নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

১০১

১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১১


মিরোরডডলের অনুরোধে ছবি সরিয়ে নিলাম



মত্যু ১০১ ছাড়িয়েছে গেল ২৪ ঘণ্টায় ।

বুকটা কেপে উঠল থরথর করে।

আজতক ১০০০০ ছাড়িয়ে গেছে করোনা মৃত্যু ।

এ আমাদেরি হেলাফেলার ফসল ।

কাউকে দোষ দেবার আগে নিজের দিকে আঙ্গুল তুলুন ।

নিরাপদ থাকুন ভাল থাকুন

মাস্ক পরুন , হাত ধুয়ে ফেলুন।

মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আসলেই বুক কেঁপে উঠছে। সামনে কী অবস্থা দেখতে হবে, তা ভাবলে আরো বেশি শিউরে উঠি।

আমাদের হেলাফেলার খেসারত দিতে হবে এখন।

১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২০

শাহ আজিজ বলেছেন: অক্সিজেন সিলিন্ডার নিয়ে টানাটানি , বেড নিয়ে হানাহানি , ভেন্টিলেটর তো স্বপ্নের ব্যাপার ।

২| ১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৪

চাঁদগাজী বলেছেন:



প্রাইম মিনিষ্টার প্রতিদিন করোনা আপডেট দেন টেলিভিশনে?

১৬ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৯

শাহ আজিজ বলেছেন: আই ই ই সি ডি আর বি দেয় ।

৩| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৮

চাঁদগাজী বলেছেন:




মানুষ এসব বোগাস (আই ই ই সি ডি আর বি'র লোকজন ) লোকজনের উপর আস্হা রাখেনি কখনো।

১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩০

শাহ আজিজ বলেছেন: অন্যান্য ১০ টা সরকারি অফিসের মতই চলছে । অক্সিজেন , আই সি ইউ বেড গেল এক বছরের কথা। এ যাবত তার সুরাহা হয়নি ।

৪| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

সভ্য বলেছেন: বিশ্বাস করি, গরীবের কিছুই হবে না। সিন্ডিকেট সহ সব ধরণের কালোবাজারী, দুই নম্বরী, নারী পাচারকারী, ড্রাগস মাফিয়ারা, সব গুলান সেইসব দামী দামী জিনিষ নিয়া টানাটানি করুক.। গরীবের করোনা হয় না। করোনা হয় ধনীর। ধনীরা কোন পথে পয়সা কামিয়েছে তার সদুত্তর দিক আগে।

১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৪

শাহ আজিজ বলেছেন: আপাতত এই বিষয় নিয়ে আলাপ না করি ।

৫| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: নিরাপদ থাকুন, ভাল থাকুন।

১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

শাহ আজিজ বলেছেন: ঘর ছাইড়া বাইরই হইতাছি না ভাই ।

ভাল থাকুন।

৬| ১৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী সিপাহী বলেছেন: ঘরে হালকা ব্যায়াম করবেন। হাত পা ছোড়াছুড়ি আর কি।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৪

শাহ আজিজ বলেছেন: ছাদে যাই , গ্যারেজ স্পেসে হাটি ।

৭| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মানুষ কোথায় যাবে কি করবে কিছুই বুঝতে পারছে না।সারা বিশ্বে একই অবস্থা।দ্রুত টিকার ব্যবস্থা করতে হবে।

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: আমরা টিকা নিয়ে গ্যাঁড়াকলে পড়ে গেলাম ।

৮| ১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৬

নেওয়াজ আলি বলেছেন: মৃত্যু শুধু বাড়তেছে

১৬ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৩

শাহ আজিজ বলেছেন: এই ভাইরাসের বিহ্যাভিয়ার খুব অদ্ভুত । ব্রাজিল বলছে তাদের বর্তমান স্ত্রেইন কোন ভ্যাক্সিনে কভার করছে না , বিপজ্জনক ।

৯| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৮

ahmedshishir700 বলেছেন: ইশ

১৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৪

শাহ আজিজ বলেছেন: আহা

১০| ১৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪২

মিরোরডডল বলেছেন:




ভয়াবহ অবস্থা । প্রতি মুহূর্তে আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে ।
কখন কি নিউজ শুনি ।
রেগুলার কারো না কারো স্যাড নিউজ শুনছি দেশে এবং দেশের বাইরে থেকে ।

এরকম ছবিগুলো দেয়া এভয়েড করবেন প্লীজ ।
এগুলো দেখে দেখে খুব মানসিক চাপ হচ্ছে, ভালো লাগে না এরকম দেখতে ।



১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬

শাহ আজিজ বলেছেন: মন শান্ত করুন । ধ্যান করুন । আমি ছবি প্রত্যাহার করছি ।


ভাল থাকুন ।

১১| ১৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৪

মিরোরডডল বলেছেন:



আসলে কি হয়েছে, লাস্ট ফিউ ডেইজ বেশ কয়েকজন আত্মীয় এবং পরিচিত মারা গেছেন ।
ওগুলো শুনে আর এরকম ছবি দেখে দেখে দুঃস্বপ্ন দেখছি ।
সেদিন দেখলাম এরকম সাদা কাফনে মোড়ানো ডেডবডি সাথে নিয়ে ঘুমাচ্ছি ।
এরকম স্বপ্ন দেখে যখন মাঝরাতে ঘুম ভেঙ্গে যায়, তারপর বাকি রাত আর ঘুমাতে পারিনা ।
অনেক অনেক থ্যাংকস আপনাকে ছবি সরিয়ে নেয়ার জন্য ।
ভালো থাকবেন ।



১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০০

শাহ আজিজ বলেছেন: আমারও সমস্যা হয় , রাতে একা চিল্লাই , মেয়ে তার ঘর থেকে আমায় ডাক দেয় , ওতেই সম্বিৎ ফিরে পাই । মানসিক উত্তেজনা থাকলে এসব হবেই ।

এখনো ভাল আছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.