নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সন্তানের আনন্দ আমি দিয়ে যাবো। এজন্যই আমি মাঃ ঝর্না আক্তার

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪



রাজধানী ঢাকায় পল্টন এলাকার একটি মাঠে বোরকা পরিহিত এক মায়ের সন্তানের সাথে ক্রিকেট খেলার কিছু ছবি ভাইরাল হওয়ার পর তিনি বলেছেন, পুরো ঘটনায় তিনি খুব খুশি।

ঝর্ণা আক্তার: পুরো বিষয়টাতে আমাদের ফ্যামিলির সবাই খুশি। কথা বুঝছেন না? আমিও খুশি। কেন খুশি - ফুটবলার কাঞ্চন হচ্ছে আমার ভাই। ফ্যামিলিটাই ক্রীড়া জগত। আমার ছেলেটা তো মাদ্রাসায় পড়ে। ওখান থেকে আমি বিকাল চারটা বাজে নিয়ে আসি। আমি ওকে কাজী নজরুল একাডেমিতে ভর্তি করে দিয়েছি। সেদিন আমি মাঠে আগে চলে আসছিলাম। তখন বাচ্চা ইয়ামিন বলতেছে যে আম্মু তুমি ব্যাটিং করো, আমি বোলিং করি।

বিবিসি: আপনি কি এই প্রথম ব্যাট আর বল হাতে নিয়েছেন নাকি আগেও খেলেছেন?

ঝর্ণা আক্তার: না না, আমি তো বাসার নিচে সবসময় আমার বাচ্চার সাথে খেলতাম। ক্রিকেট, ব্যাডমিন্টন এগুলা খেলতাম।

বিবিসি: আপনার ছেলের সাথে খেলা ছাড়া ছোট বেলায় কি আপনি খেলেছেন?

ঝর্ণা আক্তার: আমিও তো খেলোয়াড়। আমি অ্যাথলেটিক্স খেলতাম। ধানমন্ডি ক্রীড়াতে আমার ইভেন্ট ছিল জ্যাভলিন থ্রো, হাই জাম্প, লং জাম্প। ডিসট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম।বিবিসি: পত্রিকাতে যে ছবিগুলো ছাপা হয়েছে সেখানে দেখা যাচ্ছে আপনি বল করছেন। বলের ধরনটা কী ছিল? এটা কি স্পিন, নাকি ফাস্ট বল, নাকি মিডিয়াম পেস?

ঝর্ণা আক্তার: সামনে থেকে যে বলটা মারে না আস্তে ধীরে, আমি ওই বলটা করেছিলাম। ওটাকে স্পিন বলে কিনা জানি না।

বিবিসি: আপনার ছেলে নিশ্চয়ই দেখছে যে মিডিয়া থেকে আপনার সাথে কথা বলা হচ্ছে, ছবি ছাপা হয়েছে। ওর বক্তব্য কী?

ঝর্ণা আক্তার: কী বলবো? ও আমাকে সবসময় বলতো আম্মু আমি যদি বড় ক্রিকেটার হতাম তাহলে তো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে পারতাম। এখন আমি বলতেছি দেখ আল্লাহ যদি দেখা করায় যে কোন মুহূর্তে আল্লাহ তোমাকে দেখা করায় দিতে পারে। আমারে এখন বলতেছে আম্মু এখন তো আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সামনা সামনি কথা বলতে চাই। এখন আমাকে দেখা করায়া দাও। আমাকে বলে।

বিবিসি: আপনাকে নিয়ে যেসব কথাবার্তা হচ্ছে তাতে প্রশংসাই বেশি। অনেকেই বলছেন আপনার পোশাক, আপনার শক্ত ধর্ম বিশ্বাস আপনাকে আটকে রাখেনি। ছেলেকে নিয়ে আপনি প্রকাশ্যে মাঠে ক্রিকেট খেলছেন। আবার অনেকে সমালোচনাও করছেন যে এটা কি আসলে বাংলাদেশের মাঠ যে এরকম পুরো বোরকা পরা নারী ক্রিকেট খেলছে! আপনি এটাকে কীভাবে দেখছেন?

