নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৭৬ সালে প্রথম লাজ ফার্মার দোকান দেখি কলাবাগানের মোড়ে । ছোট খাট দোকান , আশ পাশ দিয়ে তেমন উল্লেখযোগ্য দোকানপাট বা দালান কোঠা ছিল না । আমরা ওষুধপাতি দরকার হলে হলের পাশেই নিউমার্কেট থেকেই কিনে নিতাম । দীর্ঘ পরবাসে থেকে ফিরে দেখলাম সব কিছুই পরিবর্তন হয়েছে । লাজ বড় দোকানে চলছে । আরো কিছু ওষুধের দোকান চালু হয়েছে পাশাপাশি । খুব পুরাতন প্রতিষ্ঠান লাজ ফারমা এখন ঢাকার অনেক খানেই ব্রাঞ্চ খুলেছে । আমিও কেনাকাটা করি ওদের কাছ থেকে । কাল রাতে ১১টায় টি ভি তে দেখে চমকে উঠলাম লাজ ফার্মা আরও ৫ টি প্রতিষ্ঠান নকল ওষুধ বিক্রি করছে শিরোনামে লাইভ । উত্তরার একটি ফ্লাটে , টঙ্গি , চক ইত্যাদি জায়গায় আমেরিকা, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ওষুধ কোম্পানির মোড়কে ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ। আল মদিনা , ইসলামিয়া এবং তামান্না ফার্মেসিও এসব ব্যাবসায় জড়িত ।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। অভিযানে অরেক্সিস, হাইজিংক, ডায়ানাসহ ৬টি বিদেশি ব্রান্ডের বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ জব্দ করা হয়। আটক করা হয় ১৫ জনকে। তারা আটা-ময়দা আর রং মিশিয়ে এসব ওষুধ তৈরি করে এগুলা প্যাকেট করে বিক্রি করে। যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসব ওষুধ সামগ্রী আমদানি হয় না। অসম্ভব একটি ব্যাপার আমার কাছে । লাজের মালিকরা কি জানতেন অথবা কর্মচারীরা আলাদাভাবেই ডিল করছিল এসব ।
বিখ্যাত জাতীয় দৈনিকে এসব খবর ছাপা হয়নি । ট্রিবিউন আর ডি বি সি ছেপেছে ।
আমাদের বিশ্বাসের ভিত ক্রমশ নড়ে যাচ্ছে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনাবলি দেখে ।
১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২১
শাহ আজিজ বলেছেন: হতবাক আমি । দেখতে হবে উত্তরা সেলস কি চুক্তিতে অন্যদের হাতে ছিল কিনা ।
২| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯
ডার্ক ম্যান বলেছেন: কোথায় যাব আর । এদের পিছন দিয়া বাঁশ ঢুকিয়ে যদি মুখ দিয়ে বের করতে পারতাম
১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২২
শাহ আজিজ বলেছেন: যারা এই অকাম করেছে তাদের বাশ প্রবেশ আর বেরুনোর রাস্তা নেই ।
৩| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এটা তো ভয়ঙ্কর কথা। বিদেশী ওষুধ তো অবশ্যই, দেশীয় দামি রেয়ার ওষুধের প্রয়োজন পড়লে লাজ ফার্মাই ছিল একমাত্র অপশন। এখন যাব কোথায়? আস্থার জায়গা তো আর থাকলো না।
১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৫
শাহ আজিজ বলেছেন: কাউকেই বিশ্বাস নেই এখন । এভাবেই বিদেশিরা এখানে দোকান খুলে ব্যাবসা করবে ।
৪| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: লাজ লজ্জাহীন কাজেও লাজ ফার্মা। এটা কি ইচ্ছাকৃত না কি তারা সরবরাহকারীর প্রতারনার শিকার?
