নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সকালের খবরে দেখছিলাম বেশ কিছু বিমান পরিত্যাক্ত অবস্থায় ঢাকা বিমান বন্দরের হ্যাঙ্গার এরিয়ায় পড়ে আছে । এগুলো আর কখনো উড়বেনা । এগুলোর জন্য টেণ্ডার ডেকেছিল সিভিল এভিয়েশন কিন্তু সাড়া মেলেনি ।এখন এগুলোকে ভাঙ্গারি হিসাবে বিক্রি করা হবে। আমি চমৎকার একটি আইডিয়া দেব । অনেকে মিলে তা করতে পারেন । এগুলোকে কায়দা করে টুকরো করে মানে যতদুর মেইন কেবিন আস্ত রাখা যায় , ডানা কেটে আলাদা করতে হবে , চাকা আলাদা করে , ক্রেন দিয়ে ৪০ ফিট ট্রেলারে উঠিয়ে পূর্বাচল সড়কের পাশে ব্যাক্তিগত বা সরকারী জমিতে রেস্টুরেন্ট বানাতে পারেন । চূড়ান্ত হলে চাকা ও ডানা ঝালাই করে আবার লাগাতে হবে । কয়েকটি প্লেন পাশাপাশি রেখে মাঝে রান্নার ব্যাবস্থা করতে হবে । নতুন বিষয় দারুন চলবে । অনেকেই সমবায় করতে চান , দেখুন এটা ট্রাই করা যায় কিনা । চট্টগ্রাম , কক্সবাজার , সিলেট এলাকায় ভাল চলবে এই রেস্টুরেন্ট । জোয়ারসাহারা নতুন গড়ে ওঠা এলাকা , সেখানেও হতে পারে , হতে পারে আশুলিয়া এলাকায় । এটি জমজমাট ব্যাবসা হবে কিন্তু । খেতে নয় শুধু দেখতে যাবে যাবে প্রচুর লোক । এই দেখতে যাওয়া লোকেদের জন্য পাশেই সস্তার ইকনমি খাবার থাকবে , থাকবে বেঞ্চ আর টেবিল । ভেবে দেখুন ভাঙ্গারি কিনে আন্তর্জাতিক মানের ব্যাবসা করবেন কিনা ।
২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৬
শাহ আজিজ বলেছেন: দেখি আইডিয়া বিতরন কতটুকু সাক্সেসফুল হয় ।
২| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পূর্বচলে এগুলোকে রেস্টুরেন্ট বানালে জব্বর চলবে।
২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০২
শাহ আজিজ বলেছেন: আমার আইডিয়াও সেরকম ।
৩| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:১৪
জুন বলেছেন: থাইল্যান্ডে দেখেছি। কিন্ত এই পেনডেমিকের সময় এই আইডিয়া চলবে বলে মনে হয় না। কারণ এখানে স্যোশাল ডিস্টেন্স মেইন্টেন করা সম্ভব হবে কি?
২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০১
শাহ আজিজ বলেছেন: আপাতত কাজ শুরু করলে ৬ মাসের উপরে লাগবে সম্পন্ন হতে ।
৪| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯
রাজীব নুর বলেছেন: আপনার আইডিয়া সুন্দর।
২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১৩
শাহ আজিজ বলেছেন: থানক্স
৫| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫২
নেওয়াজ আলি বলেছেন: টাকা পয়সা কত খরচ হবে বলে মনে করেন। চমৎকার শৌখিন ধারণটা।
২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ১:১২
শাহ আজিজ বলেছেন: আমি খরচের ব্যাপারে জানিনি কিছুই । জমি ভাড়ায় নেয়া যুক্তি যুক্ত হবে । ভাঙ্গারি দাম । অন্যান্য প্রস্তুতি ও নির্মাণ খরচ ।
৬| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:১২
জাহিদ হাসান বলেছেন: হুম
৭| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪২
সাহাদাত উদরাজী বলেছেন: অনেক বছর আগে গুলশান এলাকাতে এমন একটা রেস্টুরেন্ট ছিল, আমরা খেয়েছিলা, এখন আর সেই হোটেল্টা নেই। কোথায় গেছে বা কি হয়েছে তাও জানি না। নামটা মনে করতে পারছি না। আপনার আইডিয়া ভাল লাগলো।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০০
শাহ আজিজ বলেছেন: প্লেন দিয়ে ? আমি দেখিনি বা শুনিনি ।
৮| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৬
করুণাধারা বলেছেন: আমার অনেক দিনের ইচ্ছা ছিল সস্তায় একটা বিমান কিনতে পারলে সেটাকে থাকার জন্য বাড়ি করতাম। প্ল্যান পাশ, নির্মাণের ঝামেলা নেই, একটু রিনোভেট করলেই থাকা যেত অন্যরকম বাড়িতে...
