নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনটা এরকম লাল সূর্যের মত হোকনা !!
করোনা পরিস্থিতি ভাল না , স্বাস্থ্য বিভাগ নিজেই বলছে এবারের ভাইরাস আক্রমণাত্মক এবং বেপরোয়া , একটু আগে শুনছিলাম টি ভি
সংবাদে । জিন পরিবর্তনের ফলে নতুন ভাইরাস আরও সংক্রমণ শক্তিশালী । মৃত্যুর মিছিল লম্বা হচ্ছে , শোকের ছায়া দীর্ঘ । কেবল আপনি নিজেই পারেন এটাকে প্রতিরোধ করতে । নো পার্টি নো গ্যদারিং , নো ইনভাইট । নিচে সরকারি সতর্কবানী ছেপে দিলাম । ভাল থাকুন । শবেবরাতের রাতের দোয়া রইল আপনাদের জন্য ।।
১. সব ধরনের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয়সহ যেকোনো উপলক্ষে জনসমাগম সীমিত করার কথা বলা হয়েছে৷ প্রয়োজনে উচ্চ সংক্রমণ এলাকায় জনসমাগম নিষিদ্ধ থাকবে৷
২. মসজিদসহ সব ধর্মীয় উপাসনালয়ে স্বাস্থ্যবিধি পালন নিশ্চিত করার কথাও বলা হয়েছে৷
৩. পর্যটন, বিনোদন কেন্দ্র, সিনেমা হল, থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সব ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করা হবে৷
৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না৷
৫. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় আন্তজেলা যান চলাচল সীমিত করতে হবে, প্রয়োজনে বন্ধ করতে হবে৷
৬. বিদেশফেরত যাত্রীদের ১৪ দিনের কোয়ারান্টাইন নিশ্চিত করতে হবে৷
৭. নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা ও উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে বেচাকেনা করতে হবে৷
৮. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোয় মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে৷
৯. শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা বাধ্যতামূলক৷
১০. দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ থাকবে৷
১১. অপ্রয়োজনে রাত ১০টার পর ঘর থেকে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে৷
১২. প্রয়োজনে বাইরে গেলে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানতে হবে৷ এ ক্ষেত্রে মাস্ক না পরলে বা স্বাস্থ্যবিধি মেনে না চললে আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে৷
১৩. করোনাভাইরাসে আক্রান্ত বা করোনার লক্ষণ রয়েছে এমন ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা অন্যদের কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে৷
১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস, প্রতিষ্ঠান, শিল্পকারখানা ৫০ শতাংশ লোকবল দিয়ে পরিচালনা করতে হবে৷ অন্তঃসত্ত্বা, অসুস্থ, ৫৫ বছরের অধিক বয়সী ব্যক্তিদের বাসায় থেকে কাজের ব্যবস্থা গ্রহণ করতে হবে৷
১৫. সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজন করতে হবে৷
১৬. সশরীরে উপস্থিত হতে হয় এমন যেকোনো ধরনের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে৷
১৭. হোটেল, রেস্তোরাঁয় ধারণক্ষমতার অর্ধেক মানুষ প্রবেশ করতে পারবে৷
১৮. কর্মক্ষেত্রে প্রবেশ ও অবস্থানের পুরোটা সময়ই বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে৷
২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৩
শাহ আজিজ বলেছেন: আমাদের সামগ্রিক বোধ শক্তি বিলুপ্ত হচ্ছে ।
২| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সময় উপযোগী পোষ্ট।এছাড়া বিকল্প নাউ।
২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৪
শাহ আজিজ বলেছেন: খুব বিপদের ঘণ্টা বাজছে সদর দরজায় ।
৩| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৫৭
আমি সাজিদ বলেছেন: দেশে কত ভাগ ভ্যাক্সিন দেওয়া হয়েছে? ভ্যাক্সিনেশনের গতি এখন কেমন?
২৯ শে মার্চ, ২০২১ রাত ১১:১০
শাহ আজিজ বলেছেন: ভাগ জানিনা ৬ লাখ ভ্যাক্সিন দেওয়া হয়েছে(চেক করে নিয়েন ঠিক আছে কিনা) । এই ৬ লাখে সেকেন্ড ডোজ রেডি আছে । বাকি টিকা কবে আসবে ঘোষণা দেয়নি ।
৩০ শে মার্চ, ২০২১ সকাল ১০:২৯
শাহ আজিজ বলেছেন: ?????????
৫| ৩০ শে মার্চ, ২০২১ সকাল ১০:১৫
নেওয়াজ আলি বলেছেন: মানুষ নিজে সচেতন হলে অনেক উপকার হতো। কিন্তু ভাত যোগান কঠিন যে ঘরে থাকলে
৩০ শে মার্চ, ২০২১ সকাল ১০:৩১
শাহ আজিজ বলেছেন: মাস্ক পরলে , বিচে গাদাগাদি না করে , বার্থডে , শুভ বিবাহ , মেহফিল এসব না করলে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনা যেত ।
৬| ৩১ শে মার্চ, ২০২১ রাত ১:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
দেশের মানুষকে এবার খুবই সাবধানে থাকতে হবে। মাস্ক আর নিয়মিত হাত মুখ ধোয়ার বিকল্প কিছু নেই। পরম করুণাময় আল্লাহপাক সকলকে নিরাপদ রাখুন।
৩১ শে মার্চ, ২০২১ সকাল ৯:৩১
শাহ আজিজ বলেছেন: আমিন , ডরে এখন বিল্ডিঙের বাইরে যাইনা । আই পি এর ব্যাবহার বাইড়া গেছে ।
৭| ৩১ শে মার্চ, ২০২১ সকাল ১০:০৬
জুল ভার্ন বলেছেন: অত্যন্ত সময় উপযোগী পোষ্ট।
০১ লা এপ্রিল, ২০২১ দুপুর ২:২৯
শাহ আজিজ বলেছেন: প্রচন্ড চাপের মধ্যে আমরা
©somewhere in net ltd.
১| ২৯ শে মার্চ, ২০২১ রাত ১০:৩৫
চাঁদগাজী বলেছেন:
বাংগালীরা নিজে না মরলে বুঝে না, মরার পর বুঝলেও খারাপ হতো না।