নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ডিসেম্বরের ১১ তারিখে আমেরিকা একযোগে সব প্রভিন্সে করোনা ভ্যাক্সিন প্রয়োগ শুরু করবে । আপডেট- ২০২০ শেষ হবার আগেই
মানে ৩১ ডিসেম্বরের মধ্যে ২০ মিলিয়ন বা দুই কোটি মানুষকে টিকা দেওয়া হবে । আল জাজিরা ।
আপডেট ঃ The head of the United States government’s coronavirus vaccine effort has said that the first doses of the drug will “hopefully” be administered by mid-December.
Dr Moncef Slaoui made the comments in an interview with CNN on Sunday, just two days after Pfizer and BioNTech applied for emergency use approval from the Food and Drug Administration (FDA) for their coronavirus vaccine. The companies have said preliminary trials showed the vaccine appeared to be 95 percent effective – putting it well above the usual FDA threshold for emergency use.FDA vaccine advisers reportedly will meet from December 8 to 10 to discuss approving the new vaccines. Moderna has said its candidate is 94.5 percent effective.
“Our plan is to be able to ship vaccines to the immunisation sites within 24 hours from the approval,” said Slaoui, who heads so-called Operation Warp Speed, a federal programme that scales up the manufacturing of promising vaccines as they are developed.
“So I expect maybe on day two after approval on the 11th or the 12th of December,” he said.
২২ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৭
শাহ আজিজ বলেছেন: শুনছি আর টাইপ করছি ।
২| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫১
আমি সাজিদ বলেছেন: যাক ভালোই হলো। সব আস্তে আস্তে দ্রুত স্বাভাবিক হলেই ভালো। ভ্যাক্সিন দেওয়ার ক্ষেত্রে সব ফ্রন্ট লাইনার আর সিনিয়র সিটিজেন দের আগে দিলেই ভালো হবে সবচেয়ে। আমাদের দেশেও নিয়ম করে ভ্যাক্সিন প্রয়োগ করতে হবে। দরকার হলে এন আই ডি দেখে দেখে ভ্যাক্সিন নিশ্চিত করতে হবে।
২২ শে নভেম্বর, ২০২০ রাত ১০:৫৭
শাহ আজিজ বলেছেন: আমি বাকি নিউজ চ্যানেল খুজছি -------------------- আরও সংবাদ পাওয়ার জন্য ।
আমাদের দেশে এন আই ডি সাথে আঙ্গুলের ছাপ তো আছেই । কিন্তু কেউ যদি বলে আমার দোস্তেরটা আমারে দ্যান ------
৩| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১২:০৫
চাঁদগাজী বলেছেন:
এই ধরণের কিছু তো আমেরিকান মিডিয়া বলছে না; ফাইজার ইমারজেনসী এপ্রুভেলের জন্য কাজপত্র জমা দিয়েছে ১১/২০/২০২০; কখন দেয়া শুরু হবে, সেটা এখনো বলেনি।
২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২৪
শাহ আজিজ বলেছেন: কাল রাতে আল জাজিরায় হোয়াইট হাউসের কেউ একজন ঘোষণা দিল , শুনেই পোস্ট দিলাম ।
২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৩
শাহ আজিজ বলেছেন: আপনি আল জাজিরা দেখুন , আমি এখন দেখতে পাচ্ছি ঘোষণা দিচ্ছে
৪| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ৩:৪৬
রাজীব নুর বলেছেন: ভালো খবর শুনতেও ভালো লাগে।
২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২৭
শাহ আজিজ বলেছেন: আসলেও ভাল লাগে
৫| ২৩ শে নভেম্বর, ২০২০ ভোর ৬:৪৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভ্যাকসিন দেয়া হবে ঠিকই ,কত দিন কাজ করবে সেটা বুঝা যাবে দেয়ার পর।
২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:২৫
শাহ আজিজ বলেছেন: সেই প্রশ্ন আমারও
