নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাপানের নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন ফুকুশিমার ১২ লাখ টন আনবিক তেজস্ক্রিয় পানি সমুদ্রে ফেলে দেওয়া হবে । ২০১১ সালে এক ভুমিকম্প জনিত সুনামিতে ফুকুশিমা আনবিক বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে সমুদ্রের পানি ঢুকে যায় । এতদিন জাপান ওই পানি পরিশোধন করে আলাদা ট্যাঙ্কে জমা করেছে । দুর্ঘটনার পর বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয় । আনবিক তেজস্ক্রিয় জঞ্জাল সমুদ্রে মিশে গেলে তাতে জাপান সহ প্রতিবেশী দেশগুলোর মাছ , সামুদ্রিক সম্পদে মারাত্মক প্রভাব ফেলে। জাপানি জেলেরা প্রচণ্ড ক্ষতির সন্মুখিন হয়। জাপান যাতে ওই দুষিত পানি ফেলে দিতে না পারে এজন্য আন্তর্জাতিক সংস্থাগুলো জাপানকে চাপের মুখে রেখেছিল । পানি পরিশোধন করা হলেও তাতে radioactive tritium রয়ে যাচ্ছিল বলে পানি নিরাপদ সংগ্রহে রাখা হচ্ছিল । নতুন প্রধানমন্ত্রীর ঘোষণায় পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছে সবাই। চেরনোবিলের পর এতবড় দুর্ঘটনা আর ঘটেনি । ফুকুশিমার ওই পারমানবিক প্রকল্প এলাকা সাফ করে ফেলবার জন্য সরকারের চাপে টোকিও ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ২০০ বিলিয়ন ডলার খরচ করেছে । পরিশোধিত পানি রাখার আর কোন জায়গা নেই । এখন সমুদ্রই একমাত্র গতি । বেশ কজন নোবেল পুরস্কার জয়ী এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন । এখন অপেক্ষা জাপান ওই দুষিত পানি নিয়ে কি করে ।
সুত্র - Forbes
২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৯
শাহ আজিজ বলেছেন: ভয়াবহ ব্যাপার হবে ।
২| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৫
নূর আলম হিরণ বলেছেন: বিকল্প অন্য কোন উপায় বের করা উচিত।
২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১৮
শাহ আজিজ বলেছেন: বিকল্প আর কিই বা হতে পারে ? রোহিঙ্গাদের দান করে দেয়া যায় ।
৩| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২১
নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিকল্প কোন ব্যবস্থা না থাকলে মন্দের ভাল নিজ এলাকায় ফেলবে।আমেরিকাতো ফেলে যায় অন্যের এলাকায়।
২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯
শাহ আজিজ বলেছেন: আগের সুনামির বর্জ্য প্রশান্ত মহাসাগরের দ্বীপ গুলোয় পৌঁছে গিয়েছিল এক মাস বাদে । এবার সবাই হুশিয়ার ।
৪| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫১
চাঁদগাজী বলেছেন:
জাপান যদি ইহার রাহা করতে না পারে, ধরতে হবে যে, সভ্যতা সমস্যার সন্মুখে।
ওরা এটা করবে না, জাপানীরা নাগরিকেরা এটা করতে দেবে না; রিসাইকেল করার পথ বের করবে।
২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৫৫
শাহ আজিজ বলেছেন: সুপার রিসাইকেলেও কাজ দিচ্ছে না দাদা । আরেকটা বড় ভুমিকম্প হলে এমনিতেই সাগরে যাবে।
সভ্যতা সত্যিই সংকটের মুখে যাচ্ছে ।
৫| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:১৫
চাঁদগাজী বলেছেন:
এই পানিকে সমুদ্রে ভাসমান ট্যাংকে সংরক্ষণ করার দরকার, যাতে ভুমিকম্প নাগাল পায় না।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৭
শাহ আজিজ বলেছেন: ভাল আইডিয়া । সিলড কন্টেইনারে কোন দ্বীপে মজুদ করলেই নিরাপদ ।
৬| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২২
নেওয়াজ আলি বলেছেন: এইটা বড় অসভ্য কাজ হবে
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:২৮
শাহ আজিজ বলেছেন: সহমত ।
৭| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩১
কলাবাগান১ বলেছেন: "Most of the radioactive isotopes have been removed using a complex filtration process. But one isotope, tritium, cannot be removed so the water has been stored in huge tanks which will fill up by 2022"
ডাম্প করার আগে tritium কে আবার ৪০ ভাগ ডাইলুইট করা হবে যাতে নেগলিজিবল রেডিয়েশন থাকে। আর ডাম্প করা হবে ৩০ বছর লাগিয়ে
tritium অন্যান্য রেডিওএক্টিভ মলিকুলের মত এত শক্তিশালী নয়...। গ্লো ইন দ্যা ডার্ক সাইনবোর্ড, খেলনাতে এটা ইউজ হয় (যেহেতু বিদ্যুত লাগে না)
"the water would quickly be diluted in the vastness of the Pacific Ocean, and that tritium poses a low risk to human and animal health."
