নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

সিয়াম ও বাংলা নতুন সন

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৮






এবারে এই প্রথম সিয়াম আর নববর্ষ একই দিনে পড়লো । আগের ইতিহাস জানিনা বা আমার বয়সকালে কখনো পাইনি । অবশ্য বৈশাখ পালন ব্যাপকভাবে ৮০ দশকের শেষদিকে শুরু । তার আগে গ্রামে চৈত্র সংক্রান্তি আর বৈশাখ পালন হতো । তেতো খাওয়া সংক্রান্তির অন্যতম পালনীয় উৎসব । বৈশাখ পালন রোহিত মৎস্য আর মিষ্টি দিয়েই সম্পন্ন হতে । হাল খাতা বাংলা নববর্ষের অন্যতম বিষয় ।
ছোটবেলায় পশ্চিম আকাশে সবার সাথে সাওমের চাঁদ দেখতে ব্যাস্ত হতাম । যে প্রথম দেখতে পেত সে দানাদারের প্রথম পিস মুখে নিত । ভোর রাতে রান্নাঘরের হাড়ি কুড়ির আওয়াজে ঘুম ভেঙ্গে যেত । একসময় সবাই টেবিলে বসে খেত । একদিন আমার জিদে মা আমায় খেতে দিলে সেহরি । পরদিন বাবার সাথে আমাদের বইয়ের দোকানে বসে কলা খেতে খেতে আধ খাওয়া কলা হাতে নিয়ে বাবার দিকে চেয়ে রইলাম হতবাক । বাবা মিট মিট হাসছেন , বললেন তোর দুটো রোজা হবে , আজ দুপুরে কিছু খাবি না । বাসায় এসে মার কাছে কেঁদে ফেললাম । সন্ধ্যায় ইফতারির ভুরি ভোজ । এভাবেই বাবা আমাদের অনুশীলন করাতেন । মাগরিব অতি আবশ্যিক ছিল বাবার ইমামতিতে । একসময় আমি মুয়াজ্জিন হয়ে আজান দিতাম প্রতিদিন । বাবা ৭০ এ আর মা ২০০১ সালে আমাদের ছেড়ে চলে গেছেন । মায়ের চিড়া আর কলার ইফতারি আমার খুব ভাল লাগত । দেশে থিতু হয়ে আমিও চিড়া আর কলা চটকে ইফতারি করতাম ।
জীবন বদলে গেছে । অনেক কিছু হারিয়েছি এবং পেয়েছি । পিচ্চিকালে সিয়াম পালনের সেই উদ্দাম উৎসাহ এখন কমে গেছে । আমদের একটি নিয়ত থাকে তাহলো একজন দরিদ্র সিয়াম পালনকারীকে সন্ধ্যায় ইফতারি আর সেহরি দেওয়া ।
এসব প্রথা বাবার আমল থেকেই চলছে , আমরাও পালন করে সুখবোধ করি । করোনা কালে এবারের নববর্ষের আয়োজন আর হল না । ভিড় ভাঁটটা না করাই উত্তম ।

সবার মঙ্গল হোক এই কামনায় ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৪

শায়মা বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া।

ভাইয়া আমি এই উৎসবহীন নতুন বর্ষবরণে ছোট্ট বাবুদের জন্য একটা পাপেট শো বানিয়েছি।

সেটা নিয়ে আসবো ভাবছি এই ব্লগের পাতাতেও। তোমার বাড়িতে ছোট্ট বাবু নেই হয়ত কিন্তু তোমাকেই দেখাতে চাই ভাইয়া। হা হা

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩০

শাহ আজিজ বলেছেন: উক্কে উক্কে , আমি দেখুম ।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্বাগত উৎসবহীন ১৪২৮ বঙ্গাব্দ
শুভ নববর্ষ

১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৭

শাহ আজিজ বলেছেন: শুভ নববর্ষ ।

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০১

জুল ভার্ন বলেছেন: নব বর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২

শাহ আজিজ বলেছেন: শুভেচ্ছা

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৫৭

শায়মা বলেছেন: ভাইয়া আমি কিন্তু পাপেট শোটা দিয়েছি!!!!! :)

মহাবিশ্বভাইয়া অনেকগুলা সাজেশন দিয়েছে। তুমিও দেখে বলো নেক্সট টাইম কি কি করতে হবে।:)
এইবার লকডাউনে অনেক কষ্টে সৃষ্টে নিজে নিজেই করতে হলো :(

১৪ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৩

শাহ আজিজ বলেছেন: আচ্ছা দেখছি --------

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.