এখন অবশ্য সেই ইচ্ছা চলে গেছে। তবে আপনার আইডিয়া ভালো লাগলো।
২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৯
শাহ আজিজ বলেছেন: একান্ত না হলে মেস হিসাবে ভাড়া দেওয়া যাবে ।
ইনোভেটিভ যা কিছুই হোক ক্ষমতাবানদের ভাগ না দিয়ে চালানো যাবে না ।
৯| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৯
জাহিদ হাসান বলেছেন: বিমান?
কত টাকা দাম হইতে পারে এর? কোন আইডিয়া নাই।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:২৩
শাহ আজিজ বলেছেন: ভাঙ্গারি হিসাবে কে জি দরে বিক্রি হবে ।
১০| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:৩০
জাহিদ হাসান বলেছেন: শুনেছি মরা হাতিও নাকি লাখ টাকা । সে হিসেবে ভাঙ্গারি হলেও বিমান কোটি টাকা হইতে পারে।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৩
শাহ আজিজ বলেছেন: আসলে হবে টেণ্ডার । মুল ভাঙ্গারিওয়ালাগো কানে কানে কইতে হইব লইয়েন না , পুরা লস । শুধু প্লেনের শিট বিক্রি হবে লোহালক্কড়ের দামে । একান্ত কিছু না করা গেলে মেস হিসাবে ভাড়া চলবে ।
১১| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:০০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কুয়ালালামপুর শহরে এই রকম একটা রেস্টুরেন্ট করা হয়েছিল। কিন্তু তেমন কোনো গ্রাহক আসেনি । ফলে সেটা বন্ধ হয়ে গেছে।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৪
শাহ আজিজ বলেছেন: তাই নাকি ?
১২| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৩
আমি সাজিদ বলেছেন: সামনের দুই আড়াই বছর এ ধরনের পরিকল্পনা করতে বিশাল ঝুঁকি নিতে হবে। হয় ছক্কা নাহয় আউট।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৫
শাহ আজিজ বলেছেন: ঝুকি নিতে হবে ।
১৩| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:১৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের পর্যটন এলাকা বুকিত বিনতাং এ এই রেস্টুরেন্টটা স্থাপন করার আগে এখানকার গণমাধ্যমে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেয়া হতো ।
সে রকম একটি বিজ্ঞাপনের ভিডিও এখানে দেয়া হচ্ছে । দেখুন।
১৪| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৪:২৯
শায়মা বলেছেন: ঢাকাতেও এমন একটি রেস্টুরেন্ট ছিলো ওয়ান্ডারল্যান্ডে।
এখন আর নেই।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৫
শাহ আজিজ বলেছেন: এখন মানুষের রুচি বদলেছে , টাকা আছে খরচ করার ।
১৫| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯
পদ্মপুকুর বলেছেন: লেখাটা কেউ একজন প্রিয়তে নিয়েছেন, তিনি হয়তো আপনার আইডিয়া ইমপ্লিমেন্টেশন করতে চান।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৮
শাহ আজিজ বলেছেন: দেখা যাক । একান্ত না হইলে মেস হিসেবে ভাড়া দেওয়া যাবে । কেউ জিজ্ঞাসা করলে বলবে প্লেনে ঘুমাই ভাই , প্লেন আমার ঘর দুয়ার ।
১৬| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬
শায়মা বলেছেন: ১৫. ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৯০
পদ্ম পুকুর বলেছেন: লেখাটা কেউ একজন প্রিয়তে নিয়েছেন, তিনি হয়তো আপনার আইডিয়া ইমপ্লিমেন্টেশন করতে চান।
