নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

বিচারপতি মো. আশরাফুল কামালের সাইকেল উদ্যোগ

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫২



কাকরাইল জাজেস কমপ্লেক্স থেকে সাইকেল চালিয়ে বিচারপতি মো. আশরাফুল কামাল তার আরও দুই আইনজীবী এবং ড্রাইভার কে নিয়ে হাইকোর্ট পৌঁছলেন গতকাল । দুই আইনজীবী ধানমণ্ডি থেকে সাইকেলে জাজেস কমপ্লেক্সে এসেছিলেন । এক অসাধারন উদ্যোগ এটি । বাই সাইকেলের জন্য আলাদা লেন করা হয়েছে । কাউকে না কাউকে উদ্যোগ নিতে হবে আর তাই বিচারপতি আর আইনজীবীরা উদ্যোগ নিয়ে দেখালেন সবাইকে। সুপ্রিম কোর্টের আইনজীবীদের সাইক্লিং ক্লাব ‘কাউন্সেলস অন সাইকেলস’সমিতি প্রাঙ্গণে গত ৫ নভেম্বর সাইকেল শেডের উদ্বোধন করা হয়। বাইসাইকেলকে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মত বাহন অভিহিত করে ওই অনুষ্ঠানে বিচারপতি মো. আশরাফুল কামাল বলেছিলেন, এ বছরই তিনি সাইকেল কিনবেন এবং বাসা থেকে মাঝেমধ্যে সাইকেলে করে কোর্টে আসবেন।
সবচে বড় বিষয় যেটি উঠে এসেছে তা হয়েছে করোনা কালিন সময়ে গাড়ি বা বাসে চড়ার ঝুকি না নিয়ে সাইকেল একটি উত্তম মাধ্যম । আধা ঘণ্টা সাইকেল চালালে পায়ের পর্যাপ্ত ব্যায়াম হয় , হৃদ যন্ত্রের ক্রিয়া সঠিক ভাবে কাজ করে ।
সাইকেলের জন্য যে লেন করেছে সিটি কর্পোরেশন সেখানে চটপটি দোকান আর গাড়ির পার্কিং নাশ করেছে সাইকেলে চড়া মানুষদের জন্য । এগুলোকে সিঁধে করতে একটু সময় নেবে । কদিন আগে এক মহিলাকে ক্রিসেন্ট লেকের রাস্তায় সাইকেলে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দিয়ে হত্যা করেছে এক ড্রাইভার , পুলিশের চেষ্টায় ঘাতক ড্রাইভার ধরা পড়েছে ।
শুভ উদ্যোগ সাইকেল । নিরাপদ সামাজিক দূরত্ব রেখে চলাচলের উত্তম পন্থা । সড়ক নিরাপদ করবে ট্র্যাফিক পুলিশ আর সি সি টি ভি ক্যামেরা ।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০০

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: আলাদা লেন করাটা সময়ের দাবী। ইউরোপের অনেক দেশেই এ ব্যবস্থা আছে।

--- যান্ত্রিক গাড়ীর ভিড়ে সাইকেল চালানো আমার কাছে ঝুঁকি ও ভয়ের কারণ- লোকাল বাসের হেল্পার-রা প্রাইভেট গাড়ী দেখলে বলে -ওস্তাদ প্লাস্টিক বাঁয়ে/ডানে, রিক্সা/সিএনজি হলে তো ভাষার বালাই নাই, আর সাইকেল ওদের ভাষায় আরো কদর্য ।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৮

শাহ আজিজ বলেছেন: আলাদা লেন হচ্ছে । তবে বাস ড্রাইভার আর হেল্পারদের সংশোধন আরও জরুরি ।

২| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০১

আমি সাজিদ বলেছেন: এপ্রিশিয়েট করতেই হয়। আমি স্বপ্ন দেখি বড় বড় শহর গুলোতে সবাই সাইকেল রাইড করে অফিস আর কাজে যাবে।

১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৯

শাহ আজিজ বলেছেন: বাংলাদেশের মানুষের শারীরিক কাঠামো দুর্বল । নিয়মিত সাইকেল চালালে স্বাস্থ্য ভাল মজবুত হবে ।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৯

রাজীব নুর বলেছেন: বাহ! চমৎকার।

আপনি সাইকেল চালানোর চিন্তা ভাবনা করছেন?
একসময় আমার একটা সাইকেল ছিলো। সারা ঢাকা সহর ঘুরে বেড়াতাম।

৪| ১৪ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫২

রানার ব্লগ বলেছেন: সাইকেলের জন্য আলাদা লেন জরুরি, করা হোক, কিন্তু আপনাকে কথা দিচ্ছি ওই আলাদা লেনে মটর সাইকেল ঢুকিয়ে বসে থাকবে, এর কারন জিজ্ঞাসা করলে মটর সাইকেল গায়ে তুলে দেবে কারন আমরা বাংগালী।

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮

শাহ আজিজ বলেছেন: আমাদের শ্রেণী বিভাজনের ওই হচ্ছে বড় বাধা । মোটর সাইকেল মানেই মাস্তান উপদ্রবদের বাহন । তো তারাই শাসন শোষণ করবে এতে আপত্তি থাকতে পারেনা । একটা ছবি ছাপিয়েছে মোটর সাইকেল সাইকেল লেনে তাও উল্টো পথে আসছে । মন্ত্রিরাই গাড়ি উল্টো পথে চালায় , আমরা কোন ছার !!

