নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণবন্ধু

শাহানা বুলবুল

শাহানা বুলবুল › বিস্তারিত পোস্টঃ

চা বাগানের শ্রমিকদের দৈনিক মুজুরি কত জানেন?

১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৬

আজ পিকনিকে কোন একটি চা বাগানে গিয়েছিলাম । সেখানে চা শ্রমিকদের কাছাকাছি হওয়ার চেষ্টা করলাম তখন তাদের কাছ থেকে যা জানলাম তা শুনে আমার খুব খারাপ লাগল এক জন শ্রমিক দিনে মাত্র ৫৫ টাকা এবং আধা কেজি চাল পেয়ে থাকেন । এবার আপনারাই বলেন এটা কী কোন মুজুরি হল ? এটা শোষন ছাড়া আর কিছুই না ? দেশে অনেক এনজিও আছে গরীব মানুষদের নিয়ে কাজ করে থাকে অথচ চা শ্রমিকদের নিয়ে কাজ করার মত কোন এনজিও আছে কীনা জানি না । সিলেটের সন্তান ফজলে হোসেন আবেদ এর প্রতিষ্ঠান ব্র্যাক অনেক এলাকায় গরীবদের নিয়ে কাজ করে থাকে অথচ তার এলাকায় চা শ্রমিকরা মানবতর জীবন যাপন করছে । আবার সিলেটের দানবীর রাগীব আলী ও অনেক জায়গায় দান করে থাকেন অথচ তার চা বাগানের শ্রমিকরা প্রতিদিন মাত্র ৫৫ টাকা বেতন পেয়ে থাকে ? আবার এ চা শ্রমিকদের ঘামের টাকায় প্রধানমন্ত্রী দু জোড়া বালা উপহার নিয়েছেন ? হায়রে দেশ ? হায়রে প্রধানমন্ত্রী?নিজেকে আশরাফুল মাখলুকাত ভাবতে কষ্ট হয় ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

ঢাকাবাসী বলেছেন: দেশের অবস্হা না বলেই বোঝা যায় তারপরও সরকার খামোখা ৮০০০ কোটি টাকার অস্ত্র কিনল কি স্বার্থে কার স্বার্থে সেটা বলতে পারেন?

২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২০

হীরা ৪৪ বলেছেন: আসলেই নাকি ? আমি জানতাম না, দেশে কতো সমস্যা , কে দেখে কোনটা ??

৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৫

বুলবুল আহ্‌মেদ বলেছেন: দান করার চেয়ে নিজ প্রতিষ্ঠানের শ্রমিক কর্মচারীর বেতন বাড়ানো বেশী সওয়াবের।

৪| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৪

বিষন্ন একা বলেছেন: হীরা ৪৪ বলেছেন: আসলেই নাকি ? আমি জানতাম না, দেশে কতো সমস্যা , কে দেখে কোনটা ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.