নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পদ্মায় ফেরি ডুবিতে শতাধিক মানুষ নিখোঁজ, পত্রিকাজুড়ে আজ এমন খবর থাকতে পারতো। কিন্তু যার কারণে এমন খবর হয়নি, যিনি চার শতাধিক মানুষকে বিপদটাও বুঝতে দেননি সেই মানুষটার নাম ফজলুল করিম যিনি পেশায় একজন ফেরিচালক যার পদবী ইনচার্জ মাস্টার।
ঘটনাস্থল পদ্মা নদী। রোববার রাত সাড়ে ১০টার দিকে সাতটি ট্রাক, ৫টি যাত্রীবোঝাই বাস ও ৭টি ছোট গাড়ি নিয়ে মাওয়ার শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যায় যায় রাণীগঞ্জ নামের একটি ডাম্ব ফেরি। ফেরিটিতে যাত্রী ও কর্মীসহ চার শতাধিক মানুষ ছিল।
যারা নিয়মিত পদ্মা পাড়ি দেন তারা জানেন এই ডাম্ব ফেরিগুলোর নিজস্ব ইঞ্জিন নেই। যানবাহন ওঠানোর পর অন্য একটি শক্তিশালী জাহাজ/ টাগ বোট ফেরিটিকে ঠেলে নিয়ে যায়। ব্রিটিশ শাসনামলে এই মডেলের ফেরিগুলোর প্রচলন হয যেগুলার কয়েকটি এখনো পদ্মায় চলছে। রাণীগঞ্জ ফেরিটি তেমনি যেটি অন্তত ৬০ বছরের পুরোনো।
এই ফেরি নিয়েই চলছিলেন ফজলুল করিম। রাত ১১ টার দিকে ফেরিটি যখন পদ্মা সেতু সংলগ্ন হাজরা চ্যানেলের কাছাকাছি পৌঁছায় তখন সেতু স্থাপনের কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সাথে প্রবল বেগে ধাক্কা খায়।শব্দের উৎস খুঁজতে গিয়ে ফজলুল করিম দেখতে পান ফেরির তলা ফেটে প্রবল বেগে পানি প্রবেশ করছে। এরপর পাম্প দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করেও তারা ব্যর্থ হন।
এরপর ফেরির কর্মচারীদেরকে তিনি দায়িত্ব দেন বালি, কম্বল যা কিছু আছে সেগুলো দিয়ে যতোটা সম্ভব পানি প্রবেশ ঠেকাতে। এরপর তিনি দ্রুত গতিতে ঘাটের দিকে রওনা হন। তখনও ঘন কুয়াশা না পড়ায় ২০ মিনিটের মধ্যে বাংলাবাজার ঘাটে পৌঁছে যায় ফেরিটি। ততোক্ষণে ফেরির ওপরে পানি উঠতে শুরু করেছে।
ফজলুল করিম যাত্রীদের কিছুই বুঝতে দেননি। একে একে সব গাড়ি আনলোড করার পর তিনি ঘাটের উল্টো পাশেই ফেরিটি নোঙর করেন।ফেরির কর্মী ও পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পানি নিষ্কাশনের চেষ্টা করেও ব্যর্থ হন।মধ্যরাতে ফেরিটির নব্বই শতাংশ ডুবে যায়।
যারা ঘটনার ভয়াবহতা বুঝতে পারছেন না তাদের নিয়ে যাই আরিচা-পাটুরিয়া ঘাটে। প্রায় একই সময়ের ঘটনা। ঘণ কুয়াশার কারণে নৌপথ দেখতে না পাওয়ায় রোববার রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে আগে থেকে ছেড়ে যাোয়া ছয়টি ফেরি দিক হারিয়ে মাঝনদীতে এদিক–সেদিক যেতে থাকে। পথ না পেয়ে মাঝনদীতে সেগুলো নোঙর করে ছিল। সকাল সাড়ে নয়টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
এইবার ভাবেন! আর যদি মাত্র ২০ মিনিট দেরি হতো মাওয়া-জাজিরা ঘাটে মানে ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা পড়তো রাণীগঞ্জ ফেরিটা তাহলে হয়তো সব যাত্রীকে নিয়ে ডুবতে হতো। কিন্তু ফজলুল করিমের বুদ্ধিমত্তায় সেটি রক্ষা পেয়েছে। বিবিসিতে তার সাক্ষাতকারে দেখলাম তিনি বলেছেন,তার জীবনে এমন অভিজ্ঞতা এটাই প্রথম। তবে তার মাথাতে এটাই ছিল যে ঘাবড়ানো যাবে না। ধৈর্য হারানো যাবে না। কেউ বুঝেও নাই, কতো বড় বিপদ থেকে আল্লাহয় আমাদেরে বাঁচাইছে।
