নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার ব্লগ

আমার ব্যক্তিগত ব্লগ

শাহানা

ইচ্ছে করে সব সময় খুব সুখে-আনন্দে থাকি

শাহানা › বিস্তারিত পোস্টঃ

নিওস্যালাইন

১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৪:৫৩

বাচ্চার পেটে সমস্যা হলে স্যালাইন খাওয়াতে হয়, এটা এখন ছেলে বুড়ো সবাই জানি। আগে (আর এখনও নিওস্যালাইন না পেলে) সবাই এবং আমিও ওরস্যালাইন খাওয়াতাম। হয়তো এর এ্যাড বেশি হয় বলে। শিশু হাসপাতালের নিউট্রেশন বিভাগের প্রধান ড: আজাদ প্রথম শাফিনকে নিওস্যালাইন খাওয়াতে বলেন। আমি খেয়াল করে দেখেছি, এটা বেশি উপকারী, নিজেও খেয়ে দেখেছি। খাওয়ার পর আমার মনে হয়েছে শক্তি ফিরে পেলাম। বাস্তবে কত উপকারী সেটা পরীক্ষাগারে না দেখলে বোঝা যাবে না। এখন স্যালাইন কিনলেই কিনি নিও স্যালাইন। শাফিনকে চিনি মিশিয়ে দিলে খেয়ে নেয়।

তামিমকে (আমার ৯ বছরের ভাগ্নে) বড় আপা (তামিমের মা) খাওয়াতে টেস্টি স্যালাইন। ও সহজে কিছু খেতে চায় না বলে। পরে পেপারে দেখলাম, টেস্টি স্যালাইন পুরোপুরো ভেজাল স্যালাইন, উপকারী কিছু থাকে না তা শুধু না বরং শরীরের জন্য ক্ষতিকর পটাশিয়াম থাকে। হয়তো আমরা সর্বংসহা জাতি বলেই এরা পার পেয়ে গেছে।

মন্তব্য ১২ টি রেটিং +৭/-১

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:০৫

জোবায়ের বিন ইসলাম বলেছেন: "খাওয়ার পর আমার মনে হয়েছে শক্তি ফিরে পেলাম।"
----- লাইন টা পড়ে মনে হয়েছে হাসতে হাসতে মরে গেলাম।

১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:১৫

শাহানা বলেছেন: আপনারা সব কথা কোন দিকে যে নিয়ে যান, শান্তিমতোন কিছু লেখার উপায় নেই।

২| ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:০৬

আবদুর রহমান (রোমাস) বলেছেন: স্যালু পোষ্টে +++

আপু কয়েক প্যাকেট স্যালাইন দিবা.....?? অনেক দিন স্যালাইন দেখি না........!!

১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:১৭

শাহানা বলেছেন: ভাল খাবার চেয়েছেন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:২৪

শাওন বলেছেন: আমি শুধু স্যালাইন খেতে পারিনা , এখনো না । টেস্টিটাই খেতাম দেশে থাকতে , এমনি কি সমস্যা হলে এখনো টেস্টি টাই খাই :( আজ একি শুনলাম :(

শাফিন দেখতে দেখতে অনেক বড় হয়ে গেলো তো । ওকে অনেক আদর ।

১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৫:৩২

শাহানা বলেছেন: হমম অনেক বড় হয়েছে, বড়দের মতোন ওর সাথে কথা বলা যায়। অনেক ধন্যবাদ শাওন।

৪| ১৭ ই জানুয়ারি, ২০১১ ভোর ৬:২৫

রামন বলেছেন: আপা, ১ নং কমেন্টবাজের কথা ধরবেন না , ও একটা মস্তবড় ফাউল।

লেখাটি ভালো লেগেছে।

১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩১

শাহানা বলেছেন: লেখা ভাল লাগায়, ধন্যবাদ।

৫| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৭:২৮

অনন্যমানুষ বলেছেন: অনেক দিন স্যালাইন খাইনা . . . . মাঝে মাঝে খেতে ইচ্ছা করে কিন্তু আর হয়ে ওঠেনা . .. . . আপনি একদিন স্যালাইন সন্ধ্যার আয়োজন করে আমাদের কয়েকজনকে ইনভাইট করতে পারেন। প্রত্যাশায় রইলাম . . .. . :)

১৮ ই জানুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৫

শাহানা বলেছেন: জী একবারে হাসপাতাল খুলে বসব ভাবছি। সবাইকে ফ্রী খাওয়াবো :)

৬| ১৭ ই জানুয়ারি, ২০১১ সকাল ৮:৪৭

আলুমিয়া বলেছেন: এখন যখন লিখছি-আমার ১৭মাসের পোনাটা ৪ দিন ধরে ডাইরিয়ায় ভুগছে। দ্বিতীয় দিন রাতে খুব বেশি হল। দৌড়লাম হসপিটালে। ডাক্তার বললেন - কোন ব্যাপার না। পিডিয়ালাইট খাওয়াতে থাকেন। সকাল হল। নিয়ে গেলাম ওর পিডিট্টিশিয়ানের কাছে। একই কথা। আরও বললেন ৭দিনেও না কমলে আবার যেতে। ডাক্তারগুলোর মনে কোন দয়ামায়া আছে কি না জানি না। কোন ওষুধ দিল না। আর প্রেসক্রিপশান ছাড়া কোন ওষুধও পাওয়া যায় না। দুনিয়ার সব ব্রান্ডের পিডিয়ালাইট এনে হাজির করেছি। কিছুই মুখে দেয় না। কত যে মন খারাপ বলে বোঝাতে পারব না। আপনার লেখাটা পড়ে কেন যানি খুবই আপন মনে হল লেখাটাকে। আরেকটা কথা যেটার জন্য লেখা - পিডিয়ালাইটেও দেখলাম potassium citrate আছে। পিডিয়ালাইটকে বলা যায় sports drink।

১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:২০

শাহানা বলেছেন: আমার ছেলে ২ বছরের আগ পর্যন্ত অনেক ব্র‌্যান্ডের গুড়ো দুধ খাইয়েছি, এবং সবগুলোতে ওর পেটে সমস্যা হয়েছে। ২ বছরের পর থেকে লিকুইট মিল্ক ভিটা দিচ্ছি। এখন বেশ ভাল আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.