নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
করোনা ভাইরাসের (কোভিড-১৯) চিকিৎসায় চীনের তৈরি ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষামূলক প্রয়োগের অনুমোদন দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। বাংলাদেশে তৃতীয় ধাপের ট্রায়াল হতে যাচ্ছে ভ্যাকসিনটির।চীনের তৈরি ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ বাংলাদেশে করার অনুমতি চেয়েছিল বেইজিং। বিষয়টি নীতিগতভাবে অনুমোদন দিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। এর পুরো কার্যক্রম পরিচালনা করবেন আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। তাদের সব অফিসিয়াল কার্যক্রম শেষ হলে প্রাথমিকভাবে সরকারি সাত-আটটি কোভিড হাসপাতালে এ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের কথা রয়েছে।
জানা যায়, ইতোমধ্যে চীন উদ্ভাবিত করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। চলছে তৃতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি। বড় আকারে তৃতীয় ধাপের ভ্যাকসিন পরীক্ষা চালাতে ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে অনুমোদন পেয়েছে চীনের সরকারি প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল বায়োটেক গ্রুপ (সিএনবিজি)। পাশাপাশি বাংলাদেশেও এর পরীক্ষা চালানোর আগ্রহ দেখায় দেশটি।এ ভ্যাকসিন আবিষ্কার হলে সবার আগে অগ্রাধিকার ভিত্তিতে বাংলাদেশকে পাঠাবে বলে চীন সরকারের পক্ষ থেকে জানানো হয়। চীনের করোনা সংক্রমণের সময় বাংলাদেশ যেভাবে পাশে ছিল, চীন সরকার সে উদারতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জন্য সবার আগে সহায়তার হাত বাড়িয়ে দেবে। সারা বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীদের ওপর এই প্রক্রিয়া প্রায় ১৮ মাস সময় নেবে । সাধারন জনগনের জন্য ট্রায়াল ভ্যাক্সিন থাকছে কিনা তার কোন উল্লেখ এই বার্তায় নেই ।
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৪
শাহ আজিজ বলেছেন: মন্দ না । তারা বিদেশ গিয়ে নেয় যদি ।
২| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৩৪
আলমগীর সরকার লিটন বলেছেন: আচ্ছা শুরুত হোক কিন্তু ১৮ মাস মরব না বাচ্চব জানি না
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৪
শাহ আজিজ বলেছেন: ইতিমধ্যে বাজারে আরও ভ্যাক্সিন হাজির হবে ।
৩| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪৮
চাঁদগাজী বলেছেন:
৩য় ফেইজ শেষ করতে "১৮" মাস লাগলে, ২০২২ সালে কি ভ্যাকসিন পাওয়া যাবে?
বাংলদেশে ভলনটিয়ার পাওয়া যাবে কিনা?
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩২
শাহ আজিজ বলেছেন: মস্কো লাইনে আছে , ইংল্যান্ড , সুইস এরাও মাঠে নামছে শীঘ্রই আশা করি । আগামি দুই মাসে অনেক ভ্যাক্সিন বাজারে আসবে । বিখ্যাত কোম্পানির ভ্যাক্সিন পাওয়া কঠিন হবে । নামহারা কোম্পানির ভ্যাক্সিন এই গরিবেরা নেবে। এখন যেমন অনেকেই থোড়াই কেয়ার মাস্ক ছাড়া গরু শপিং করতে যায় ভ্যাক্সিনের বেলায় ঠিক একই অবস্থা হবে । আমরাই চিল্লা পাল্লা পার্টি ভ্যাক্সিনের জন্য । আমি রেডি ভলান্টিয়ার হিসাবে ।
৪| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ২:৫২
নেওয়াজ আলি বলেছেন: যারা এই টিকা নিবে তাদের জন্য শুভকামনাপূর্ণ ধন্যবাদ
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৩
শাহ আজিজ বলেছেন: ডাক্তার নার্স আগে
৫| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:০৫
সাইন বোর্ড বলেছেন: আমরা এখন কিছুটা আশাবাদি হতেই পারি ।
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৪
শাহ আজিজ বলেছেন: খুবই আশাবাদি ।
৬| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:১৭
নূর আলম হিরণ বলেছেন: তারমানে তো ২০২২ সালের আগে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না! তারপরেও মনে হয় সফল হলে এটাই হবে সব থেকে দ্রুত সময়ে বানানো ভ্যাকসিন।
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৩৬
শাহ আজিজ বলেছেন: তবে মস্কোর ভ্যাক্সিন রেডি কিন্তু অনেক রাষ্ট্র বলছে মস্কো চুরি করেছে । আরে ভাই মুরগি নাহয় চুরির টেস্টটা কেমন তাই কোন ?
৭| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭
রাজীব নুর বলেছেন: কানা চায় দুই চক্ষু দান।
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০১
শাহ আজিজ বলেছেন: হা হা হা
৮| ২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ১৮ মাস ব্যাপারটা ভালো লাগছে না।
২০ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৫২
শাহ আজিজ বলেছেন: তাই , আমিও ভাবছি ১৮ মাস কেন লাগবে ? হয়ত এর টেকনিক্যাল কিছু দিক আছে । তাছাড়া যারা পুশ করবে তাদেরও প্রস্তুতির ব্যাপার আছে । হয়ত তারা একটা টিম সারা দেশে ঘুরবে ।
৯| ২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১২
নুরুলইসলা০৬০৪ বলেছেন: খুশির সাথে দুশ্চিন্তার বিষয়ও আছে।তৃতীয় বিশ্বের দেশগুলোই গিনিপিগ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩২
শাহ আজিজ বলেছেন: এরকম উজ্জ্বল সুযোগ চীনারা আর কোথাও পাবেনা । আমেরিকা লেগে আছে নানা বিষয় নিয়ে চীনের পেছনে । চীন বাংলাদেশে ট্রায়াল সাক্সেসফুল হলে অন্য জায়গায় সুযোগ নেবে । সারাটা পৃথিবী একটা ভ্যাক্সিন বাজার । তবে সবাই সবার কাছ থেকে নেবে না কারন করোনাতে বিশ্বাস হারিয়েছে সবাই ।
১০| ২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১৩
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এত দেরি হলে চীনের আরও অনেক প্রতিদ্বন্দ্বী এসে যাবে মার্কেটে।
২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:২৮
শাহ আজিজ বলেছেন: আগস্টেই দেখুন হালুম করে কয়টা আসে ।
১১| ২০ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
শেরজা তপন বলেছেন: ভ্যাক্সিনের আসা বাদ - করোনা হয়ে গেলেই বাঁচি! সব শেষ হয়ে গেলে শুধু প্রানটা নিয়ে কি করব?
২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৫
শাহ আজিজ বলেছেন: হ্যা ওটা অনেক সুস্থ মানুষের আশা এবং তাদের অজান্তেই ব্যাপারটা ঘটে গেছে ।
১২| ২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৩০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সময়টা অনেক দির্ঘ, তবুও আশাবাদী।
২০ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: অক্সফোরড বলছে তাদের ভ্যাক্সিন বেস্ট । আমি দেখছি ভ্যাক্সিনের ব্যাপারটা প্রায় মলম বেচার স্টেজে চলে যাচ্ছে । সবাই ব্যাবসা চাইছে ।
©somewhere in net ltd.
১| ২০ শে জুলাই, ২০২০ দুপুর ১:৫৩
লরুজন বলেছেন: ট্রায়ালটা দেশের গণ্যমান্য সাংসদদের দিয়ে শুরু করলে ভাল হত।