নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

ব্রিটেনে করোনার ভয়াবহ রুপ

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৭



কাল রাতে বরিস জনসন সংবাদ কর্মীদের আনুষ্ঠানিক ভাষ্যে বললেন নতুন ভাইরাসের তেজি ভাব বেশি যা আগে দেখা ভাইরাসের আচরন থেকে ভিন্ন । ভাইরাস বিশেষজ্ঞদের বরাত দিয়ে তিনি বললেন এই ভাইরাস ৭০% বেশি ছড়ানোর ক্ষমতা রাখে বলে জীবাণু বিজ্ঞানীরা সতর্ক করেছেন । আজ ঢাকা সময় দুপুরে একই বিষয় নিয়ে দুজন স্বাস্থ্য বিসয়ক কর্মকর্তা সহ আরও বিস্তারিত বয়ান করলেন । গতরাতের ভাষ্যের পরই বিবিধ দেশ লন্ডন ফ্লাইট বন্ধ ঘোষণা করেছেন । লন্ডন শহর ইতিহাসের সরবচ্চ লকডাউন দেখবে। দুটি বা তিনটি পরিবারের যে বড়দিনের মিলিত উৎসব পালনের অনুমতি সরকার দিয়েছিল তা থেকে সরকার সরে এসে এখন প্রধানমন্ত্রী বলছেন ঘরে থাকুন এবং নিজেরাই আনন্দ করুন । পূর্ব ইংল্যান্ডের কয়েকটি শহরে একই আইন চলবে । সউদি আরব সকল ফ্লাইট বাতিল করেছে , বিপদে ঢাকার শ্রমজীবী বাঙালি , এয়ারপোর্টে নির্বাক এবং হতাশ । আজ পার্লামেন্টে বরিস বিরোধী দলের সমালোচনার মুখোমুখি , বেচারা করোনা থেকে সুস্থ হয়েও এখন বিরোধীদের তুনে একপ্রকার আই সি ইউতে ।
নতুন ভাইরাস না কি পুরাতন মিউটেটেড ভাইরাস শক্তি অর্জন করেছে তা এখনো পরিস্কার নয় তবে এদের জিন গঠন ভিন্ন ।

পৃথিবী নতুন বিপদের মুখোমুখি ।

মন্তব্য ২৫ টি রেটিং +১/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:১১

জুন বলেছেন: এই ভাইরাস খুব দ্রুত ছড়ায় কিন্ত এতে ক্ষতি বা মৃত্যুর আশংকা নাকি কম বলে এক আর্টিকেলে পড়লাম । কি শুরু হলো বুঝলাম না । আগামী বছরের দিকে খুব আশা নিয়ে তাকিয়ে ছিলাম, এখন হতাশ ।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৩

শাহ আজিজ বলেছেন: আগামি কদিনেই জানা যাবে । মৃত্যু ঝুকি কম আমিও শুনেছি বলতে কিনু আগামি জানুয়ারি নাগাদ দেখতে হবে এই ভাইরাস কি নতুন না পুরাতন ভাইরাসের নতুন ভার্শন । ঢাকাতে ব্যাক্তিগত উদ্যোগে টিকা আসবে শুনলাম । দেখি কি হয় ।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩২

ঠাকুরমাহমুদ বলেছেন:




পৃথিবী নতুন বিপদের মুখোমুখি! পুরো পোস্টের মাখন পার্ট এই একটি কথা। আমিও একমত। এখন আল্লাহ ঈশ্বর ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৬

শাহ আজিজ বলেছেন: ডাকলেও কাজ দেবেনা কারন ভগবান কানেও তুলো দিসে বাচার জন্য , মাস্ক তো আছেই ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:


ফার্মাসিউটিক্যাল/মাইক্রোবাইলোজিষ্টরা ভালো একটা ভাইরাস পেয়েছে মনে হয়, একটু নাড়াচাড়া করে দেখছে, মনে হয়।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪১

শাহ আজিজ বলেছেন: হ্যা তাই , নতুন কোন টিকা যদি লাইগা যায় তবে ফার্মা কোম্পানিরা জব্বর খুশি , বড়দিনের শ্রেষ্ঠ উপহার ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: বিশ্বস্বাস্থ্য সংস্থা কি বলছে?
আজ আমাদের স্বাস্থ্য মন্ত্রী বলেছেন- জানুয়ারী মাসের শেষে আমোড়া টিকা পাবো।
কষ্ট করে মন্তব্যের উত্তর দেওয়া লাগবে না। আশা ছেড়ে দিয়েছি। ভালো থাকুন।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৩