আমি মনে করি ফজলুল করিমকে তাঁর দায়িত্বশীলতার জন্য পুরুষ্কৃত করা উচিত। আমরা অনেকেই মনে করি শিক্ষা বা কাজের উদ্দেশ্যে বড় চাকুরি। আসলে তা নয়। বরং শিক্ষার উদ্দেশ্যে হচ্ছে মানুষ হওয়া। মানুষের সেবা করাটা বুঝতে পারা। ফজলুল করিম বুঝতে পেরেছিলেন সেটা যথাসময়ে। কিন্তু আফসোস আমাদের বহু বড় বড় সনদধারী মানুষ কিংবা দায়িত্বশীলরা বুঝতে পারেন না। তাই তারা আমাদের ডুবিয়ে দেয়। ডুবিয়ে দেয় দেশকে। কিন্তু ফজলুল করিমের মতো মানুষেরা বাঁচিয়ে দেয় বহু মানুষের জীবন।
দৌলতদিয়া থেকে পাটুরিয়া অনেক দফা রাতেরবেলা এই ফেরিতে চড়ে খুলনা ঢাকা যাতায়াত করতাম । খুব স্মরণীয় ডাম্ব ফেরি আমার জীবনে ।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৭
শাহ আজিজ বলেছেন: কিন্তু তাকে কেউ দাম দেবে না । একটা বিশাল যুদ্ধে বিজিত বীর ফজলুল করিম , অসম সাহসী তিনি । ড্রেজিং পাইপএর কাছে বাতি কেন ছিল না এই জবাব ড্রেজারের লোকেরা দেবে ।
২| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৬
এমেরিকা বলেছেন: এই ফেরিতে আমি উঠেছিলাম ২০০২ সালের দিকে। এরকম একটা বিশ্রী ফেরিতে গাড়ি উঠিয়ে দেয়ায় ড্রাইভারের উপর বেশ খেপেছিলাম। চাইছিলাম ফেরিটা যেন তখুনি ডুবে যায়। এই খবরে মনে হল আমার সেই ইচ্ছে ১৮ বছর পরে পূরণ হয়েছে।
০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮
শাহ আজিজ বলেছেন: এই কনকনে ঠাণ্ডা পানিতে সুইমিং বেশ জমত , না ??
৩| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৩
নুরুলইসলা০৬০৪ বলেছেন: উপস্থিত বুদ্ধির উৎকর্ষতা কিভাবে বাড়ানো যায় আমাদের পাঠ্য পুস্তকে এমন কোন বিষয় নেই,থাকা উচিত। একটা পুরষ্কার তার পাওনা।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০০
শাহ আজিজ বলেছেন: উচিত অনেক কিছু শেখানোর কিন্তু কে শেখাবে ? কেই বা বইতে সংযোজন করার উপদেশ দেবে । পুরস্কার দিলে সরকার ধরা খাবে ড্রেজিং পাইপ নিয়ে ।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
আমি সাজিদ বলেছেন: ফজলুল করিমের মতোন সোনার মানুষ চাই।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০১
শাহ আজিজ বলেছেন: তার চে মামুনুল হতে চাই এরকমই আওয়াজ উঠবে ।
৫| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:০৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুব উত্তেজনা নিয়ে লেখাটা পড়ছিলাম। সাবাস ফজলুল করিম সাহেব। তার এই বুদ্ধিমত্তা ও দক্ষতার জন্য অবশ্যই তাকে পুরস্কৃত করা উচিত।
এই রুটে ফেরিতেভ আমাকে প্রচুর যাতায়াত করতে হয়েছে একসময়। কোনো বিপদে পড়ি নি কখনো। আলফামদুলিল্লাহ।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৭
শাহ আজিজ বলেছেন: রানিগঞ্জ ফেরিতে অনেক দফা চড়েছি । আল্লাহর রহমতে বিপদে পড়িনি কখনো ।
৬| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৮:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রত্যুতপন্নমতিত্ব শব্দটাই এ প্রজন্মের কয়জন জানে ভাবনার বিষয়!