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৩৯
শাহ আজিজ বলেছেন: আমি পুরো রিপোর্ট পড়েছি । বিজ্ঞ সকলেই এর বিপরীতে । ধন্যবাদ বিস্তারিত বয়ানের জন্য ।
দীর্ঘ সময় যদি কোন মনুষ্যহীন দ্বীপে রাখা হয় তাহলে তেজস্ক্রিয়া কি নিউটরাল হতে পারে ? বিশাল প্যাসিফিকে অল্প করে ফেললে এটা ঝুকি তৈরি করবেনা এটাও আমি বুঝি । পানির নিজের পরিশোধন ক্ষমতা আছে ।
৮| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫০
জুন বলেছেন: দ্বিতীয় মহাযুদ্ধের পর বর্তমান জাপানিরা অনেক আধুনিক, অনেক শিক্ষিত কিন্ত অনেক কিছু করে যা মানুষের জন্য প্রকৃতির জন্য ক্ষতিকর।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:০৬
শাহ আজিজ বলেছেন: সমুদ্রের পাড় দিয়ে প্ল্যান্ট করাই উচিত হয়নি । সুনামি , ভুমিকম্পপ্রবন এলাকায় আরও সতর্ক হওয়া দরকার ছিল ।
৯| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:২৬
কলাবাগান১ বলেছেন: সমুদ্রের পাড়ে কেন নিউক্লিয়ার প্ল্যান্ট বানানো হয় সেটা জানতে এখানে দেখুন
Why Nuclear plants are built near coast
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪২
শাহ আজিজ বলেছেন: Direct cooling: if the plant is situated next to a large waterbody, water is run through the condensers and then discharged back a few degrees warmer.
Indirect cooling: when no seas, rivers or lake are around, cooling may be done by passing the steam through the condenser and then using a cooling tower, which creates a directional air flow and maximises air contact with the falling water droplets. An on-site pond or canal may be sufficient for cooling the water.
Dry cooling: some power plants can be cooled by air alone.
এই কুলিংএর ব্যাপার আমি জানি কিন্তু তার জন্য শক্ত ভিত আর স্থাপনা থাকতে হবে । পানির ওয়েভ এত বেশি ছিল যে কোন বাধা আর কাজে দেয়নি ।
১০| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩০
জুন বলেছেন: সাগরের পাড়ে ইচ্ছে করেই বানিয়েছিল আর ভেবেছিলো অল্প স্বল্প বর্জ্য হবে যা চুপি চুপি সাগরে ফেলে দিলে কেউ টের পাবে না
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: উপরে দিয়েছি জবাব ।
১১| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৩৭
আকন বিডি বলেছেন: বাংলাদেশে এনার্জি ড্রিংস হিসাবে পাঠাতে বলেন, সেই রকম চলবে।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৪৪
শাহ আজিজ বলেছেন: কাফন আর কবর রেডি থাকতে হবে ।
১২| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ৯:৫১
আকন বিডি বলেছেন: তাহলেতো আরো ভালো, মেইড ইন জাপানিজ ড্রিংকিং এনার্জির হেবি এনার্জি, খাইলেই অক্ক। জাস্ট কিডিং স্যার।
সমুদ্র সাধারনত সব দ্রব্য হজম করে তাই হয়তো এই দিকে নজর দিছে।
তবে এর ফলে বাস্তুসংস্থানের উপর প্রভাব পরবে। তার ফলে খাদ্য চক্রে বিশাল ধাক্কা আসবে। সামুদ্রিক প্রাণী, আগাছার জেনেটিক পরিবর্তন খুব একটা ভালো কিছু নিয়ে আসবে না।
২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১০:২৮
শাহ আজিজ বলেছেন: ফুকুশিমা দুর্ঘটনার পর থেকে সাউথ কোরিয়া জাপান থেকে প্রায় সব পন্য আমদানি নিষিদ্ধ করেছিল । জাপানের জেলেরা সবচে বেশি ক্ষতির মুখে পড়েছিল । সাগরের পানির অদ্ভুত ক্ষমতা আছে পরিশোধনের ।
১৩| ২৩ শে অক্টোবর, ২০২০ রাত ১১:১৬
রাজীব নুর বলেছেন: হায় হায়---
এই কাজ করলে পুরো বিশ্বের ক্ষতি হবে।
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:১৫
শাহ আজিজ বলেছেন: দেখা যাক কি হয় ।
১৪| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ১:১৬
অনল চৌধুরী বলেছেন: বাস্পে পরিণত করা যায়?
