নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের বাজারে বিক্রির জন্য ভারতের ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান সেরাম ইন্সটিটিউট থেকে যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে আসবে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। সেরামের কাছ থেকে বেসরকারিভাবে বিক্রির জন্য আলাদা ৩০ লাখ ডোজ ভ্যাকসিন নেবে ওষুধ নির্মাতা এই বাংলাদেশি প্রতিষ্ঠানটি।
চুক্তির আওতায় সেরাম ইন্সটিটিউটের কাছ থেকে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা কিনেছে বেক্সিমকো। প্রতি ডোজের দাম পড়েছে ৪ মার্কিন ডলার।এই টিকা অগ্রাধিকার ভিত্তিতে বিনামুল্যে বিশেষ লোকেদের উপর প্রয়োগ হবে । সরকারকে সরবরাহ ব্যাতীত বেসরকারিভাবে বিক্রির জন্যও ৩০ লাখ ডোজ টিকা কিনছে বেক্সিমকো। এর প্রতি ডোজের দাম পড়েছে ৮ ডলার, যা সরকারের জন্য কেনা ভ্যাকসিনের মূল্যের দ্বিগুণ বা ১ হাজার ১২৫ টাকা। সরকারের অনুমতিক্রমে বেক্সিমকো অন্যান্য ভারতীয় দুটি প্রতিষ্ঠানের সাথেও টিকা সংগ্রহের ব্যাপারে আলাপ চালিয়ে যাচ্ছে । এসব টিকা কারা কিভাবে দেবে তা খোলাসা করা হচ্ছে না । ধরে রাখুন আপনার গাঁটে মাল গোজা থাকলে আপনি নিরাপদ ।
খবরের সুত্রঃবাংলা ট্রিবিউন
১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:২৩
শাহ আজিজ বলেছেন: প্রচুর মানুষ টিকার দিকে ঝুকবে না বা আগ্রহ দেখাবে না । বেসরকারি টিকা ব্যাক্তিগত পর্যায়ে নেওয়া হবে এবং ঢাকা চিটাগঙ্গেই তা শেষ হবে । সরকার শুধু বেক্সিমকো কে কেন এই সুবিধা দিচ্ছে বোঝা গেল না । আরও বৃহৎ পাঁচটি ঔষধ কোম্পানি আছে এবং তাদেরও যোগাযোগ আছে টিকা প্রস্তুত কারিদের সাথে । ভয় হচ্ছে এই টিকা কালোবাজারে চলে না যায় ! সেদিক দিয়ে দেশকে বেশ ভুগতে হবে ।
ধন্যবাদ।
২| ১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৩৪
জুন বলেছেন: টিকা নেয়ার ব্যাপারে এখন কেমন জানি একটা ভয় কাজ করছে । কত পাতা জানি ফর্ম ফিলাপ করতে হবে শুনলাম যেন প্রতিক্রিয়ার দায়িত্ব না নেবার ব্যাপারে ।
১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৪
শাহ আজিজ বলেছেন:
কি কি ফিলাপ করতে চাইবে কে জানে । আসলে এসব বাতুলতা । করোনা বিশ্ব পরিস্থিতির শিকার , টিকা সরকার দেবে , দায়িত্ব সরকারকে নিতে হবে । অন্যরা আনবে , শুনেছি যোগাযোগ চলছে । তাছাড়া আমরা বিদেশ নির্ভর অর্থনীতির দেশ । অনেক কিছুই চাইলেও সরকার তা করতে পারবে না । এই প্রস্তুতকারিরা ২৪ ঘণ্টা উৎপাদন করছে , অতিরিক্ত মালামাল তাদের অবশ্যই চাহিদা মোতাবেক অন্য রাষ্ট্রকে দিতে হবে ।
নো টেনশন জুন , আমরাও গো মুত্র নেব না ।
৩| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৪
চাঁদগাজী বলেছেন:
মাছের বাজার
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৭
শাহ আজিজ বলেছেন: তাই বানাইতেছে ।
৪| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৬
চাঁদগাজী বলেছেন:
জিনজিরায়ও তৈরি হবে?