ফজলুল করিমে প্রত্যুতপন্নমতিত্বেই রক্ষা পেল জাতি এক ভয়াবহ দূর্ঘটনার হাত থেকে।
এমনইতো চাই। উপস্থিত বুদ্ধি, চাণক্যের ভাষায় প্রত্যুতপন্নমতিত্ব। অর্থাৎ পরিস্থিতির গুরুত্ব বুঝে চটপট সিদ্ধান্ত গ্রহণের বিরল ক্ষমতা তবেই না জাতি এগিয়ে যাবে তরতর করে।
দিনশেষে সনদধারীদের নিয়ে আপনার আফসোস টুকুই সত্য। আড়ালে পড়ে রয় ফজলুল করিমরা।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৯
শাহ আজিজ বলেছেন: এই কৃতিত্ব ফেরির আর কেউ দাবি করেনি এখনো । তবে ফজলুল করিমের এই সাহসী ভুমিকা সবাই জানুক যেমন একজন ট্রেন চালক একটি বালকের লাল কাপড় নাড়ানো দেখে বুদ্ধি করে ট্রেন থামিয়ে দিয়েছিল । রেল লাইন কাটা থাকলে চালকের বোঝার উপায় নেই কি বিপদ সামনে । কয়েক শত মানুষের জীবন বাচিয়ে ছিল বালক এবং ট্রেন চালক ।
৭| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১২
নেওয়াজ আলি বলেছেন: বর্তমান দিনের প্রকৃত বীর ফজলুল করিম। স্যালুট।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২০
শাহ আজিজ বলেছেন: সালিউট ঠু
৮| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৯
মরুভূমির জলদস্যু বলেছেন: বিপদে মাথা ঠান্ডা রাখতে পারলে ৫০% কাজ আসান হয়ে যায়।
০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৫
শাহ আজিজ বলেছেন: বিশাল কাজ করেছে সে ।
৯| ০৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩
রাজীব নুর বলেছেন: ফেরি ইনচার্জকে পুরস্কার দেওয়া উচিত।
১০| ০৯ ই ডিসেম্বর, ২০২০ ভোর ৫:৪৪
ডঃ এম এ আলী বলেছেন:
বুদ্ধিমান ও দক্ষ ফেরিচালক ফজলুল করিমকে পুরস্কৃত করা উচিত ।
দেশের সকল নদীতেই মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ ফেরি দিয়ে চলছে যানবাহন পারাপার৷
এটা বন্ধ হওয়া উচিত ।
ড্রেজিং এর পাইপের জায়গায় দিনে রাতে লক্ষনীয় সংকেত চিহ্ন না রাখার জন্য
দায় দায়িত্ব নিরোপর করে দায়ীদের জন্য আইনানুগ ব্যবস্থা নেয়া হোক ।
ভবিষ্যতে যেন এরকম অবস্থা আর কোন নদীতে কিংবা ফেরী পারাপারে না ঘটে
সে বিষয়ে করনীয় সম্পর্কে উপযুক্ত ব্যক্তি ও সংগঠনকে নিয়ে একটি টাক্সফোর্স
গঠণ করে তাদের সুপারিশের ভিত্তিতে জাতীয় পর্যায়ে ব্যবস্থা গ্রহন করা হোক ।
বিষয়টির আপডেট দিয়ে মুল্যবান পোষ্ট দানের জন্য ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৪
শাহ আজিজ বলেছেন: একটা বড় ফেরি ওখানে দেওয়া যেত কিনে । আমাদের সবই চলে দান খয়রাতের টাকায় এটাও ম্যানেজ হতো । টাগ বোটের একটা কাহিনী আছে - টাগ বোটে প্রচুর পরিমান তেল খরচ হয় । যা খরচ হয় তার তিন গুন দেখানো হয় । বাকি দুইগুনের টাকা নিচ থেকে উপরে ভাগ হয় । ইঞ্জিন চালিত ফেরিতে এই চুরি কম হয় । ড্রেজিং পাইপের ওখানে গ্যাস বা তেল চালিত লাল বাতি থাকে , ফেরি লঞ্চ এড়িয়ে চলে ওসব এলাকা । দুর্ঘটনার সময়ে কোথায় ছিল সেই বাতি । তদন্ত দল চাইছিনা মাফ করবেন - একটা পাবলিক এনকোয়ারি হোক নিদেন পক্ষে ।
এসবই ক্ষীণ দুর্বল কণ্ঠের ফরিয়াদ !!
