নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণবন্ধু

শাহানা বুলবুল

শাহানা বুলবুল › বিস্তারিত পোস্টঃ

বেঙ্গল ফাউন্ডেশন এর মিউজিক কনসার্টে বাংলাদেশী শিল্পী কোথায়?

০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

ঢাকা আর্মি ষ্টেডিয়ামের উচ্চাঙ্গ সঙ্গীতের কনসার্টে বাংলাদেশি শিল্পীরা কোথায় ? নাকি দেশে এ মাপের কোন শিল্পী নেই এজন্য বিদেশী শিল্পী আমদানী করা হয়েছে ।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

অচিন্ত্য বলেছেন: এই ফেস্টিভালে বাংলাদেশি শিল্পী আছেন। তবে খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়া পাকিস্তানের শিল্পীর সংখ্যা বেশি। কারণ বাংলাদেশের চেয়ে ইন্ডিয়া এবং পাকিস্তানে ক্ল্যাসিক্যাল মিউজিকের সাধনা অনেক বেশি হয়েছে। সঙ্গত কারণেই সেখানে এর বিকাশ আমাদের চেয়ে বেশি হয়েছে।

২| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:০৮

ভোরের সূর্য বলেছেন: প্লিজ একটু পজিটিভ ভাবে দেখার চেস্টা করুন।২দিন আগে আপনি সমালোচনা করেছিলেন যে স্কয়ার ঔষুধের দাম বাড়িয়ে আবার উচ্চাঙ্গ উচ্চাঙ্গ সঙ্গীতের মেলা বসিয়েছে এবং সেখানে বলেছিলেন যে ১৫কোটি টাকা খরচ করা হয়েছে এখন আবার বলছেন উচ্চাঙ্গ সঙ্গীতের কনসার্টে বাংলাদেশি শিল্পীরা কোথায় ?

এটার আসল উদ্যক্তা বেঙ্গল ফাউন্ডেশন এর সাথে আরো অনেকেই জড়িত আছে। যেমন স্কয়ার,প্রথম আলো,ডেইলিস্টার,মাছরাঙ্গা টেলিভিশন ইত্যাদি।
সেদিন বলেছিলেন যে ১৫কোটি টাকা খরচ হয়েছে।আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে যখন শাহরুখ খান এসেছিলেন তখনো এত টাকা খরচ হয়নি আর উচ্চাঙ্গ সংগীত তো গানের জগতে অবহেলিত একটি শাখা।এখানে এত টাকা খরচ হবেনা কারন শিল্পী সম্মানী বেশি নয়।লিঙ্ক দ্দিচ্ছি প্রতিদিন কোন কোন শিল্পী গান গাইবে সেটার লিস্ট।আশাকরি বাংলাদেশের শিল্পীর নাম পেয়ে যাবেন।https://www.facebook.com/photo.php?fbid=327626814046085&set=pb.140630762745692.-2207520000.1385891844.&type=3&theater
আর ব্লগার @অচিন্ত্য যা বলেছেন সেটার সাথে আমি একমত।আপনি উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ে একটু খোঁজ খবর নিন।আপনিও একমত হবেন আশাকরি।

৩| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

ক্যাচালবাজ বলেছেন: আপনার কি মনে হয়,এ দেশে এ মাপের শিল্পীদের লিস্টটা যদি জানাতেন........। ।

৪| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:১৬

ক্যাচালবাজ বলেছেন: আপনার কি মনে হয়,এ দেশে এ মাপের শিল্পীদের লিস্টটা যদি জানাতেন........। ।

৫| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৬

ভোরের সূর্য বলেছেন: আপনাকে আরো একটি জিনিস বলি সেটা মনে রাখার চেস্টা করবেন।উচ্চাঙ্গ সঙ্গীত অনেক পুরানো একটি শাখা। এটি জানতে গেলে ঐতিহ্য,সাধানা,এগুলো দরকার।বাংলাদেশের বয়স কিন্তু মাত্র ৪২বছর কিন্তু ঐতিহ্যগতভাবে এটি নিয়ে ভারতীয় এবং পাকিস্তানীরা চর্চা করে আসছে।তাই তাদের মানের বাংলাদেশী শিল্পী তৈরি হতে সময় লাগবে।একসময় বাংলাদেশ বা পাকিস্তান বলে কিছুই ছিলনা।ছিল শুধু ভারতবর্ষ।খেয়াল করুন,আজ থেকে ৬৬বছর আগে রবীন্দ্রনাথ ছিলেন আমাদের বাংলার তথা সারা ভারতবর্ষের কবি কিন্তু ১৯৪৭সালের পরে হয়ে গেলেন ভারতের কবি।আর শিল্পীর ক্ষেত্রে মনে এই দেশ,সেই দেশ,অমুক দেশ,তমুক দেশ এইসব বিভাজন না করাই ভাল।

৬| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:০২

বিশ্বাস করি 1971-এ বলেছেন: বাংলাদেশী শিল্পীদের গান শোনার টাইম কইরে ভাই? বাংগালী শিল্পীরা কি গান গাইতে পারে? দেশে ড: হারুন আর রশিদের মত শিল্পীরা কি আর গাইতে পারে? আর টাকা দিয়ে দেশী শিল্পীদের গান??? কি যে বলেন!! দেশে এখন পোলাপাইন ইংলিশ মিডিয়ামে পড়ে! সবাই ছুটি পাইলে বিদেশে যায়। বিদেশী শিল্পী মানেই কোয়ালিটি মামু। বোঝেন না কেন? এখন তো গে উতসবের আয়োজন করতেছে জাতির শিল্প বিবেক বাংলা একাডেমী।

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১৩

মাসুদ রশিদ বলেছেন: আপনি কি ইভা রহমানকে আশা করছিলেন?

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৮

শাফা সিদ্দিকী বলেছেন: শাস্ত্রীয় সঙ্গীতের চর্চাবে বাংলাদেশে খুব কমই হয় । যারা করেন তারাও ভারত থেকে দীক্ষা নিয়ে আসেন । এখনকার জেনারেশন তো শাস্ত্রীয় সঙ্গীত বলে যে কিছু আছে তাই জানে না । বেঙ্গল ফাউন্ডেশনের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসার দাবিদার ।

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৮

সাজিদ ঢাকা বলেছেন: দেশের এই পরিস্থিতিতে গান শুনে কেমনে মানুষ, , তাও আবার বাইরে গিয়া , , ঘরে হইলেও এক কথা , , তাগো উপর ককটেল পেট্রোল পরে না

১০| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২

ক্যাচালবাজ বলেছেন: কই লিস্ট টা দিলেন না যে.............।
সব বিষয় নিয়ে না লিখাই ভাল..।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.