধানের ঘ্রাণ, উদ্যানে বিছানো ঘাসফুল
শরতের অঘোষিত প্রেমিকা কাশফুলকেও
আমি বড় ভালোবাসি।
তোমাকে ভালোবাসি বলে --
আমি মিশেছি মেঘদলে, তেপান্তরের আভায়
শুদ্ধতম সাবলীল বই হয়ে প্রজাপতির পাখায়।
১২ সেপ্টেম্বর ২০১৭
©somewhere in net ltd.