১১| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৯
কবিতা ক্থ্য বলেছেন: আমি জানিনা কি বলে এই মানুষটার শুকরিা আদায় করা উচিত।
০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১১
শাহ আজিজ বলেছেন: লোকটিকে আর্থিকভাবে পুরস্কৃত করা উচিত ।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষটার নেক হায়াত দান করুন আল্লাহ তাআলা
আপনাকে ধন্যবাদ সুন্দর সংবাদটি আমাদের মাঝে পৌছানোর জন্য।
০৯ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৮
শাহ আজিজ বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
১৩| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৩৩
রানার ব্লগ বলেছেন: ফজলুল করিম কে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই যদিও এটা অনেক কম হয়ে যায়। তাকে রস্ট্রিয় সন্মাননায় ভুসিত করার আবেদন জানাচ্ছি। মানোবতা ও দায়িত্ব কর্তব্য বোধের জায়গায় তিনি আমাদের দেশের প্রতিনিধিত্বকারী।
০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৬
শাহ আজিজ বলেছেন: রাষ্ট্রের উচিত তাকে উপযুক্ত সন্মাননা দেওয়া ।
১৪| ০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪১
তারেক ফাহিম বলেছেন: ড্রেজিং পাইপটিতে চিহ্নিত করার জন্য আলো দরকার ছিলো।
সেটা না করে থাকলে দ্রুত দেয়া দরকার সবাইতো আর ফজলুল করিম না।
০৯ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯
শাহ আজিজ বলেছেন: ড্রেজিং যারা করছে তাদের দায়িত্ব এটি । কয়েক যুগ ধরে ড্রেজিং চলছে কিন্তু আসলেই কি হাজার কোটি টাকার ড্রেজিং এ কোন উপকার হচ্ছে না ফাকিবাজি চলছে ?
১৫| ১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: স্যালুট ফজলুল করিমকে !
আর ড্রেজিংয়ের নামে তৈল বিক্রয়কারীদেরও পাকড়াও করা উচিত।
১০ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৪০
শাহ আজিজ বলেছেন: তেল চোরদের কেউ কখনো পাকড়াও করবে না । এটাই সুন্নত , এটাই ধর্ম , এটাই রাষ্ট্র । ৫০ বছর ধরে গড়ে ওঠা অভ্যাস এতো সহজে পরিত্যাগ করা যায় ?
১৬| ১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩১
মেহবুবা বলেছেন: বীর প্রত্যুতপন্নমতি ফজলুল করিমকে সাধুবাদ জানাই।
তাঁকে পুরস্কৃত করা উচিৎ।
প্রথম আলো পত্রিকায় তাঁকে নিয়ে প্রতিবেদন দেখেছি।
১৩ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৬
শাহ আজিজ বলেছেন: হ্যা চলছে প্রচার । দেখা যাক কি হয় ।
©somewhere in net ltd.
১| ০৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৫
চাঁদগাজী বলেছেন:
ফজলুল করিম দক্ষ ও বুদ্ধিমান মানুষ; তিনি নিজের পেশাকে সঠিকভাবে বুঝেন।