১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:০৩
শাহ আজিজ বলেছেন: ওষুধ কয়েকটি পয়েন্টে তৈরি হয়ে পাঁচটি দোকানে যেত । তারা নির্দ্বিধায় এই সাপ্লাই নিয়েছে । আমি কেমোর সাপ্লাই নিজে নিতাম বা তারা আমার হাতে দিয়ে যেত যাতে হাতবদল নাহয় । এখানেও সাপ্লাই একই ভাবে নেয়া হয় । তারা জ্ঞাতসারে এই ব্যাবসা করেছে । উত্তরা কি চুক্তিবদ্ধ কিনা জানতে হবে ।
৫| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৩৮
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: লাজ ফার্মা টাকার জন্য লাজ লজ্জা সব জলে বিসর্জন দিয়েছে।
১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৪৭
শাহ আজিজ বলেছেন: তাইতো মনে হচ্ছে । বিপদে আছি আমরা । কাকে বিশ্বাস করে ঠিক ওষুধটি কিনব এখন ।
৬| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৭
প্রোফেসর শঙ্কু বলেছেন: ইদানিং বিশ্বাস একটা কমোডিটী, যার দাম ধাই ধাই করে বাড়ছেই, শুধু বাড়ছেই!
১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৮
শাহ আজিজ বলেছেন: করোনাকালে প্রায় সব অপরাধ কাহিনী উন্মুক্ত হয়ে যাচ্ছে ।
৭| ১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৭
চাঁদগাজী বলেছেন:
ফার্মেসী সরকার ও মানুষের মালিকানায় নেয়া দরকার। হাসপাতাল, ডায়াগোনিষ্টিক ও ফার্মেসীর মালিকানা মানুষ হাতে নেয়ার দরকার।
১০ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৭
শাহ আজিজ বলেছেন: আমরা জানতে পারব ঠিক কিভাবে লাজফার্মা এই অপরাধে জড়াল । জানতে পেরেছি সব ব্রাঞ্চ মুল মালিকের আওতায় নয় পার্টনারশিপে । তারাই এ কাণ্ড ঘটাতে পারে।
৮| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:০১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কেন করবে না?
অবশ্যই করবে।
লাজ ফার্মা কি বাংলাদেশের বাইরের কোন প্রতিষ্ঠান?
১০ ই জুলাই, ২০২০ রাত ৮:০৩
শাহ আজিজ বলেছেন: হা হা হা । ধরণী দ্বিধা হও ।
৯| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:১৫
মিরোরডডল বলেছেন:
মেডিসিনেও ভেজাল ? মানুষের জীবনের কোনও মূল্যই নেই এদের কাছে !
হোয়াট এ শকিং নিউজ !
বাট গুড নিউজ ইন আ ওয়ে যে ধরা গেছে এদের । এখন এমন পানিশমেন্ট দেয়া উচিৎ যেটা বাকি ভেজাল পার্টিগুলোর জন্য একটা ভয়ের কারণ হয় । এভাবে যদি ক্রাইম কিছুটা কমে ।
১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২২
শাহ আজিজ বলেছেন: আটা , ময়দা আর পানি । এতে ক্ষতি কিছুই হবেনা , কার্বোহাইড্রেট তো --------
১০| ১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২০
করুণাধারা বলেছেন: লাজ ফার্মা নির্ভরযোগ্য বলে অনেক দিন যাবত ওষুধ কিনি ওদের থেকে। এটা কি শোনালেন!!
১০ ই জুলাই, ২০২০ রাত ৮:২৪
শাহ আজিজ বলেছেন: শুধু উত্তরা আউটলেট এই কাজ করেছে । অন্যরা কেউ করেনি বলে জেনেছি ।
১১| ১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৪৬
সাইন বোর্ড বলেছেন: সবাই যখন লাজের মাথা খেয়ে বসেছে, তখন তারাই বা শুধু লাজ নিয়ে ঘুমটা দিয়ে বসে থাকবে কেন ?