ঝর্ণা আক্তার: যারা সমালোচনা করছে তারা আসলে ভুল করছে। এটা তো খারাপ কিছু না। তারা যদি ভুল বুঝে থাকে তাতে আমার কোন সমস্যা নাই। আমি চাইবো তাদের ভুল সংশোধন আল্লাহ যাতে করে দেয়। এটা বোঝা উচিত একজন সন্তান যখন আবদার করে তখন একটা মা কিন্তু সব ধরনের আবদার রাখতে চেষ্টা করে। আমি বোরকা পরা দেখে সন্তানের আবদার আমি রাখবো না এটা কি হয়? আমি বোরকা কেন আরো যদি ডবল ডবল বোরকা পরতে হয় তারপরও আমি সন্তানের কথা রাখবো। সন্তানের আনন্দ আমি দিয়ে যাবো। এজন্যই আমি মা।

বি বি সি থেকে

মন্তব্য ৫৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৯

রানার ব্লগ বলেছেন: আমার মা যদি এমন করে আমার সাথে প্র্যাকটিস করতো তবে আজ আমি সাবেক বাংলাদেশ টিমের কৃকেট প্লেয়ার থাকতাম। আমার দৌড় ফাস্ট ডিভিশন এসে থেমে যায় পারিবারিক অসহজগিতার কারনে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৮

শাহ আজিজ বলেছেন: চিয়ার্স আপ

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪২

নীল আকাশ বলেছেন: স্যালুট এই মা'কে। যারা তাকে বাজে মন্তব্য করেছে তারা মানসিক ভাবে বিকৃত রূচির।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯

শাহ আজিজ বলেছেন: সি পি গ্যাং ।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

সাগর শরীফ বলেছেন: কি বলব স্যার! আজকের অনেক আধুনিক সমাজ সচেতন মানুষই এটাকে ভালভাবে দেখছে না। প্ল্যানিং ফটোশুট আর জঙ্গীবাদকে প্রশ্রয় দেওয়া বিজ্ঞাপন বলছেন। নোংরা নারীবাদী প্রতিনিধিদের নোংরা মন্তব্যের কিছু ছবি কাল তুলে ধরেছিলাম। আপনি বলেছিলেন ওসব ডাস্টবিনে থুথু ফেলতে। আর এই সুন্দর বিষটাকে যারা জঙ্গীবাদী পলিসি বলছেন, তাদেরকে আপনি কি বলবেন স্যার?

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৮

শাহ আজিজ বলেছেন: সি পি গ্যাঙের মানসিক প্রতিবন্ধি । এরা বাংলাদেশ রাষ্ট্রও চায়নি কিন্তু এখন সবচে বড় বেনিফিসিয়ারি তারা । তারা যখন মত বদলায় তখন জামাত ছাড়া যাওয়ার জায়গা থাকেনা , প্রমানিত ।

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ঝর্ণা আক্তারের এই পরিষ্কার বক্তব্যের পরেও যারা ওনার সমালোচনা করবে তাদের মধ্যে কোনও সমস্যা আছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৯

শাহ আজিজ বলেছেন: হার্ট বিটে সমস্যা

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্যালুট এই মাকে,
ধন্যবাদ আপনাকে

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ছবি । মানুষের স্বাধীনতার প্রতি আমি সবচে বড় সমর্থক ।

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৫

রাজীব নুর বলেছেন: এই মাকে দেখে আরো মা উৎসাহ পাবেন। সন্তান বড় হবে আনন্দ নিয়ে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১১

শাহ আজিজ বলেছেন: তাই হোক ।

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৮

সত্যপীরবাবা বলেছেন: বাহ, এক ফোটো শ্যুটে একেবারে প্রধানমন্ত্রীর কাছে যাবার সুযোগ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১২

শাহ আজিজ বলেছেন: গেলে আমার সমস্যা নেই কোন ।

৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২১

আমি সাজিদ বলেছেন: সোশাল মিডিয়ায় ইদানীং প্রাসঙ্গিকতা ছেড়ে অপ্রাসঙ্গিক বিষয়ে বেশী আলোচনা সমালোচনা হচ্ছে। দেশে লংকা কান্ড আর সবাই বাসায় বসে সোশাল মিডিয়ায় এই নারী ও তার সন্তানের ক্রিকেট খেলার সমালোচনা করছে।