২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ৯:১৪
শাহ আজিজ বলেছেন: জাপানের দুঁদে বিজ্ঞানীরা সব ভেবে করছেন । তারপর আনবিক সংস্থাগুলোতো আছেই ।
১৫| ২৪ শে অক্টোবর, ২০২০ সকাল ৭:৩০
মরুর ধুলি বলেছেন: সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত আসুক, সেই প্রত্যাশা করি।
১৬| ২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: দেখা যাক কি হয় ।
আগেই তো আমাদের সাবধান হতে হবে।
২৪ শে অক্টোবর, ২০২০ দুপুর ১২:৫৮
শাহ আজিজ বলেছেন: জাপান থেকে বঙ্গোপসাগরে পানি আসেনা ।
১৭| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: জাপান থেকে বঙ্গোপসাগরে পানি আসেনা ।
সব নদী সমুদ্র সবার সাথে সবার যোগাযোগ আছে। ভাইরাস যেমন এক দেশ থেকে আরেক দেশে ছড়িয়ে যায়। তেমনি পারমানবিক বর্জ্য মেশানো পানিও অবশ্যই ছড়িয়ে যাবে।
২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২৭
শাহ আজিজ বলেছেন: সমুদ্রের পানির চলাচল সম্পর্কে ধারনা আছে ? একেকটা এলাকা জুড়ে পানির স্রোত এবং বাতাস আবর্তিত হয় । তাছাড়া পানির নিজের শোধন ক্ষমতা আছে । কিন্তু তার আগেই অনেক সামুদ্রিক প্রানি মারা যাবে , এলাকার উপর প্রভাব পড়বে । করোনা ভাইরাস মানুষের শরীরে করে বিমানের চলাচলের মাধ্যমে ছড়িয়েছে । পারমানবিক বর্জ্য ভাইরাস নয় ।
১৮| ২৪ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২৭
আমি তুমি আমরা বলেছেন: ৭ নং মন্তব্য পড়ে মনে হচ্ছে তেমন কোন ক্ষতি হবে না। তবে তেজস্ক্রিয়তা এমন জিনিস শত বছর পরেও যার ট্রেস থেকে যায়।
১৯| ২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
আতঙ্কজনক।
তবে কলাবাগান১ এর কথায় কিছুটা ভরসা মিলছে। কিন্তু সমুদ্রের পাড়ে কেন নিউক্লিয়ার প্ল্যান্ট বানানো হয়, এটা শুনে রূপগঞ্জ পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের কথা মনে পড়লো । এটা কোনো বিশাল জলরাশির কাছে নয়। কি হবে তখন ?
২৪ শে অক্টোবর, ২০২০ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: কুলিং টাওয়ার এর জন্য পানি দরকার এবং ওই পানি বেরিয়ে আবার সাগর বা নদীতে ফেরত যায় । রামপাল বিদ্যুৎ কেন্দ্র খাল পাড়ে তবে বেশ স্রোত যুক্ত । রুপগঞ্জ এর প্ল্যান্ট এর কাছে কি নদী নেই ?
২০| ২৬ শে অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩৯
সাড়ে চুয়াত্তর বলেছেন: এখন পাহারা দিচ্ছে কে? গোপনে আগে ফেলে নাই তো?
২৬ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১২
শাহ আজিজ বলেছেন: কড়া পাহারায় আছে ।
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এটা খুবই খারাপ কাজ হবে।