নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একশ লিচু , অপুষ্ট , সাইজ পূর্ণ হবার আগেই কেমিক্যাল দিয়ে ঠেসে ধরে রঙ লাল বানানো হয়েছে । কিছু সদ্য গজানো কুড়ি লিচুও এগুলোর সাথী হয়েছে । প্রতি শ’ ৩৫০ টাকা । আম উঠেছে চার রকম , ওটাও কারবাইড দিয়ে পাকানো, দেখেই বোঝা যাচ্ছে । আমের দাম জিজ্ঞেস করিনি ভয়ে । পাশেই ছোট্ট লাল রঙের বিদেশি জামরুল । কে জি ১৫০ টাকা । মোহাম্মাদপুর বাস স্ট্যান্ডের দৃশ্য এটি । হাজার মানুষের চলাফেরা থাকলেও ক্রেতা নেই একজনও । মধ্যসত্ত্ব ভোগীরা এখন আপনার ফল খাওয়ার অথবা খাওয়ানোর পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে । তারা বলছে “সেকিগো
খাবেনা বললেই হলো , না যদি খাও আমার মাথা খাও”। কি যন্ত্রনাময় আদররে বাবা । মধ্যসত্ত্বভোগীরা মিছিল করে স্কুল মন্ত্রিকে স্মারকলিপি দিয়েছে, তাতে লেখা স্কুল ছুটি ফল ওঠার সাথে সাথেই দিতে হবে । লোকাল কালচার বলে কথা , আমরা তো সেই কালচার বিলীন হতে দিতে পারিনে । জামাই মন্ত্রী বা মন্ত্রনালয় ওরা খুজে পায়নি বলে মোড়ে মোড়ে পোস্টার সেঁটেছে শ্বশুরদের উদ্দেশ্যে “এখনি জামাইকে বাড়িতে আনুন ও ফলমুল দিয়ে আপ্যায়ন করুন”।ঘর জামাইদের ব্যাপারে কিছু বলেনি এখনো।কাঠাল নাকি কিলানো হচ্ছে যুতসই ভাবে, ওটাও এসে যাবে । এবার নাকি কলাবাগান মাঠে আম উৎসবের প্রধান শ্লোগান হবে “কার্বাইডকে হ্যা বলুন , আম খান জীবন বাচান”।
আমি কান দুটো চেপে ধরে বলি “ঈশ্বর আমাদের বাচাও,আর নাহয় এই ফলগাছগুলো ফুঃ দিয়ে ধ্বংস করে দাও” ।
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৪
শাহ আজিজ বলেছেন: কোন এলাকার এইটা বলা খুবই দুস্কর কারন মিথ্যাচারিতায় আমাদের ফল বিক্রেতারা যুগ শ্রেষ্ঠ ।
২| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:২৯
ঢাকাবাসী বলেছেন: কার্বাইড থাক আর বিষ থাক ছবিগুলো সুন্দর!
১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৪৭
শাহ আজিজ বলেছেন: জামরুলের রঙ একেবারে টকটকে লাল । খাই বা না খাই চেয়ে থাকতে ভালো লাগে ।
৩| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৬
শিবলী১২৩ বলেছেন: কোন ধরনের কেমিক্যাল ছাড়া আম তিন দিনের মধ্যেই পচন ধরে।আর বাজারের আমগুলা তো দেখি দুসপ্তাহেও কিছুই হয় না
১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
শাহ আজিজ বলেছেন: হাইব্রিড আমে সীমিত পরিমান রাইপেনার ব্যাবহারের অনুমতি আছে না হলে ওই আম পাকেনা । ল্যাবে এইসব ফল ও সবজি তৈরির সময় ফরমুলা এমনটাই করা থাকে । থাইল্যান্ড, ফিলিপিন্স,চায়নাতে এভাবেই ফল পাকানো হয় । আমাদের ব্যাবসায়িরা কার্বাইড নামের নিষিদ্ধ কেমিক্যাল ব্যাবহার করে জনজীবনে দ্রুত মৃত্যু ডেকে আনছে । রাইপেনারের পার্শ্বপ্রতিক্রিয়া আছে আর অইসব দেশেও নতুন অসুখের প্রকোপ দেখা যায় । আমরা ছোটবেলায় স্বাভাবিক পাকানো আম ও ফল খেয়েছি এখন অসুবিধাটা কোথায় বুঝতে পারিনা।
৪| ১৪ ই মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৮
একজন ঘূণপোকা বলেছেন: ঢাকাবাসী বলেছেন: কার্বাইড থাক আর বিষ থাক ছবিগুলো সুন্দর!
১৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১০
শাহ আজিজ বলেছেন: একটা খেলনা ডিজিটাল ক্যামেরা আমার সঙ্গী ।
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৪ বিকাল ৫:১৯
মদন বলেছেন: গত শুক্রবারেও বাগানে দেখে আসলাম আমের যে সাইজ তাতে ২০-৩০ গ্রামের বেশি হবে না।
ঢাকার আম গুলো প্রকৃতপক্ষে কোন এলাকার।