কলাবাগান১ বলেছেন: এত ভয়ের কিছু নাই। এটা নরমাল মানুষ যত ভ্যাকসিন/ঔষুধ তৈরী করবে..ভাইরাস ও চাইবে নিজে চেন্জ হয়ে ভ্যাকসিন/ঔষুধ থেকে নিজেকে বাচাতে...তবে বিজ্ঞানীরা যখন ভাইরাস এর জীবন রহস্য 'জেনে' গেছে, তখন আবার চেন্জ ভাইরাসকে ঠেকানোর ভ্যাকসিন/ঔষুধ বানাবে....আর যেহেতু mRNA-based vaccine, এটা খুবই সহজ এবং তাড়াতাড়ি সেই চেন্জ ভাইরাস কে ঠেকানোর ভ্যাকসিন বানানো। জাস্ট mRNA সিকোয়েন্স কে দু এক জায়গায় চেন্জ করা। ফ্লু ভ্যাকসিন প্রতি বছর চেন্জ করতে হয়। তবে করোনা ভাইরাস ফ্লু ভাইরাস এর মত এত বেশী চেন্জ করার সক্ষমতা নাই। সে আগে লাল কোট গায়ে পড়ত, এখন হালকা লাল রং এর কোট পড়ছে...ভিতরে কিন্তু একই দেহ এবং কার্যপ্রনালীও আগের মতই
এখন পর্যন্ত্য বর্তমান ভ্যাকসিন ই এই চেন্জড ভাইরাস কে প্রতিরোধে সক্ষম বলে মলিকুলার মডেলিং মাধ্যমে দেখা যাচ্ছে। একেবারে নতুন প্রজাতি এর ভাইরাস হতে হলে মিনিমাম ৫-১০ বছর সময় লাগে বিভিন্ন ভাইরাস এর...তবে তার আগেই এই ভাইরাস নিয়ন্ত্রনে চলে আসবে।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ বিস্তারিত বলার জন্য । আমার মনে হয়েছে উহান মডেলের মত তারা লক ডাউন করে সফলতা পেতে চাইছে ।

৬| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৩১

কলাবাগান১ বলেছেন: অফটপিক কমেন্ট: সরি
বাংলাদেশে কেউ কখনও ভাল কাজ করা উচিত নয় কেননা মানুষজন খুবই সন্দেহ প্রবন...পুলিশ কে দেখলাম রাতের বাস/ট্রাক চালকদের চা-বিস্কুট, মুখ ধোয়ার পানি দিচ্ছে যাতে চালানোর সময় ঘুমের ঢুলনি ভাব টা চলে যায়...আর নেটিজন রা সন্দেহ করছেন এটা নাকি 'ঘুষ' নেওয়ার আরেক ফন্দি!!!!!

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~

৭| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




কলাবাগান১ ভাই, ইন্টারনেট এখন এতোটাই সহজলভ্য যে দেশের ১৭ কোটি মানুষের ৩৪ কোটি মানুষ নেটিজেন সিটিজেন! তাদের কাজই পরচর্চা করা। অত্রএব তাদের ভূলে যান।

৮| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২

কলাবাগান১ বলেছেন: এখন পর্যন্ত্য ভ্যাকসিন পাওয়া একজন কে ও পুরাতন বা নতুন করোনা ভাইরাসে সংক্রমন হওয়ার কোন ঘটনা গঠে নাই...

যদি গঠে, তাহলে চিন্তার বিষয়

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৭

শাহ আজিজ বলেছেন: অপেক্ষায় সেই মার্চ থেকে এই ভাইরাসের নানা রুপ ও কৌশল দেখে দেখে -------

৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৫৬

নেওয়াজ আলি বলেছেন: আবার বিশ্ব লক ডাউনের কবলে পড়ছে। সৌদি ,কুয়েত, আমিরাত, লন্ডন, ইটালী ।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৮

শাহ আজিজ বলেছেন: ইউরোপ এর আরও কয়েকটি দেশ একই লাইনে

১০| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৪:২৮

কবিতা ক্থ্য বলেছেন: অস্ট্রেলীয়ার সিডনীর উত্তর ভাগ (নর্দান বিচেস) লকডাউন চলছে গত শুক্রবার থেকে।
গত কাল পর্যন্ত ১৩৮ টোটাল কেস।

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৯

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ তথ্যের জন্য

১১| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৫:২৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ভাইরাসের আগের স্ট্রেইনটা কমুনিস্ট টাইপের ছিল, ধনী-গরিবের পার্থক্য মানতো না, ট্রাম্প-বরিস ও মাইক্রনকে পর্যন্ত ভুগিয়েছে কিন্তু কিম জন উন বা শি জিনপিংকে ছাড় দিয়েছে । এবারের ব্রিটেনের ভাইরাসটা কোন পন্থী? =p~

২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৮:২৫

শাহ আজিজ বলেছেন: রাজতন্ত্র

১২| ২২ শে ডিসেম্বর, ২০২০ ভোর ৬:০৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এর থেকে কবে যে মুক্তি পাবে বিশ্ববাসী।প্রায় এক বছর হয়ে গেল,ঘরেই বন্দী জীবনযাপন করছি।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৩

শাহ আজিজ বলেছেন: একটু কঠিন করেই ছেড়েছে এই দানব ভাইরাস । ধুতির কোঁচা খুলে দিয়েছে দাদা ---------------------- একদম

১৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৫৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সত্যিই আতংকিত হবার মতো বাস্তবতা!

আল্লাহ আমাদের ক্ষমা করে এই বালা থেকে মুক্তি দান করুন।

২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৭

শাহ আজিজ বলেছেন: আমাদের মানে পৃথিবীর মানুষের পাপ মনে হয় বেশি হয়ে গেছে তাই আল্লাহ তার বান্দাদের একটু টোকা দিলেন ।



আমরা পাপ কমিয়ে আনলে ভাল থাকব ।

১৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৭

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম।
কে কি মন্তব্য করেছে সেটা জানতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.