৫| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০০

নেওয়াজ আলি বলেছেন: নেতা ধান কাটে মাটি কাটে বিচারপতি সাইকেলে চড়ে সব ভালো লোকের কাজ

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৯

শাহ আজিজ বলেছেন: যাহোক একটা উদ্যোগ তো নিয়েছে । কজন ভাবে এসব নিয়ে।

৬| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৫০

রবিন.হুড বলেছেন: সাইকেল আরোহীকে সামাজিকভাবে হেয় করা যাবেনা বরং সাইক্লিংকে উৎসাহিত করতে হবে। সাইকেল পরিবেশ বান্ধব ,সাইকেল ব্যবহারে ঢাকার জ্যাম কমবে, সাইকেল আরোহী দ্রুত গন্তবে পৌছাতে পারবে, শরীরে ব্যয়াম হবে। তাই আমাদের সকলকেই সাইকেল ব্যবহারে অভ্যস্ত হতে হবে।

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৫

শাহ আজিজ বলেছেন: সহমত

৭| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৮

রোকনুজ্জামান খান বলেছেন: আমি একটা সময় অনেক সাইকেল চালাতাম, এবং সাইকেল চালাতে গিয়ে গাছের সাথে মেরে দিয়েছিলাম। আমার তেমন কিছু হয়েছিল না, সামনের চালা টাল হয়েছিল মাত্র।

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৫

শাহ আজিজ বলেছেন: :(( :((

একসময় ঢাকাতে সাইকেল চালানো তেমন ঝুঁকিপূর্ণ ছিল না । অসভ্য খুনি আসনে বসে মানুষের জীবন ঝুকিতে ফেলেছে । এদের শাস্তির বিধান নিয়েও তেমন একটা কাজ করে না সরকার ।

আপনি গাছে মেরেছেন আর আমি স্কুলে থাকতে এক বালিকাকে মেরে দিয়েছিলাম , আমার সাইকেল টাল হয়নি :``>>

৮| ১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৫৭

রোকনুজ্জামান খান বলেছেন: উস্তাদ
আপনি তো মেরেছিলেন বালিকার উপর টাল হবে কিভাবে?

১৪ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৮

শাহ আজিজ বলেছেন: হুম , বালিকারা গাছের থেকেও শক্ত :P

৯| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩১

মুজিব রহমান বলেছেন: ঢাকা মাওয়া রোডেও একজন চ্যাম্পিয়ন নারী সাইকেল চালককে চাপা দিয়ে হত্যা করেছিল। বাস্তবিক আমাদের সমাজের অনেকেই নারীদের সাইকেল চালনাকে সহ্য করে না।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৮

শাহ আজিজ বলেছেন: আর এই অসহ্য ভাব মাশাল্লাহ মামুনুলদের হাত ধরে গুলিস্তানের পুব দ্বারে পৌঁছাইয়া গেছে ।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪০

মুজিব রহমান বলেছেন: ভাল উদ্যোগ।
তিনজন বিচারক হলেই ভাল লাগতো। বিচারকদের সাথে আইনজীবীদের ঘণিষ্ঠতার বার্তা ভাল নয়।

১৪ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৫০

শাহ আজিজ বলেছেন: এই ব্যাপারটা আমি শুরু থাকতেই খেয়াল করেছি ।

কয়েকজন বিচারপতি আর একজন পুলিশ সাইকেলে আসলে ব্যাপারটা শোভন হবে ।

১১| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২২

রোকনুজ্জামান খান বলেছেন: আপনার দেওয়া বই দুইটি হাতে পেয়েছি, তার মধ্যে অপ্রকাশিত জীবন যন্ত্রনা বইটি কি একটি বালিকাকে উপহার দেওয়া ঠিক হবে।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৩৩

শাহ আজিজ বলেছেন: ৪০ এর উপরের বালিকাকে দেওয়া সমীচীন হবে ।

১২| ১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪২

রোকনুজ্জামান খান বলেছেন: অনেক অনেক ধন্যবাদ,ভালবাসা অভিরাম ও কৃতজ্ঞতা । বালিকাটির এখন ১৭ চলে তাই অপ্রকাশিতই থাক।

১৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.