নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রাণবন্ধু

শাহানা বুলবুল

শাহানা বুলবুল › বিস্তারিত পোস্টঃ

মাওলানা মুহিতের রিবাহ থিওরী

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৩

গতকাল আলোকিত বাংলাদেশ পত্রিকা মাধ্যমে জানতে পারলাম মাওলানা মাল মুহিত বলেছেন-ইসলামী ব্যাংক ফ্রড । তিনি যে যুক্তি দিয়েছেন তা ১৯৯৭ সালে মিশরের আল-আযহার বিশ্ববিদ্যালয় এর মুফতি শাইখ মোহাম্মদ সাঈদ আত্ তানতাবী দিয়েছিলেন এই যুক্তিতে যে রিবাহ এর মধ্যে নিপীড়ন আছে আর ব্যাংক সুদ এর মধ্যে তা নেই ।তার যুক্তির পক্ষে বিপক্ষে অনেক লেখা-লেখী হয়েছিল তখন । সে পুরাতন কথা নতুন করে বলার আর কী আছে? মাওলানা মাল মুহিত বলেছেন রিবাহের মধ্যে কোন ধরনের মানবিক চিন্তাধারা নেই কিন্তু সুদ মানবিক চিন্তাধারার উপর প্রতিষ্ঠিত । তাহলে মাওলানা সাহেব আমার কিছু প্রশ্নের উত্তর দিন ? ব্যাংকের লোনের টাকা সময় মত না দিতে পারলে (বিশেষ করে কৃষি লোন এর ক্ষেত্রে যা হয়) সাধারণ কৃষককে কোমরে রশি বেধে জেলে নেয়া হয় আর যারা কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে ব্য্ংককে দেওলিয়া করে দিচ্ছে তাদেরকে জামাই আদরে রাখা হয়। এটা কোন ধরনের মানবিক চিন্তাধারা? আরা অনেক উদাহারণ দেয়া যাবে । আর আপনি যে শেয়ার মার্কেট লোট করলেন, সোনালি ব্যাংক ফতুর করলেন এটা কোন মানবিকতা? ইসলামী ব্যাকের লেন-দেন পুরোপুরি সঠিক নয় এটা আমিও মানি বা স্বীকার করি । কিন্তু এর চেয়ে ভাল পদ্বতি বর্তমানে না থাকায় মন্দ এর ভাল হিসেবে কাজ করে যাচ্ছে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩০

কলাবাগান১ বলেছেন: কার মুখে টাকা লুটের কথা যিনি দেশের টাকা পাচার করার পর আমেরিকার আদালতে, সিংগাপুরের আদালত দ্বারা প্রমানিত হওয়ার পর ও বলেন যে কোকো শুধু অভিযুক্ত (মানে উনি নির্দোষ), আর আপনি আসছেন দূর্নীতি নিয়ে কথা বলতেন...

আপনার নাম দেখে মনে হয় আপনি একজন মহিলা কিন্তু বাংলাদেশের কোন মহিলা কে এভাবে নামের ব্যংগ করতে দেখি নাই (মাওলানা মাল মুহিত)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৪০

কলাবাগান১ বলেছেন: আপনার জন্য কোকোর তৃতীয় কাহিনী
কোকোর কাহিনী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.