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:০৮
শাহ আজিজ বলেছেন: বিশ্বাস নাই --------------------------
৫| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২০
চাঁদগাজী বলেছেন:
বেক্সিমকো পরিবার শেখ হাসিনা থেকে বাংলাদেশকে লীজ নিয়েছে।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৩৩
শাহ আজিজ বলেছেন: নো কমেন্টস
৬| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: আমি টিকা নিবো না আপাততো।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:৫৮
শাহ আজিজ বলেছেন: ইওর চয়েস
৭| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:০৪
নুরুলইসলা০৬০৪ বলেছেন: মন্ধের ভাল।অনেক রকমের টিকা মানুষ কিনেই ব্যবহার করে।গরিব মানুষের মাগনা পাওয়া দরকার।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ৯:৩৭
শাহ আজিজ বলেছেন: সেটাই । আমরা কিনে ব্যাবহার করব , ফ্রি টিকা গরীবরা পাক । কিন্তু শুধু বেক্সিমকো কে কেন , অন্যদেরও দিক ।
৮| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:২২
নেওয়াজ আলি বলেছেন: কিছুদিন আগে এক ওসি বলেছে চুপ থাকতে তাই চুপ আছি। পেপার পত্রিকা পড়ে যাহা বুঝার বুঝছি।অন্য দেশের ভিসা পেলে চলে যাবো টিকা দিতে।
১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৫
শাহ আজিজ বলেছেন: এইজন্য আমরা সরকারের বিরোধিতা করি না , চুপ থাকি ।
৯| ১৩ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৩৬
রাকু হাসান বলেছেন:
বেক্সিমকো ব্যবসায়ী প্রতিষ্ঠান ,সরকার এদের বিশ্বাস না করলে জনগণ স্বস্তিতে থাকত কিছুটা হলেও । টিকা নিয়ে বাংলাদেশে একটা অঘটন ঘটতে পারে।
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৪
শাহ আজিজ বলেছেন: কিছুই হবে না , আমরা নেতিয়ে গেছি ৫০ বছরে দাদা ।
১০| ১৪ ই জানুয়ারি, ২০২১ রাত ২:০৮
সোহানী বলেছেন: তবুও ভালো। খোলা বাজারে বেশী দাম দিলেও যার টাকা আছে তার পাওয়ার নিশ্চয়তা আছে। আর শুধু সরকারীভাবে হলে কে কবে পাবে তার নিশ্চয়তা নেই।
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫৭
শাহ আজিজ বলেছেন: সরকার কিছু লোককে ফ্রি টিকা দেবে এবং তাই যথার্থ । বাকিরা কিনে বাচবে । এই শব্দটুকু আজীবন মনে থাকবে।
১১| ১৪ ই জানুয়ারি, ২০২১ ভোর ৬:৪৪
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
সহব্লগার ডঃ আলী বলেছেন - "ভেস্টেট ইন্টারেস্ট গ্রুপের স্বার্থ রক্ষার বিষয়টি সবসময় সব কর্সুচীতেই থাকে ,
শুধু খালি চোখে সবাই দেখতে পায়না"।
আমারও তাই ধারনা, শুধু তেল মালিশ করনেওয়ালা কাউকে ফায়দা লুটতে দিতেই আমাদের দেশীয় প্রতিষ্ঠান "গ্লোব বায়োটেক" এর আবিষ্কৃত টিকা নিয়ে গড়িমসি করা হয়েছে এতোদিন। যখন ভারত থেকে টিকা আনার সম্ভাবনা প্রায় শেষ হয়ে যাচ্ছিলো তখনই কেবল গ্লোব বায়োটেককে ক্লিনিকাল ট্রায়ালের জন্যে অনুমতি দেয়া হয়েছে যাতে স্বাস্থ্য বিভাগ গলাবাজী করে বলতে পারে আমরা নিজেরাই নিজেদের টিকা বানিয়েছি জনগণের মুখ চেয়ে। আমরা জনগণের কথাই ভাবি.....
