![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আমাদের পাশের বাসায় একটি মেয়ে ছিল, নাম তিনা। ও আমার চেয়ে এক বছরের ছোট ছিল। আরবীতে ও শুধু একটা কথাই বলতে পারত, সেটা হলো "কিদা"। মানে "এই ভাবে"। এই একটি শব্দ দিয়েই ও সব কাজ চালাতো। কাউকে আরবী ভাষায় কিছু বোঝাতে হলে মুখোভংগী আর হাত পা নাড়াত আর বলতে থাকত "কিদা কিদা"। মানে এইভাবে এই ভাবে। বহুবছর পর কথাটা মনে পড়ল যখন আমার ছেলে (এক বছর ৩মাস বয়সী) এইযে এইযে বলে আর হাত পা নেড়ে ওর কথা আমাকে বোঝালো। বাথরুমে বোলে পানি ভরছিলাম। একটা কলের নিচে বড় একটা বালতি পাতা ছিল, তবে পানি ছিল না। শাফিন এইযে এইযে বলে কলটা থেকে হাত নেড়ে বোঝালো এখান থেকে পানি পড়বে, তারপর বালতি দেখিয়ে এইযে বলে বোঝাল বালতিতে, এরপর মগ দিয়ে পানি নিয়ে মেঝেতে ফেলার ভংগী করে এইযে এইযে বল বোঝাল সে বালতি থেকে পানি ফেলবে। আমি ওর সুকর্ম সমর্থন করলাম না। বললাম না, এমন করতে হয় না। ও বুঝতে পারল না, যে কাজ বু্যা করলে সমস্যা হয়না, সে কাজ ও কেন করতে পারবে না।
১১ ই মার্চ, ২০১০ ভোর ৬:৫১
শাহানা বলেছেন: ধন্যবাদ। গতকাল রাতেই দক্ষিন কোরিয়ার এক চ্যানেলের (সম্ভবত: এরিয়ান) নাটক দেখলাম। ভালই লেগেছে। আপনার নিক দেখে মনে পড়ল।
২| ০৯ ই মার্চ, ২০১০ রাত ১:২১
মিআমি বলেছেন:
মাসাল্লাহ্ , শাফিনের জন্য দোয়া।
শাফিন মোয়া বার্রা । বাদেন আনা ওয়াজেদ খুশ।
১১ ই মার্চ, ২০১০ ভোর ৬:৫৩
শাহানা বলেছেন: দোয়ার জন্য অনেক ধন্যবাদ। এবার বাকি অংশ একটু অনুবাদ করে দিতে হবে
৩| ০৯ ই মার্চ, ২০১০ রাত ১:২৯
বাবুনি সুপ্তি বলেছেন: কিউট বাবুটার কিউট কিউট শেখা। হুম এমনতো ভেবে অবশ্যই অবাক হচ্ছে যে সে কেন পারবে না!
১১ ই মার্চ, ২০১০ ভোর ৬:৫৫
শাহানা বলেছেন: হমম
৪| ০৯ ই মার্চ, ২০১০ রাত ১:৩৬
চনদ্র্রমানব বলেছেন: হু...........।
১১ ই মার্চ, ২০১০ ভোর ৬:৫৬
শাহানা বলেছেন: হমম।
৫| ০৯ ই মার্চ, ২০১০ রাত ১:৪৬
কালপুরুষ বলেছেন: পিচ্চির জন্য দোয়া রইলো।
১১ ই মার্চ, ২০১০ ভোর ৬:৫৬
শাহানা বলেছেন: অনেক ধন্যবাদ।
৬| ০৯ ই মার্চ, ২০১০ রাত ২:০৫
ডেস্পারেট বলেছেন: এইযে-এইযে 'শাফিন' মেঝেতে পানি ফেলতে নেই।
১১ ই মার্চ, ২০১০ ভোর ৬:৫৮
শাহানা বলেছেন: হমম, রোজই এই কাজ করে যাচ্ছে, না করতে করতে আমিই হয়রান হয়ে গিয়েছি।
৭| ০৯ ই মার্চ, ২০১০ রাত ২:১১
ডেস্পারেট বলেছেন: ওহ ভুলেই গিয়েছিলাম, আপনার কিউট শাফিনের জন্য অনেকগুলো কিউট উমমমম্মা রইল...
