নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ট্র্যাম্পের তামাশার জবাব হল জর্জিয়ায় ভোট গুনে কোন অনিয়ম পাওয়া যায়নি , বাইডেন জিতেছে ।
আজ খুব হতাশা আর অপমানিত মুখ নিয়ে বাইডেন বললেন আমেরিকার উপর বিশ্বের আস্থা নষ্ট হয়ে গেল ।
জর্জিয়ার ঐতিহাসিক প্রথম রাজ্যজুড়ে নিরীক্ষা পুনরায় নিশ্চিত করেছে যে রাজ্যের নতুন সুরক্ষিত কাগজ ব্যালট ভোটদান পদ্ধতি সঠিকভাবে গণনা করেছে এবং ফলাফলের প্রতিবেদন দিয়েছে। এর কৃতিত্ব আমাদের কাউন্টি ও স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের। তাঁরা স্বল্প সময়ের মধ্যেই এ বিশাল কাজ শেষ করে ফেলেছেন।
জর্জিয়াতে মোট ইলেক্টোরাল কলেজ ভোটের সংখ্যা ১৬। সিএনএনের খবরে বলা হয়, জর্জিয়ায় বাইডেন ১৬টি ইলেক্টোরাল ভোট পেলেন। এ নিয়ে তাঁর ইলেক্টোরাল ভোটের সংখ্যা দাঁড়াল ৩০৬। আর ট্রাম্পের ইলেক্টোরাল ভোট ২৩২। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হতে কোনো প্রার্থীর ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোটের দরকার হয়। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ভর করে মোট ৫৩৮ জন ‘ইলেক্টর’ বা নির্বাচকের ভোটের ওপর। প্রতিটি রাজ্যের জনসংখ্যার ভিত্তিতে এসব নির্বাচকের সংখ্যা নির্ধারিত থাকে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, জর্জিয়া অঙ্গরাজ্যের রিপাবলিকান শিবির আক্ষরিক অর্থেই দ্বিধাবিভক্ত হয়ে আছে। দলের নেতাদের মধ্যে বিভাজনের রেখা সুস্পষ্ট। এই বিভাজনের কেন্দ্রে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর প্রতি রিপাবলিকানদের নিবেদন কোন মাত্রার হবে, তা নিয়েই এখন দলটির মধ্যে মূল দ্বন্দ্ব।
নির্বাচনের ফল চুরি করা হয়েছে মর্মে ট্রাম্প যে দাবি করে যাচ্ছেন, তাকে সমর্থন দেওয়া-না দেওয়া নিয়ে এই দ্বন্দ্ব আরও প্রকাশ্য হয়ে উঠছে।
মার্কিন জনগণকে বিভক্ত করে নষ্ট স্বভাবে ঠেলে দিল ডোনালড ট্র্যাম্প ।।
২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৩
শাহ আজিজ বলেছেন: নষ্ট করল একজন দালান ব্যাবসায়ি ।
২| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০০
নেওয়াজ আলি বলেছেন: হাওয়া গেল ট্রাম্প মিয়ার
২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১৪
শাহ আজিজ বলেছেন: আগেই গেছে ।
৩| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:০০
ইফতেখার ভূইয়া বলেছেন: আমেরিকা পারফেক্ট নয়, আর দশটা দেশের মতোই একটা দেশ, এখানেও দুর্নীতি, সন্ত্রাস, মিথ্যে, অন্যায় বিদ্যমান। বর্ণ আর জাতিগত সমস্যা এখানে অত্যন্ত প্রকট। এ দেশের ব্যাপারে পরিসংখ্যান (বিশেষ করে সহিংসতা, ধর্ষণ, খুন এবং অন্যান্যা অপরাধ) দেখলে অনেকেরই ঘুম হারাম হয়ে যাবে। শুধু বলবো এই দেশটাতে তুলনামূলকভাবে বিভিন্ন বিষয়ে আইনের শাসন, নাগরিক অধিকার ইত্যাদি বেশ ভালো, সেটা না থাকলে হয়তো এ দেশ বসবাসের যোগ্য থাকবে না। ব্যক্তিগতভাবে এদেশের ভবিষ্যত নিয়ে আমি কমবেশী শংকিত। দিনশেষে তবুও এই দেশকে আমি ভালোবাসি। আমেরিকা দীর্ঘজীবি হোক।
২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১:১২
শাহ আজিজ বলেছেন: আমি আমেরিকা না গেলেও জানি নিবিড় ভাবে কারন আমার মার্কিনী বন্ধু বান্ধবি , রক্তের স্বজন , বন্ধুরা সেখানে আছে যাদের জীবন যাপনে বোঝাই যায় কেমন দেশটা । তবে এবার ট্র্যাম্প একটা বিভক্তি টেনে দিয়ে গেল আমেরিকানদের মধ্যে । আমিও জানি এদেশে সংঘাত শুরু হলে তা আর বাসযোগ্য থাকবে না । অনেকেই আগাম কানাডায় চলে যাচ্ছে ।
৪| ২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:২২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এবার শয়তানটা কি বলবে?
২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৯
শাহ আজিজ বলেছেন: নির্লজ্জ এক প্রেসিডেন্ট । হোয়াইট প্যালেস কে ডার্টি প্যালেস বানিয়ে চলে যাবে ।
৫| ২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৩০
চাঁদগাজী বলেছেন:
কোন রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা হলো: ২ জন সিনেটর ও রাজ্যের কংগ্রেসানেল ডিষ্ট্রিক্ট'এর যোগফল। জর্জিয়ায় ২ জন সিনেটর ও ১৪টি কংগ্রেসানেল ডিষ্ট্রিক্ট ( সংসদীয় এলাকা )আছে; যোগফল ১৬টি ইলেকটোরাল কলেজ ভোট।
২০ শে নভেম্বর, ২০২০ বিকাল ৪:৪৭
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য ।
৬| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:০৮
আমি সাজিদ বলেছেন: ট্রাম্প ক্ষমতা ছাড়লেই নাকি ওর জেল হতে পারে?
২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:২০
শাহ আজিজ বলেছেন: শুনেছি আমেরিকান প্রাক্তন প্রেসিডেন্ট দের জেলে দেবার আইন নেই ।
৭| ২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৪৬
খায়রুল আহসান বলেছেন: ব্যবসায়ীরা রাজনীতিতে প্রবেশ করলে তার ফলাফল কী হতে পারে, বাংলাদেশ এবং মার্কিণ যুক্তরাষ্ট্র তার উজ্জ্বল প্রমাণ।
২১ শে নভেম্বর, ২০২০ রাত ৮:৫০
শাহ আজিজ বলেছেন: এটাই পৃথিবীর কানে কানে বলা দরকার সাথে গৃহিণীও অ্যাড করতে হবে ।
©somewhere in net ltd.
১| ২০ শে নভেম্বর, ২০২০ দুপুর ১২:৪৪
রাজীব নুর বলেছেন: জানা কথা বাইডেন সাহেবই জিতবেন।
অযথা সময় নষ্ট।