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৯:৫২
শাহ আজিজ বলেছেন: আমরা ক্রাইমের শার্পেন এজের উপর দাড়িয়ে । পৃথিবীর বিখ্যাত ভ্যাক্সিন প্রস্তুতকারিরা কিন্তু হিসাব করে রেখেছে আজকের প্রডাক্ট কানাডায় , কালকের যাবে ইংলান্দে , পরশু ব্রাজিল তারপর অন্যরা , এভাবেই সাইকেল করে তারা ২৪ ঘণ্টা চালু রাখছে মেশিন । কারন কেউই ৭ দিনের পুরাতন জিনিষ ধরে রাখতে চাইবেনা । সবাইকে একসাথে টিকা দেওয়া যাবেনা আর এত ডাক্তার নার্স জোগাড় হবেনা । আমাদের ইচ্ছা একটু অন্যরকম , পাবলিক শালার পুত যাইব কই আমাগো এড়াইয়া ? ভারত কমিশন দেবে , ফাইজার , গাভী দেবে না । কারন এই মহামারী কালেও আমগো শাসকদের রসের ধারা বইয়া যায় , নাউজুবিল্লাহ ।কাল পাপন বলছিল অন্য কোম্পানি আনতে চাইলে আমাদের সাথে আসুক ! কেন ওর সাথে যেতে হবে কেন ? বায়োটেক কে থামিয়ে দেওয়া হয়েছে চাপ দিয়ে । ওরাও অন্যের প্রডাক্ট কপিরাইট কিনে এদেশে বানাতে পারত ।
খুব হতাশ লাগছে ।
১২| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ৭:৪৭
কবিতা ক্থ্য বলেছেন: বেক্সিমকো কে স্বাস্হ্য মন্ত্রনালয়ের দ্বায়িত্ব দেওয়া হোক।
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:০০
শাহ আজিজ বলেছেন: সব আউলা ঝাউলা কইরা ফালাইব ।
১৩| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:১৮
জুন বলেছেন: অন্য কোম্পানি আনতে চাইলে আমাদের সাথে আসুক !
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:২৩
শাহ আজিজ বলেছেন: কাল রাতে এটুকুই শুনে লাইভ শেষ হল । পুরোটা শুনলে আরও জানা যেত শয়তানি কেরামতি ।
১৪| ১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১০:৩৭
জুন বলেছেন: পিয়াজের মত ভ্যাক্সিনও গুদামে পচবে আমি শিউর । গরীব মানুষ কয় জন টিকা নিতে যাবে আমি সন্দিহান। ওরাতো করোনাকেই অস্বিকার করে। আসলেও তো সত্য বস্তিতে করোনা হলে রোগটা হয়তো গোপন করতে পারে, কিন্ত মৃত্যু !! শত শত মৃত্যু হওয়ার কথা। আমার বুয়াকে ফোন করলে বলে ইতান আম্নেগো বড় লোকের মইদ্দ্যেই শুনি, আমাগো মইদ্দে নাই
আমাদের মত শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এই সব আলাপ আলোচনা শুনে টিকা নেয়ার ব্যাপারে শংকিত । আর ধনীরা তো সোজা বাইরে যাবে । আমি শুনলাম জাতিসংঘ তাদের স্টাফদের জন্য নিজেরা ভ্যাক্সিন আনবে । এখন সেই আশায় আছি
১৪ ই জানুয়ারি, ২০২১ সকাল ১১:১৪
শাহ আজিজ বলেছেন: তখন রাইতের নক পার্টি বাসায় বাসায় গিয়া জুর কইরা টিকা দিব । না লইলে ডিজিটাল আইনে মামলা দিব । কই পালাইবা বাঙ্গাল । শুধু জাতিসংঘ না , চালু সব কারখানা নিজেরা টিকা এনে কর্মীদের দিবে তবুও গরুর মুত্র ---- ছিঃ ঘেন্না --- যাই অজু কইরা আসি ।
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
ভেস্টেট ইন্টারেস্ট গ্রুপের স্বার্থ রক্ষার বিষয়টি সবসময় সব কর্সুচীতেই থাকে ,
শুধু খালি চোখে সবাই দেখতে পায়না। হয়রানি বিবিধভাবে হবে আমজনতার
জন্য এটা অবধারিত, যদি না শক্তভাবে তা মোকাবেলা না করা হয় ।
সকলের সচেতনতা বাড়ুক এ কামনা রইল । সকলেই মুক্ত থাকুক
এই মহামারী থেকে আল্লার কাছে এ দোয়াও করি ।
শুভেচ্ছা রইল