সোশাল মিডিয়ার এই বাজে দিকগুলো আমাদের দেশে বেশীই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

শাহ আজিজ বলেছেন: অন্যান্য দেশেও কম নয় । ফেসবুক , টুইটার ঝেড়ে কেশে হৈচৈ করে ।

আমি একজন মহিলার স্বাধীন বিচরনে সমর্থন দিতে এই পোস্ট দিয়েছি ।

তাছাড়া এখন বিশেষ বিষয়ে আলোচনা , সমালোচনা নিষিদ্ধ ।

৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি যে আগে খেলাধুলার সাথে জড়িত ছিলেন তা ছবিতে ওনার বডি মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৮

শাহ আজিজ বলেছেন: হ্যা, এত চমৎকার ব্যাটিং পোজ --------

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩

নেওয়াজ আলি বলেছেন: একজন সার্থক মা । স্যালুট উনাকে ।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৪

শাহ আজিজ বলেছেন: সন্তানের সহযোগী , কজন পাওয়া যাবে ?

১১| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৬

আমি সাজিদ বলেছেন: সোশাল মিডিয়ার উপকারের চেয়ে অপকারই বেশী মনে হচ্ছে আমার। সোশাল মিডিয়ার যে দরকারী ফিচার সেগুলো অন্য মাধ্যমে সহজেই নেওয়া যায়। ফেসবুকের কুফল মানুষ টের পাবে সামনে।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫

শাহ আজিজ বলেছেন: কত পরিবর্তন আসবে তখন ফেসবুক নয় ঐ মানুষগুলো হারিয়ে যাবে । ফেসবুক আমার বিদেশি শিল্পী , ডিলার বন্ধুদের মিলন মেলা । আমি উপকৃত ।

১২| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
কিন্তু বিবিসি আসল ব্যাপারটি কৌশলে এড়িয়ে গেছে।

কিন্তু এটা তো খেলা ছিল না। শূটিং করানো হয়েছে।
নারীদের বিভৎস বস্তাবন্দিত্ব প্রমট করার একটি কর্পোরেট তালেবানি বিজ্ঞাপন।
যা জানা গেছে - এটা এস ইউজুয়াল কোন ছবি নয়। কিংবা খেলছিল, কেউ একজন হঠাৎ ছবি তুলেছে। এটি সেরকম কোন ছবিও নয়।
এটা কর্পোরেট মিডিয়া গ্রুপের পূর্বপরিকল্পিত তালেবানি হিজাব মার্কেটিং। বস্তার বিজ্ঞাপন।
ইহা মামুলি মা তার ছেলের সাথে হঠাৎ ক্রিকেট খেলা নয়, সময় নিয়ে, অভিনয় শুটিং সম্মতি সাইন নিয়ে দির্ঘ সময় নিয়ে পেশাদার ফটো জার্নালিষ্ট দিয়ে শুটিং করে, এডিট করে বিজ্ঞাপনটি ডেইলি স্টারের মত ইংরেজি দৈনিকের প্রথম পাতায় ছাপানো হয়েছে। আর সবাই না বুঝেই লাফাচ্ছে। না জেনে না বুঝেই সবাই এটাকে মা ছেলের ভালোবাসার প্রতিচ্ছবি হিসেবে প্রচার করেছে। এর পিছনে যে কি ভীষণ নোংরা একটা পলিটিক্স জড়িয়ে আছে কেউ অনুধাবন করছে না।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০০

শাহ আজিজ বলেছেন: আমি এত গভীরে ভাবিনি । হিজাব , বুরকা নিজস্ব পছন্দ । মহিলা তার সন্তানকে আনন্দ দিতে ও নিতে ব্যাট ধরেছেন । মহিলাদের শরীর চর্চায় ঝর্না উদাহরন হয়ে থাকবেন ।