৬| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫২
ঈশ্বরকণা বলেছেন: শাহ আজিজ,
নভেম্বরের ২০ তারিখে এফডিএ কমিশনার স্টিফেন এম হানের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে তাদের Vaccines and Related Biological Products Advisory Committee (VRBPAC) ডিসেম্বরের ১০ তারিখে মিট করবে ফাইজারের (বায়োটেকের সাথে পার্টনারশিপে) কোভিড-১৯ ভ্যাকসিনের ইমার্জেন্সি অথারাইজেশনের জন্য। এই নিউজটা তাদের ওয়েবসাইটেও আছে এখন । আপনার নিউজটার সাথে মিলছে না এফডিএ -র প্রেস রিলিজ । গতকাল সিএনএন আর এমএসএনবিসি-ও তাদের নিউজে এই কথাই বলেছে আর সেই নিউজ আমি নিজেই শুনেছি ।
২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২০
শাহ আজিজ বলেছেন: আমি আল জাজিরা শুনছি এখনো বলছে -----------------
তারা বলছে অনুমোদন পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পৌঁছে যাবে বিভিন্ন প্রান্তে । অর্থাৎ ১০ তারিখ অনুমতি পেলে ১১ তারিখ পুশ শুরু করবে ।
২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৭
শাহ আজিজ বলেছেন: Click This Link
৭| ২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৫৯
কালো যাদুকর বলেছেন: এই টিকাটির শেষ পর্যায়ের টেস্ট অনেক জায়গার মত আমাদের শহরেও হয়েছিল কয়েক মাস আগে। দিন গুনছি কবে দেয়া যাবে।
নিশ্চই টিকাটি কার্যকর হবে।
২৩ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:৪০
শাহ আজিজ বলেছেন: ফাইজার নামি কোম্পানি । সিরিয়ালে তারা প্রথম এলেও চীন তার ভ্যাক্সিন নিজের জনগনের ওপর জুলাই মাসেই শুরু করেছে এবং এখনো চলছে । গেল ৩০ সেপটেমবর চীনা নেতা আর ৫০০ পার্টি নেতা ডিনারের একটা ছবি ছাপাল পত্রিকায় । অবাক কাণ্ড কেউই মাস্ক পরেনি এবং শারীরিক দূরত্ব ছিল না । আমি সাথে সাথেই সিদ্ধান্ত নিলাম এরা সবাই ভ্যাক্সিন নিয়েছে । কদিন বাদে কিছু স্বাস্থ্য কর্মীর সাথে আলাপের সময় একই ব্যাপার , কারোই মাস্ক নেই । সবার টিকাই উনিশ বিশ হবে এই যাহ ।
৮| ২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:১২
আমি সাজিদ বলেছেন: যুক্তরাষ্ট্রের আগেই ফাইজার ও বায়োএনটেকের টিকার অনুমোদন দিয়ে দিতে পারে যুক্তরাজ্য। এ জন্য আগামী ১ ডিসেম্বরের মধ্যেই ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) প্রস্তুত থাকতে বলা হয়েছে।
গতকাল রোববার দ্য টেলিগ্রাফ সাইট এ প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যে দ্য গার্ডিয়ান। সরকারের একাধিক সূত্রের বরাতে তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহেই টিকার অনুমোদন মিলে যেতে পারে।
- লেটেস্ট। সূত্র - প্রথম আলো।
২৩ শে নভেম্বর, ২০২০ বিকাল ৫:৫১
শাহ আজিজ বলেছেন: চারিদিকে টিকার ছড়াছড়ি , কোনটা রেখে কোনটা নেই -------------------
৯| ২৩ শে নভেম্বর, ২০২০ রাত ১১:১৩
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: সম্ভবত আগামী দুই তিন বছরেওকোনও ভালো ভাকসিন আসবেনা।
২৪ শে নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: ১৫৭ টি ভ্যাক্সিন লাইনে এখন । যারা ভ্যাক্সিনের প্রচার শুরু করেছে এরা পৃথিবী খ্যাত ওষুধ প্রস্তুতকারি । আগামি বছরের শেষদিকে ভ্যানে মাইক লাগাইয়া ভ্যাক্সিন বিক্রি হবে । তবে এই ভ্যাক্সিন এক বছর মেয়াদী হবে বলে কাল নিউজে কিছুটা আভাস মিলল । অর্থাৎ জীবন কাটবে ভ্যাক্সিনের উপর । গবেষণা থেমে নেই কোভিড নির্মূলে ।
©somewhere in net ltd.
১| ২২ শে নভেম্বর, ২০২০ রাত ১০:১৬
ঢাবিয়ান বলেছেন: খুবই ভাল একটা খবর।