নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসানসোলের যুবক ভাস্কর সুশান্ত সাহা এবার মোম দিয়ে মূর্তি গড়ে আবারো নজর কেড়েছেন । এবার গড়েছেন সদ্য প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোমের মূর্তি গড়ে । কলকাতায় নিউ টাউনে মোমের মূর্তির যাদুঘর আছে ঠিক মাদার তুসোর মিউজিয়ামের আদলে গড়ে তোলা। ভারতের রাষ্ট্র প্রধান , সিনেমা শিল্পের মহারথী , ঐতিহাসিক ব্যাক্তিত্ব মিলে প্রায় ৫০ এর বেশি মোম মূর্তির ভাস্কর কারিগর সুশান্ত সাহা আংশিক সম্পাদন করেছেন । এবার সৌমিত্র স্ট্যাচু নিজের বাড়িতে আসানসোলে গড়ে একটা ছোট খাট মিউজিয়াম বানিয়েছে সুশান্ত । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোমের মূর্তি আছে একটা কলকাতায় ।
২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪০
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: কী নিঁখুত কাজ করেছে মাগো মা বুঝাই যায় না এগুলো মোমের
২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪১
শাহ আজিজ বলেছেন: ভাভা গো ভাভা কলকাতায় যেতে হবে
৩| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫৪
মরুভূমির জলদস্যু বলেছেন: মোমের পুতুলের কোনো জাদুঘরই দেখা হয়নি।
এরপর কলকাতাতে গেলে দেখে আবসো।
ঢাকাতেও ছোট একটা আছে, সম্ভবতো বনানীতে, যাবো যাবো করেও যাওয়া হয়নি।
২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৪৩
শাহ আজিজ বলেছেন: বনানিরটা তেমন জমেনি অপটু হাতে করার কারনে
৪| ২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫২
বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন শৈল্পিক কারুকাজে অনন্য সৃষ্টি।
+++
২২ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
শাহ আজিজ বলেছেন: সুভাষের কুশলতা খুব ভাল ।
৫| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৩
রাজীব নুর বলেছেন: আমার মনিটরে সমস্যা। ছবি গুলো পরিষ্কার দেখতে পারছি না।
৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০১
মেহবুবা বলেছেন: নিপুন কারিগর।
সৌমিত্র এর মূর্তি তো মনে হয় অল্প সময়ে করা।
২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৩
শাহ আজিজ বলেছেন: পাকা হাতে অল্প সময়ে হয়ে যায় ।
৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৯
মোড়ল সাহেব বলেছেন: তাঁর মূর্তিগুলো সত্যিই অসাধারণ। শিল্প ও শিল্পীর প্রতি আন্তরিক ভালোবাসা আছে বলেই এসব তিনি করতে পেরেছেন।
২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৪
শাহ আজিজ বলেছেন: যে কোন বিষয়ের প্রতি ভালবাসা থাকতে হবে ।
৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৭
নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রতিভার স্বাক্ষর আছে প্রতিটা কাজে।আপনি শিল্পী মানুষ ভাল বুঝবেন,আমার কাছে মনে হয় জাদু।
২৩ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১৭
শাহ আজিজ বলেছেন: চর্চাই আসল । ভাস্কর্য ইতিহাস সংরক্ষনে ব্যাপক ভুমিকা রাখে ।
৯| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫৩
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছে সেটা জানতে।
১০| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১:১৫
সাহাদাত উদরাজী বলেছেন: কাজ ভাল হলে মানুষ দেখতে যাবেই।
২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩৬
শাহ আজিজ বলেছেন: মোমের তৈরি মূর্তির সম্ভার এখনো দেখা হয়নি । যাহোক বাড়ির পাশে যাদুঘরে আছে এটাই স্বস্তি । গুলশানে আছে কিন্তু তাদের হাত একদম নিপুন নয় ।
১১| ২৪ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৬
এমেরিকা বলেছেন: আপনি একটা চালু করুন, আলী যাকেরের মূর্তি থুক্কু ভাস্কর্য দিয়ে!
২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:০৮
শাহ আজিজ বলেছেন: এগুলো ব্যায় সাপেক্ষ , আমার পক্ষে সম্ভব হবে না । আমার কলিজা এতো দুর্বল না যে মূর্তি দেখলেই লুটিয়ে পড়ব পেন্নামের জন্য । আলী জাকেরের চেয়েও আরও গুণান্বিত ব্যাক্তি বর্গ আছেন এদেশে ।
১২| ২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:১৩
এমেরিকা বলেছেন: তার মানে আপনি বলতে চান, হিন্দুদের কলিজা দুর্বল? আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে হিন্দু। তার সঙ্গে ব্যাংকক গেছিলাম ঘুরতে। সে দেখি বুদ্ধ মূর্তি দেখেও প্রণাম করে। হিন্দুরা ভক্তি ভরে আর মুসলিম নামধারীরা সম্মানার্থে ভাস্কর্য বানায়। বলুন তো দেখি, ভক্তি আর সম্মানের মধ্যে পার্থক্য কি?
২৪ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
শাহ আজিজ বলেছেন: যার যেমন খুশি সে তেমনি পালন করবে ।
মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোন তফাত নেই । মাটি দিয়ে গড়া আর কুঁদে বা খোদাই করে তৈরি । ভক্তি আর সন্মানের মধ্যে কার্যত কোনই পার্থক্য নেই ।
কেউ যদি পুজা করে শান্তি পায় তাকে করতে দিন কিন্তু অন্যকে প্ররোচিত না করলেই হয় ।
আপনি হটাত এসবের পিছনে মনযোগী হলেন কেন । আমাকে স্কুল বালকের মত মনে হচ্ছে ?
১৩| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫৬
শোভন শামস বলেছেন: অসাধারণ কাজ।
২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:০৪
শাহ আজিজ বলেছেন: হুম বেশ ভাল কাজ । মাদাম তুসো মিউজিয়ামের কাজ আরও সুন্দর ।
১৪| ২৪ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: জামাকাপড়গুলিও কি মোমের তৈরি নাকি?
২৫ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৯:০৭
শাহ আজিজ বলেছেন: শুধু শরীরের দৃশ্যমান অংশ মোমের , জামা কাপড় আসল কাপড়ে ।
©somewhere in net ltd.
১| ২২ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অসাধারণ কাজ। মনে হয় যেন জীবন্ত মানুষ।
শেয়ার করার জন্য ধন্যবাদ শাহ আজিজ ভাই।