বাংলাদেশের মত তপ্ত আবহাওয়ায় ম্যাক্সিমাম মহিলা বুরকা পছন্দ করেন না ।

১৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০০

পদাতিক চৌধুরি বলেছেন: ঘটনার প্রথম দিন থেকে আমার মাথায় আসছিল যে না এটাকে নিয়ে এতো হৈ চৈ করার বা কি আছে। ভদ্রমহিলা হিজাব পড়ে ছেলের সঙ্গে খেলেছেন। আর সানিয়া মির্জা সটস পড়ে বছরের পর বছর খেলে যাচ্ছেন। এতে সমস্যা কোথায়? তাদের লাফালাফিতে কি সানিয়া মির্জা খেলা বন্ধ করেছেন? শুরুতে একশ্রেণীর ধর্মান্ধরা সানিয়া মির্জার মুন্ডুপাত করলেও এখন তারা বিষয়টি নিয়ে উচ্চবাচ্য করেনা।ব্লগে এ পর্যন্ত এই নিয়ে যতগুলো পোস্ট দেখেছি সবগুলোকে ছাপিয়ে গিয়ে চূড়ান্ত উস্কানিমূলক বিদ্বেষপূর্ণ একটা লেখা এই মুহূর্তে আলোচিত ব্লগে দেখে গা শিউরে উঠলো। ব্লগাররা শিক্ষিত অনুভূতিশীল, মানবিক বলেই জানতাম। অন্তত এই পোস্টটি পড়ে আমার ধারণার জলাঞ্জলি গেছে। এরা পাড়ার মোড়ের একটা দুঃস্থ বাচ্চাকে উপকার করতে পারে না কিন্তু মোহাম্মদ সামি তার মেয়েকে কেমন ড্রেস পরাবেন বা তিনি কার সঙ্গে ঘর করবেন সে সবকিছু এনাদের মর্জি মাফিক হওয়া চাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৮

শাহ আজিজ বলেছেন: হুম , জায়গামত ধরেছেন । এরা পশ্চাদপর , কুসংস্কারে আচ্ছন্ন কিন্তু ফেসবুক আগলে থাকে । ফেসবুক একজন ইহুদি জুকারবারগের সম্প্রসারন । তাতে আপত্তি নেই আবার সময়মত গালাগাল করতে দেরি করেনা । আমি এদেরই একজনকে জানি ২০১২/১৩ সালে ভীষণ প্রিয় , কয়েক লাখ ফলোয়ার , ২০১৬ তে একটা চাকুরি ম্যানেজ করতে পারেনি নুন্যতম যোগ্যতার অভাবে । এখন তারা হারিয়ে গেছে , চালাকরা জার্মানিতে গরিবি ভাতা খাচ্ছে ।

এরা সাধারন মানুষের স্বাধীনতায় বিশ্বাস করেনা এরা দেশ ও সমাজকে কি দেবে। ধিক।

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪২

ঢাবিয়ান বলেছেন: এই ঘটনাকে জঙ্গী / তালেবানী ট্যগিং করার প্রচেষ্টা অত্যন্ত নিন্দনীয় । তবে ব্যক্তিগতভাবে আমি বলব যে ছবিটা আমার ভাল লাগে নাই।সাবেক এথলেট এর বোরখা পরে মাদ্রাসায় পড়ুয়া ছেলের সাথে ক্রিকেট খেলার দৃষ্য কোন অনুপ্রেরনাদায়ক দৃষ্য নয় । যেই ফটোগ্রাফার ছবি তুলে এটাকে ভাইরাল করেছে তাকে বরং নিন্দা জানাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৩

শাহ আজিজ বলেছেন: আপনার মতামতকে শ্রদ্ধা করি ।

শ্রদ্ধা করি ঝর্ণার পোশাকি স্বাধীনতাকে । আমি আমার কন্যাকে বোরখা পরার জন্য পীড়াপীড়ি করিনা ।

১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩

একাল-সেকাল বলেছেন: প্রতিটা সমাজেই বাঁকা চোখওয়ালা একটা শ্রেণি থাকে,। ওদের নিয়েই আমাদের এইসব দিন রাত্রি