নিশ্চয়ই করুণাধারা আপু। আপু বিমানে বাড়ি বানাবে তারপর ডাইনিং টেবিল সাজিয়ে আমাদেরকে দাওয়াৎ দেবে।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০
শাহ আজিজ বলেছেন: ওয়াও , আমি আছি করুনার সাথে । আহা কি মজা দাওয়াত খামু ----------------
১৭| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন ভালো চলবে; বাচ্চারা ও মহিলারা যারা বিমানে চড়েননি, তারা কমপক্ষে ১ বার হলেও যাবেন।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭
শাহ আজিজ বলেছেন: ভাল পয়েন্ট । আমিও জানি অনেকে আসবেন যারা প্লেনে ওঠেনি কখনো । ইতালি , সৌদি হতে আসা লোকেরা তাদের আণ্ডা গণ্ডা নিয়ে আসবে প্লেনের সুখ মেটাতে ।
১৮| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৩
জাহিদ হাসান বলেছেন: আমি ব্লগ থেকে অবসর নিচ্ছি। ভালো থাকবেন। আর হয়তো কথা হবে না। অনেক দুষ্টুমি করেছি ব্লগে। ক্ষমা কইরেন। জয় বাংলা। আল্লাহ হাফেজ।
২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৪
শাহ আজিজ বলেছেন: কেন ? কি বিষয় ? চাপের মুখে ---------------------------
১৯| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৪
চাঁদগাজী বলেছেন:
সমবায়ের উদ্দশ্য, সন্মিলিতভাবে ভালো থাকার জন্য অর্থনৈতিক ও ফাইন্যানসিয়ালে অংশ গ্রহন, ব্যবসা তার একাংশ; হঠাৎ করে আসা সুযোগ গ্রহনের জন্য সমবায় করা সম্ভব নয়, ইহা বরং পার্টারশীপ কোম্পানীর প্রজেক্ট।
২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
শাহ আজিজ বলেছেন: এনিথিং , কিছুতো হোক ।
২০| ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৫৫
শায়মা বলেছেন: ১৭. ২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৯০
চাঁদগাজী বলেছেন:
কিছুদিন ভালো চলবে; বাচ্চারা ও মহিলারা যারা বিমানে চড়েননি, তারা কমপক্ষে ১ বার হলেও যাবেন।
২১ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:২৭০
লেখক বলেছেন: ভাল পয়েন্ট । আমিও জানি অনেকে আসবেন যারা প্লেনে ওঠেনি কখনো । ইতালি , সৌদি হতে আসা লোকেরা তাদের আণ্ডা গণ্ডা নিয়ে আসবে প্লেনের সুখ মেটাতে ।
নো প্রবলেম। কিছুদিন পর প্লেনটাকে সাটল ট্রেিনের রুপ দেওয়া যাবে ভেঙ্গেচুরে। এভরি আফটার ১ ইয়ার নতুন চেহারা। রিক্সা পর্যন্ত বানিয়ে তারপর ছাড়া হবে। ব্যাবসা না হয়ে যাবে কই?
২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৮
শাহ আজিজ বলেছেন: হবে হবে । পূর্বাচলের দিকে প্রচুর মানুষ ঘুরতে যায় গাড়ি নিয়ে । উবারে বসে শুনছি ড্রাইভারের ফোনালাপ - কাল পূর্বাচলে ট্রিপ নিয়ে । সে বলল মাঝে মধ্যেই এরকম ট্রিপ নিতে হয় । অথচ পূর্বাচলে পর্যটনের কোন আওয়াজ নেই । এইসব পর্যটনে আলাদা মাত্রা যোগ করবে । আমাদের পর্যটন ঠিকাদারি দরকার , আমি উপদেশ দিতে পারব।
২১| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০১
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,
বুদ্ধিটা একদম খারাপ নয়। যদিও বাইরের পৃথিবীতে এরকম অনেক রেষ্টুরেন্টের দেখা পাওয়া যায়। তার দু'একটির নমুনা দিলুম।
এমনটা হলে খারাপ হতোনা। নতুনত্ব থাকতো, থাকতো চমকও।