১১ ই মার্চ, ২০১০ ভোর ৬:৫৯
শাহানা বলেছেন: আচ্ছা।
৮| ০৯ ই মার্চ, ২০১০ ভোর ৫:১৩
লুকার বলেছেন:
আমার ভাইয়ের মেয়ে ১ বছরে শুধু বলে এটা, যাক, তাহলে অনেক বাচ্চাই সর্বনাম দিয়ে কথা শেখা শুরু করে। আমার ধারণা ছিল, প্রথম শব্দ তারা শেখে 'মা', যদিও বাবারা অনেক চেষ্টা করে বাবা' শেখাতে।
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:০০
শাহানা বলেছেন: শাফিন ৪মাস বয়সে প্রথম বলেছে "আয়ু" মানে আম্মু। এরপর মাম, আম্মা অনেক কিছু বলছে।
৯| ০৯ ই মার্চ, ২০১০ সকাল ৭:১১
সামহোয়্যার আউট বলেছেন: শাফিন আমাকে বাবার বদলে মা ডেকেছে এতেই আমি খুশি।
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:০৫
শাহানা বলেছেন: কেন যেন হঠাৎ করে একদিন ডাকল।
১০| ০৯ ই মার্চ, ২০১০ সকাল ৭:৩৭
রাজর্ষী বলেছেন: ভালো লাগলো।
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:০৫
শাহানা বলেছেন: ধন্যবাদ।
১১| ০৯ ই মার্চ, ২০১০ সকাল ৯:১৫
রাষ্ট্রপ্রধান বলেছেন: কেমন লাগছে ১ম যখন মা ডাক দিলো
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:০৮
শাহানা বলেছেন: আনন্দে কি করবো বুঝতে পারছিলাম না, ভিডিও করার যখন চেষ্টা করলাম, ও আর ডাকলো না। অনেক পরে সাউন্ড রেকর্ড করতে পেরেছিলাম। এখনও ঐ রেকর্ড শুনলে মন খুশিতে ভরে উঠে।
১২| ০৯ ই মার্চ, ২০১০ সকাল ৯:২০
বাংলাআশিক বলেছেন: পিচ্চির জন্য ভালোবাসা রইল।
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:০৯
শাহানা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৩| ০৯ ই মার্চ, ২০১০ বিকাল ৫:১১
বড় বিলাই বলেছেন: আমার খুব ভালো লাগে যে আমি গেলেই সে নিজের সমস্ত সম্পত্তি দেখিয়ে বলে এই যে এই যে এইতা এইতা, বুঝাতে চায় যে সবকিছু ঠিকঠাক আছে। আরও মজা লাগে যে এই সম্পত্তির মধ্যে খালা, ভাইয়া, নানা-নানীও থাকে।
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:১০
শাহানা বলেছেন: তুমি অনেক পর আসো, সব ভুলে গিয়েছো কি না কে জানে, তাই সবাইকে আর সব কিছুকে চিনিয়ে দেয়।
১৪| ১০ ই মার্চ, ২০১০ সকাল ৭:৩২
পুরাতন বলেছেন: @ আউসাহেব :
১৫| ১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:০৩
নস্টালজিক বলেছেন: আল্লাহ পাক আপনার ছেলেকে ভালো রাখুন সবসময়,আমিন।।
১১ ই মার্চ, ২০১০ সকাল ৭:১১
শাহানা বলেছেন: আমিন।
১৬| ১১ ই মার্চ, ২০১০ বিকাল ৫:১৬
চতুষ্কোণ বলেছেন: এই যে, এই যে.....বাচ্চাদের কথাগুলো কী যে মিষ্টি হয়! অনেক অনেক আদর আর দোয়া রইলো শাফিনের জন্য।
১৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:১৫
শাহানা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
১৭| ১৫ ই এপ্রিল, ২০১০ ভোর ৫:৩৫
ছন্দ্বহীন বলেছেন: হাজারো নাটকীয়তায় অতীত ফিরে আসে আমাদের বর্তমানে।
ছোট্ট বাবুর জন্য অনেক আদর....।
ভালো থাকুন পরিবারের সবাইকে নিয়ে।
১৮| ০৩ রা মে, ২০১০ রাত ১২:৪৯
আলী প্রাণ বলেছেন: মাফি কিদা কিদা, লাজিম সিদা।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১০ রাত ১:১৪
সিউল রায়হান বলেছেন: আপনার পিচ্চি তো দারুন সুইট
এই পোস্টে মাইনাস দিল কে ?? আজিব মেন্টালিটি