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৫

শাহ আজিজ বলেছেন: আমাদের দেশে পেইড আপ ফেসবুকার আছে । তারাই সংকট সৃষ্টি করে ।

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১০

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: বোরকা পরলেই তাকে জঙ্গি বলা, বাংলা আফগানিস্তান হয়ে যাচ্ছে, এসব হলো কিছু নাস্তিক এবং অসুস্থ মস্তিষ্কসম্পন্ন মানুষের, যারা একটা সুন্দর, পবিত্র ও শান্ত খেলার দৃশ্যকে ইস্যু বানিয়ে, নতুন নতুন কাল্পনিক গল্প তৈরি করে পরিস্থিতি উত্তপ্ত করতে চায়। একজন ইমানদার নারী সর্বদাই পর্দানশীল থাকবেন। উনি নিজের মুখেই বলছেন, সন্তানের জন্য এর চাইতে ডাবল ডাবল বোরকা পরে হলেও সন্তানের কথা তিনি রাখবেন।

ঝর্না আক্তারের বক্তব্য এবং সন্তানের সাথে এভাবে ক্রিকেট খেলায় আমি খুবই ইন্সপায়ার্ড। বিবিসির বক্তব্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ শাহ আজিজ ভাই।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৩

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৯

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: এই ঘটনা ফেসবুকে দেখেছিলাম, ভালোই লেগেছে আমার, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা কতটা গভীর তা বুঝেছি আমি।

মায়ের এমন অনুপ্রেরণা যে কোন সন্তানের জন্য সৌভাগ্যের, গতিশীল করে সন্তানের ইচ্ছে চাওয়া।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

শাহ আজিজ বলেছেন: সবাই স্বাধীনতা চায় কিন্তু দিতে চায়না । এই বাংলাভুমি কখনই বিশেষ মতবাদ , ধর্ম , পোশাকে , শাসকে নিষিক্ত হয়নি ।

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

মা.হাসান বলেছেন: এরা বাংলাদেশ রাষ্ট্রও চায়নি কিন্তু এখন সবচে বড় বেনিফিসিয়ারি তারা ।

চালাকরা জার্মানিতে গরিবি ভাতা খাচ্ছে ।

তাছাড়া এখন বিশেষ বিষয়ে আলোচনা , সমালোচনা নিষিদ্ধ ।


আসল জায়গায় হাত দিয়েছেন। দেখা যাক আপনাকেও জঙ্গি ট্যাগ লাগায় নাকি।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

শাহ আজিজ বলেছেন: হা হা হা ।

লাগাক যত পারে ।

১৯| ১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১৩

তারেক ফাহিম বলেছেন: ছবিটা যতবার সামনে আসে ততবারই ভালোলাগে।

স্যলুট এমন মায়ের জন্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:২০

শাহ আজিজ বলেছেন: এমন মা কজন আছে বাংলাদেশে ? সবাই কন্সপিরেসি খুজে পাচ্ছে ।

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: উনি নিজে যখন মাঠে খেলতেন তখন কি বোরখা পরে খেলতেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৩

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের কোন অ্যাথলেট হিজাব পরে খেলায় অংশ নেননি বলেই জানি ।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৪১

হাসান কালবৈশাখী বলেছেন:
মা তার সন্তানকে আনন্দ দিতে ও নিতে ব্যাট ধরেছে্ন?
না। মোটেই তা না।

একটি বড় মিডিয়া হাউসের ইচ্ছায় স্পন্সারে উনি অভিনয় করেছেন। অসুভ উদ্দেস্যে নেশানওয়াইড তালেবানি প্রচারনা।
এটি নর্মান খেলা হলে আমার কোন সমস্যা ছিলনা। এটি নর্মাল মা মেয়ের খেলা নয়।
বড় একটি চক্রের স্পন্সর করা অভিনয়। সফল ভাবে ৯৯% জনগনকে গেলানো সম্ভব হয়েছে।
নেশানওয়াইড তালেবানি প্রচারনা সফল।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১০

শাহ আজিজ বলেছেন: হাসান তোমার ব্যাক্তিগত অভিমতকে সন্মান জানাই । বাংলাদেশে জামাতি আর বামহাতিদের কোন প্রচেষ্টা সফল হয়নি । আমার মা জীবদ্দশায় বোরকা পরতেন কিন্তু তিনি জামাতি ছিলেন না ।