১০ ই জুলাই, ২০২০ রাত ৯:৫৯
শাহ আজিজ বলেছেন: বেলাজ হয়ে যাক তাহলে
১২| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:০৬
নেওয়াজ আলি বলেছেন: কারো এখন লাজ লজ্জা নাই । এরা সবাই এক ও অভিন্ন। জাল সনদ নকল ঔষধ সব পারে এবং করে ক্ষমতা থাকলে
১১ ই জুলাই, ২০২০ সকাল ১০:১২
শাহ আজিজ বলেছেন: এখন বেলাজফার্মা খোলা উচিত
১৩| ১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৩৫
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাল রাতে ১১টায় টি ভি তে দেখে চমকে উঠলাম লাজ ফার্মা আরও ৫ টি প্রতিষ্ঠান নকল ওষুধ বিক্রি করছে
..................................................................................................................................................
উত্তরার একটি ফ্লাটে , টঙ্গি , চক ইত্যাদি জায়গায় আমেরিকা, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের ওষুধ কোম্পানির মোড়কে ভেজাল ওষুধ তৈরি ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ ও ওষুধ তৈরির উপকরণ। আল মদিনা , ইসলামিয়া এবং তামান্না ফার্মেসিও এসব ব্যাবসায় জড়িত ।
...................................................................................................................................................
ভাবতে কষ্ট হচ্ছে, জানতাম ভেজাল হয় , কিন্ত যে সব ফার্মেসির নাম এল তাতো অবিশ্বাস্য একটি টিভি প্রতিবেদন ?
ভারত,থাইল্যান্ড,সিঙ্গাপুর, অষ্ট্রেলিয়া থেকে আমার ওষুধ আসে তারপরও কিনতে হয়,
এই মহামারীতে কম করে হলেও, লাজফার্মা, ইসলামিয়া ,তামান্না থেকে ৮/৯ হাজার টাকার ওষুধ কেনা হয়েছে ।
১০ ই জুলাই, ২০২০ রাত ১০:৪৯
শাহ আজিজ বলেছেন: হা হা হা , ধরা খেলেন নাকি ? বলেই ফেলুন । সমস্যা নেই ময়দা আটা আর রঙ মেশানো ওষুধ । কাল র্যাবের অভিযান ছিল কিন্তু মিডিয়া র্যাবের ছবি এড়িয়ে গেছে , আমি দেখেছি ।
১৪| ১০ ই জুলাই, ২০২০ রাত ১১:১৫
রাজীব নুর বলেছেন: লাজ ফার্মার প্রতি আমার বিশ্বাস ছিলো।
আমাদের এলাকায় লাজ ফার্মা নাই। তাই আমি চল্লিশ টাকা রিকশা ভাড়া দিয়ে শান্তিনগর লাজ ফার্মা থেকে ওষুধ আনতাম।
১১ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৩
শাহ আজিজ বলেছেন: এখন অশান্তিনগরে বেলাজফার্মা খুজে বের করতে হবে ।
১৫| ১১ ই জুলাই, ২০২০ রাত ১২:২৫
Asif Shanto বলেছেন: খুবই আশাহত হলাম!
১১ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৪
শাহ আজিজ বলেছেন: সত্যিই তাই
১৬| ১১ ই জুলাই, ২০২০ রাত ১২:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গু খায় সব মাছে
নাম পড়ে শিং মাছের!!
১১ ই জুলাই, ২০২০ সকাল ১০:১৪
শাহ আজিজ বলেছেন: হা হা হা
১৭| ১১ ই জুলাই, ২০২০ রাত ১:১৩
কহেন কবি কালীদাস বলেছেন: চোর আর বাটপারের দেশ বাংলাদেশ। আমরা জাতিগত ভাবে চোর।দুর্নীতি আমাদের জাতির পা থেকে মাথা পর্যন্ত।
নির্মাণ সামগ্রীতে রডের পরিবরতে বাঁশ, খাবারে ভেজাল, শিক্ষায় দুর্নীতি (ভর্তি পরিক্ষায় জালিয়াতি),চিকিৎসা বেবস্থা প্রায় ধ্বংস, ব্যাংক গুলোতে হরিলুট চলছে, সমস্ত নষ্ট লোকেরা আজ রাজনীতিতে, আর কি !
