নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ছাত্র ইউনিয়নের কাণ্ড দেখুন !!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৩

টি এস সি র মোড়ে ভাস্কর্য কে মাঝে রেখে ছাত্র ইউনিয়ন এর প্রতিষ্ঠা বার্ষিকীর বার্তা শোভা পাচ্ছে । ইউনিয়ন যা করেছে তা এখনো লীগ করতে পারেনি । ইউনিয়নের এই গেট আর কুতুববাগ দরবারশরিফের জশনে জুলুছের বেশ মিল দেখা যায় । ভাস্কর্য গুলোর ওপর স্থায়ী বাশ লাগিয়ে নিলে এরকম গেট করতে সুবিধে হবে । নির্লজ্জ অসভ্য কোথাকার ।


মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৪

মাঘের নীল আকাশ বলেছেন: আসলেই অসভ্য... X( X( X( X(( X(( X((

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:২৪

অবুঝ পাঠক বলেছেন: অই আমার বাংলাদেশ --- বাংলাদেশ ----

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

নিরীহ বালক বলেছেন: :D :D :D :D :D :D লুলায়িত ব্যাপার !

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:২৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আমিতো মন্দ কিছু দেখছি না।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

শাহ আজিজ বলেছেন: চোখ থাকতে হবে দেখার জন্য । একটি ভাস্কর্য নির্মিত হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য , ওটার আশপাশ খালি থাকবে দৃশ্যমান হওয়ার জন্য । আপনি এরকম একটি স্থাপনা ঘিরে অন্য কোন কিছু করতে পারেন না , এটাই নগর সৌন্দর্যের আইন । এবার আশা করি বুঝতে পারছেন কেন ঢাকাকে পৃথিবীর একটি নোংরা নগরী হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অরা গংয়েো সবকিছুই রেডিমেট খায়া অভ্যাসতো!!

স্বাধীনতা, মুক্তিযুদ্ধ মায় আজব্দি.. সবকিছু !!!!

তাইতে বক্তা ১৩ জন শ্রোতা ৩জন, তায় মাইকম্যেন আর প‌্যান্ডেলওলা সহ;)

আর চামে চিকনে সুবিধাপাইলে মুন্ত্রী, ফুন্ত্রি বাইচান্সে!! নয় অন্যের নৌকায় উঠে জীবনে একবার স্বপ্নপূরন!!!!

এটলিষ্ট দূরে এমন স্থানে করত- যেখান থেকে দুর্শক ভিউ যেন চাইলেই এই কাঙ্খিতরুপ পাওয়া যায়- তখননা তাদের বুদ্ধিবৃত্তির ইশারা বোঝা যেত!!!!!

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১০

শাহ আজিজ বলেছেন: হাঃ হাঃ হাঃ

চরম হাসাইলেন ভাই !!

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪৩

বশর সিদ্দিকী বলেছেন: ছাত্র ইউনিয়ন তো একটা ইডিয়ট মার্কা দল। এত ভাল সম্ভাবনা থাকা সত্বেও খালি নারি ভোগ আর নাস্তিকতাকে সাথে নিয়া নিজেদেরকে ধংস করে ফেলেছে। এছারা সাথে আছে ইনুর মত কুত্তা নেতা।

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: আপনি একটু অন্য দৃষ্টিভঙ্গিতে দেখুন।

স্থাপনাটি স্থায়ী নয়।

তোরণ দিয়ে নতুন আন্দোলনের প্রবেশের একটা কোলাজ সৃষ্টি করা হয়েছে। আমার মনে হয় এইটুকু সাংস্কৃতিক মনন বা জ্ঞান আপনার নাই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৯

শাহ আজিজ বলেছেন: আরেকটি ভাস্কর্য স্থাপনার উপর অস্থায়ী বিজ্ঞাপন কতটুকু সাংস্কৃতিক মননশিলতার পরিচয় দ্যায় ? আশা করি জ্ঞ্যান বিতরনে সংযত হবেন । কাছেই চারুকলা- ওদের সবচে জুনিয়র ছাত্রকে ডেকে দেখান এবং একটি কঠিন বকা খান/ হজম করুন ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

একজন ঘূণপোকা বলেছেন:

ছাগলামি আর গাজামি করাই হেতে গো কাম

৯| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২০

ফোর টোয়েনটি বলেছেন:

আমরা শুনতাম একটা সময় হেরা অনেক পড়তো....