সমবায়ের কথা বলেছেন । আমাদের সহব্লগার চাঁদগাজী যদিও একটি মন্তব্য করেছেন কিন্তু তা তার "সমবায়" নিয়ে ব্লগে অনেক কথা বলার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি। সমবায়ের ব্যাপারে তার একটা মতামত দরকার ছিলো।
নিউজিল্যান্ডের তাউপো শহরে অভিনব "ম্যাকডোনাল্ডস"
ঘানার আক্রায় নান্দনিক একটি রেষ্টুরেন্ট।
২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২১
শাহ আজিজ বলেছেন: হ্যা আমিও জানি ।
চীন ৯০ সালের দিকে ইউক্রেন থেকে বিশাল সাবমেরিন কিনল । প্রতিবেশিরা অভিযোগ করল । চীন সাংহাইতে এটাকে কিঞ্চিত ভাসিয়ে বিশাল ডিস্কো , নাইট ক্লাব , সাওনা , বার , রেস্টুরেন্ট করল নিচের ৩/৪ টি ফ্লোরে পানির নিচে । মানুষ ভেঙ্গে পড়ল । কয়েকটি সাবমেরিনের দাম উঠে গেল ৯৮ সাল নাগাদ । এভাবেই ব্যাবসার বিস্তৃতি ঘটাতে হয় । ভাসান চরে রোহিঙ্গা যেতে চাইছে না ? নো প্রব্লেম । আমরা ওটাকে ক্যাসিনো সিটি বানাবো । পানীয় , পতিতা , জুয়া , সব থাকবে । সম্রাটকে জামিনে বের করে ক্যাসিনো চালানোর সুযোগ করে দিতে হবে । যে টাকা কলকাতা , ব্যাঙ্ককে খরচ করছে তা দেশেই করুক ।
২২| ২১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৭
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ ,
প্রতিমন্তব্যের শেষে চমৎকার হিউমার করলেও বাস্তবিক সেটা হলে কিন্তু খারাপ হতোনা। দেশের প্রবৃদ্ধি বাড়তো, দেশের পয়সা দেশেই থাকতো, কর্মসংস্থান হতো, টুরিষ্ট উপচে পড়ে নেতানো পর্যটনকে শাহী-হালুয়া খাইয়ে শক্তভাবে দাঁড় করাতে পারতো..............
২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৭
শাহ আজিজ বলেছেন: আমার কাছে ট্যুরিজম বিষয়ে সবচে বেশি অনাগ্রহ সরকারকে মনে হয়েছে । আমি ২০০৮ সালে বিদেশি টুরিস্ট নিয়ে পুরো বাংলাদেশ ঘুরেছি । পর্যটনের গুদাম ঘর যাকে মোটেল বলা হয় থেকেছি । এটা প্রমোট করতে কেন এই অনাগ্রহ জানতে পারিনি । এই যে বিমান রেস্টুরেন্ট বললাম এটাও লোকাল ট্যুরিজমের অংশ ।
২৩| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ৮:০৭
মা.হাসান বলেছেন: আমার জানা মতে বাংলাদেশে এরকম একটা রেস্তোরা করা হয়েছিলো, চলে নি (নামটা মনে হয় ককপিট ছিলো, ভুল হতে পারে)। ভারতে এই থিমের কয়েকটা রেস্তোরা আছে।
বাংলাদেশে বড় সমস্যা লোকেশন। একটা বিমান রাখার জন্য অনেক বড় জায়গা দরকার। ঢাকায় জায়গা পাওয়া মুশকিল। ঢাকার বাইরে ব্যবসা করা কঠিন।
তবে এই বিষয়ে সহমত- ভাষানচর, ঠেঙার চর ইত্যাদি জায়গায় বাংলাদেশ ম্যাকাও এর মতো ক্যাসিনো গড়ে তুলতে পারে। পাপিয়া- সম্রাট এদের হাতে ইজারা দিতে পারে। কাজ করার জন্য রোহিঙ্গারা আছে। ওখানে ভালো ব্যবসা হতে পারে।
২১ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১৬
শাহ আজিজ বলেছেন: এখন মানুষ (করোনাকাল বাদে) বিনোদনমুখী , আমার বিশ্বাস , যা দেখি চারপাশে ।
বিমান রাখার জন্য রাস্তার দুপাশে সরকারী জায়গা অনেক । কলমের খোচা খেলে জমি বেরিয়ে আসবে । কে এই লম্বা প্রসেস করে শিল্প গঠন করবে । ক্যাসিনো করলেও খরচ করার জন্য বাড়তি আয় থাকতে হবে । সবজি খরচ এত বেশি যে আনন্দ করতে ইচ্ছা হয় না । পেয়াজয়ালা , আলু ওয়ালা , ধান চালের দালালদের ধরতে পারে সরকার যে বেটা বাড়তি আয় খরচ কর ভাসানটেকে । যাক তবুও আমাদের টাকা সহিভাবে খরচ করবে বাজারিরা ।