২২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ফেবু ব্লগ বা অন্যান্ন মিডিয়াতে বিপুল সহমত দেখে মনে হচ্ছে ...
শিক্ষিত বুঝদার মানুষরাও নিজেদের মগজ হারিয়ে ফেলছে। বুদ্ধি বিবেক সব হারিয়ে একটা কেন্দ্রীয় মগজের অধীনে সবাই পুতুলের মত নেচে চলেছে।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:০৬

শাহ আজিজ বলেছেন: এসব একান্তই ব্যাক্তিগত ভালোলাগা রুচি ইত্যাদি । তালেবানি প্রচার হলে ক্রিকেটই খেলত না ।


ওকে , আমরা মগজহীন প্রজাতি । কার মগজ আছে সেই লিস্ট চাই ।

২৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ২:৫৯

তানজীল ইসলাম বলেছেন: সন্তানের আনন্দ আমি দিয়ে যাবো। এজন্যই আমি মা :)
হাজার সালাম এই সকল মায়েদের, সন্তানের সু-শিক্ষা মায়ের কাছ থেকেই আসে, শিক্ষক বা শিক্ষা অধিদপ্তর থেকে না।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৪

শাহ আজিজ বলেছেন: সহমত

২৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ ভোর ৬:৪০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

পৃথিবীর সব দেশে ক্রিকেট খেলা হয় না।
এর কারণ কি হতে পারে?

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৮

শাহ আজিজ বলেছেন: ইংলিশরা যেসব জায়গায় খেলাটি প্রমোট করেছে সেসব জায়গাতে চলছে ।

২৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৩

রাশিয়া বলেছেন: মিডিয়ার আচরণ বড়ই সন্দেহজনক। একসময় টিভিতে মুক্তিযুদ্ধের নাটক শুরু হলেই আতঙ্কে থাকতাম রাজাকার দেখতে না জানি আমার দাদার মত হয়। কিন্তু বাস্তবে যেখানে রাজাকারের ছবি ছাপা হয়েছে, সেখানে কোথাও দাড়ি টুপি দূরের কথা পাঞ্জাবিও দেখিনি।

কেবল মুক্তিযুদ্ধ নয়, সামাজিক নাটকেও ভিলেনের চরিত্রে একজন হুজুর টাইপ লোক দেখা যেত, যে কিনা পরনারীদের দিকে লোভী কুকুরের মত তাকিয়ে থাকত। রাজনীতির খবরেও আমিনী বা শফি হুজুরদের নেতিবাচক কথাবার্তাই ভাইরাল হত।

আর এখন কালবৈশাখী গং এক অদ্ভুত তত্ত্ব হাজির করেছে, মিডিয়া নাকি ইসলামিক কালচারকে প্রমোট করে! সেলুকাস!

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:১৬

শাহ আজিজ বলেছেন: হাসান আমেরিকায় থাকে , এত খবর কেম্নে পায় তাই ভাবি ।

২৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৫

খায়রুল আহসান বলেছেন: অপত্য স্নেহের বশে মা সন্তানের আবদারে সাড়া দিয়েছেন, এতে তার ধর্মবিশ্বাসেরও কোন ব্যত্যয় ঘটেনি, আবার সন্তানের আব্দারও তিনি মিটিয়েছেন। এটা একটি সুন্দর দৃশ্য ও দৃষ্টান্ত।

১৬ ই সেপ্টেম্বর, ২০২০ সকাল ১০:৫২

শাহ আজিজ বলেছেন: এখানেই দুরগতিশীলরা আপত্তি করছেন ।

২৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে কে কি মন্তব্য করেছে সেটা জানতে এবং দেখতে আবার এলাম।

২৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @ ব্লগার হাসান কালবৈশাখীর গাত্রদাহ হওয়ার কারণ কী? বিকিনি পরে খেললে ওনার ভালো লাগতো? উনি কোন কর্পোরেট হাউজের এজেন্ডা বাস্তবায়ন করছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.