এদেশের প্রতি মায়া অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে এসব দেখে, শুধু বাবা মায়ের জন্য দেশের বাহিরে চলে যেতে পারি না।
১১ ই জুলাই, ২০২০ সকাল ১০:১১
শাহ আজিজ বলেছেন: এই বেহাল দশা দেখে আমি হতাশ ।
১৮| ১১ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৭
রোকসানা লেইস বলেছেন: এত্ত ভেজাল কি ভাবে বেড়ে উঠল।
তবু এখন কিছু ধরা পরছে। তবে যারা ধরছে তাদের জন্য সমস্যা চারপাশে
একদম সব কিছু ধূয়ে নতুন করে শুরু করতে পারলে একটা সুন্দর দেশ পাওয়া যাবে ।
১১ ই জুলাই, ২০২০ দুপুর ২:১৮
শাহ আজিজ বলেছেন: সমস্যা আগেই ছিল এবং তা একটু একটু করে বেড়েছে । নকল ওষুধ বরাবরই ছিল । বিবিধ কোম্পানিকে ওষুধ তৈরির লাইসেন্স দেয়া হয়েছে যারা একধরনের ডুপ্লিকেট ওষুধ তৈরি করে উপজেলার ডিসপেন্সারিতে সাপ্লাই দেয় , আমি নিজে দাড়িয়ে দেখেছি এই বিষয়টি । এবার যা ধরেছে তা আমেরিকান ব্র্যান্ড নামের নকল ওষুধ । এটাই নামি দামি দোকানে চলছিল নির্ভয়ে । আমাদের দেশে স্বাস্থ্য খাত আর ওষুধ প্রশাসনে দুর্নীতি ভয়াবহ । এবার যাহোক ধরাতো পড়লো । আসন্ন দিনগুলোতে অপেক্ষা করছি কি উপায় গ্রহন করে সরকার ।
১৯| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৩১
ফেরদাউস আল আমিন বলেছেন: বিশ্বাস, নৈতিকতা দেশ থেকে হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে
১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৪
শাহ আজিজ বলেছেন: বাকি নেই -------------
২০| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯
নূর আলম হিরণ বলেছেন: কোথাও পালাবার পথ নেই। দুষ্টদের জালে ধরা আমাকে আপনাকে ধরা পড়তেই হবে।
১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৫
শাহ আজিজ বলেছেন: এজন্যই লুঙ্গি গামছা রেডি রাখি ----------
২১| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৯
রাজীব নুর বলেছেন: দেশ যারা চালাচ্ছেন তারা অদক্ষ এবং অযোগ্য। শেখ হাসিনা আশা করি কঠিন পদক্ষেপ নিবেন।
১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৫
শাহ আজিজ বলেছেন: এখানেই কবি নিরব
২২| ১১ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: পার্টনারশিপ হলেও ব্র্যান্ড ইমেজ ধরে রাখার দায়িত্ব মূল মালিক এড়াতে পারে না। তাছাড়া নিয়ন্ত্রণ না রাখতে পারলে এভাবে ছেড়ে দিয়ে মানুষের সর্বনাশ করার অধিকার কারও নাই।
১১ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৭
শাহ আজিজ বলেছেন: হয়ত বিজ্ঞজনেরা একটি সমাধানে আসার চেষ্টায় আছেন । এত কষ্টের লাজফার্মা !!
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৫
রাফিন জয় বলেছেন: বিশ্বস্ত একটা নাম ছিলো লাজ ফার্মা আমার গেছে। ঘেন্না হচ্ছে এবার!