২৪| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১২
শায়মা বলেছেন: ভাইয়া তোমার আর জি এস ভাইয়ার আর মা হাসানভাইয়ার কমেন্ট পড়ে হাসতে হাসতে মরেছি। তবুও আসলেই সেটাই মন্দের ভালো। ভালো মানে খুবই ভালো হবে। সম্রাট পাপিয়ারাও মহানন্দে কাজ করার সুযোগ পাবে যার যার প্রিয় কাজ। হা হা রোহিঙ্গাদের কি হবে জানিনা অবশ্য। হা হা
২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৪
শাহ আজিজ বলেছেন: রোহিঙ্গারা এখন আরব আর পাক দের ঘুটি । একটা অস্থিতিশীল পরিস্থিতির দিকে এগুচ্ছে দেশ ।
২৫| ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১১:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ব্লগাররা সমবায় করে একটা চালু করতে পারে।ভাল আইডিয়া।
২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০১
শাহ আজিজ বলেছেন: তাই ভাবছি ।
২৬| ২২ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:৪৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার আইডিয়াটা বাস্তবায়িত হোক এই কামনা করি। তানাহলে বিমান ও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বিমানগুলো ভাঙারীকে দিয়ে কটকটি খাবে।
২২ শে অক্টোবর, ২০২০ সকাল ১১:০২
শাহ আজিজ বলেছেন: হা হা , ধন্যবাদ ।
২৭| ২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আইডিয়া ভালো, কেউ হয়তো ঠিকই কাজে লাগিয়ে ফেলবে। তবে সমবায়ে হবে না।
২২ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৪৩
শাহ আজিজ বলেছেন: কেউ না কেউ লাগিয়ে ফেললে খুশি হব । আগে সফল হয়নি বলে এখন হবে না এমন কোথায় আমি বিশ্বাস করি না । বাঙ্গালিদের মধ্যে পার্টনারশিপ হয়না মেরে কেটে খাব এই মানসিকতার জন্য ।
২৮| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮
আমি তুমি আমরা বলেছেন: ইনভেস্টম্যান্ট উঠে আসবে বলে মনে হয় না।
২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১২
শাহ আজিজ বলেছেন: উপযুক্ত জায়গায় করলে চলবে । এই জায়গা একটা বড় সমস্যা । স্পটে যাতায়াত ব্যাবস্থা না থাকলে গাড়ি ছাড়া মানুষেরা যেতে পারবে না । ট্যুর বিষয়ে কোন সরকারী পদক্ষেপ দেখিনি । ট্যুরিজম , বিমান , এয়ারপোর্ট বিদেশিদের চুক্তিতে দেয়া উচিত ।
২৯| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৬
আমি তুমি আমরা বলেছেন: ট্যুরিজম , বিমান , এয়ারপোর্ট বিদেশিদের চুক্তিতে দেয়া উচিত ।
একমত নই। বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থল্বন্দর-এগুলো সরাসরি দেশের সার্বভৌমত্ব আর অর্থনীতিতে অবদান রাখে। এগুলো বিদেশি দূরে থাক, বেসরকারী ব্যবস্থাপনায়ও যাওয়া উচিত নয়।
২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫৫
শাহ আজিজ বলেছেন: আমার বাস্তব অভিজ্ঞতা আছে বলেই লিখেছি । ৫ বছরের চুক্তি দিলে আমাদের রাজস্ব আয় বাড়বে ১০০ গুন । বিমান দাড়িয়ে যাবে । তুরিজমে নতুন আইডিয়া দেবে । এয়ারপোর্টে চুরি বন্ধ হবে , কাস্টমস আর ঘুষ খেতে পারবে না । এরপর একটা ক্লিন প্রাকটিস রান করলে কেউ তা ঘোরাতে পারবে না।
©somewhere in net ltd.
১| ২১ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:৫৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাল আইডিয়া
+++