এখন নাকি পাল্লা দিয়ে মেয়েদের সাথে রাত কাটায় :( :( :( :( :(

১০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪

উপপাদ্য বলেছেন: আপনি কি জানেন ঐ ভাস্কর্যের নাম কি? আর ওটা কেনই বা তৈরি করা হয়েছে। ওটা ছাত্র ইউনিয়নের পৈত্রিক সম্পত্তি।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে এমন পৈত্রিক সম্পত্তি কেবল বামরাই বানিয়েছিলো। তাইতো এখনো সরকারের সবচেয়ে পাওয়ারফুল মানুষগুলো আজ তারাই। দেখেন না কিভাবে কাকে কবে দেশ থেকে বের করে পাকিস্তান পাঠাবে তার ঘোষনাও ঐসব বাম কুলাঙ্গার আওয়ামীরাই দ্যায়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: রাজু । শ্যামল চৌধুরীর তৈরি ৯৬/৯৭ এ অগ্রনি ব্যাঙ্কের আর্থিক সহায়তায় নির্মিত । শ্যামল আমার জুনিয়র বন্ধু ও একই ডিপার্টমেন্টের ছাত্র । ভাস্কর্য তৈরির শেষদিকে নিয়মিত আড্ডা দিতাম ভিতরের ঘুমটিতে । আরও কিছু??

১১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৫

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: i have come again, for debate with you. new dimension always welcome. the "kolkata" puja mondop created every year on old texture. however your answer to me was sober. thanks.

(why bangla keyboard is inactive ?? do you know ??)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৫৪

শাহ আজিজ বলেছেন: শ্যামল, এই ভাস্কর্যের ভাস্কর কে জানালাম , ও ইতিমধ্যে জেনেছে , খুব দুঃখ প্রকাশ করেছে আরও বলেছে ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয়ে ওর একটি বিশাল ভাস্কর্যে হোয়াইট ওয়াশ করে শ্রী বৃদ্ধি করেছে । এসব কনক্রিট তৈরি ভাস্কর্যে কোন রং অনুপযোগী ।

১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:২০

উপপাদ্য বলেছেন: তাহলে নিশ্চয় এও জানেন যে এটি রক্ষনাবেক্ষনের দ্বায়ত্বটিও ছা. ই কে দেয়া হয়েছে।

আর উপরোক্ত ছবিতে পৈত্রিক সম্পত্তির রক্ষনাবেক্ষনই তারা করে চলছে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৫৫

শাহ আজিজ বলেছেন: বছর তিন আগে এটা বিশেষ পদ্ধতিতে ঘষামাজা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের অনুদানে । ঐ সময় বিশ্ববিদ্যালয় বলেছে এটি ডি সি সির সম্পত্তি , ডি সি সি বলল জায়গা তো বিশ্ববিদ্যালয়ের তাহলে এটা তাদেরি হবে । যাহোক এটি কারো পৈত্রিক সম্পত্তি নয় । এটির সৌন্দর্য রক্ষায় যেকেউ উদ্যোগ নিতে পারে ।

১৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২০

উপপাদ্য বলেছেন: বড় ভাই, একটি লিন্ক দিলাম পরে দেখুন ওরা কিভাবে এটিকে ওদের পৈত্রিক সম্পত্তি বানিয়েছে।

ভাস্কর্যটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

শাহ আজিজ বলেছেন: এই পাতাটি অপসারণ করা হয়েছে। সূত্র হিসেবে নিচে এ পাতার অবলুপ্তি লগ দেওয়া হলো।

পাওয়া গেলনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.