নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

কিছু আশাপ্রদ সংবাদ ---------------

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:১০



রাশিয়া বাংলাদেশকে ভ্যাক্সিন তৈরির ফর্মুলা বা নো হাউ দেবে যা খুবই গোপনে রাখতে হবে । সরকারের ভাষ্য হিসাবে এটি চমৎকার প্রস্তাব ।

এদিকে চীন বাংলাদেশে তাদের ভ্যাক্সিন স্টক গড়ে তুলতে চায় । ২৭ তারিখে এসব প্রস্তাবের নিস্পত্তি হবে । দুটি প্রস্তাব খুবই আশাপ্রদ ।

পাঠক অপেক্ষায় থাকুন কারন দুটি ভ্যাক্সিনে কোন সমস্যা দেখা যায়নি ।

ঈশ্বর আমাদের মঙ্গল করুন।

মন্তব্য ৩৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৩

মরুভূমির জলদস্যু বলেছেন: রাশিয়ার বিষয়টা গতকাল রাতে দেখলাম।
যেদেশের প্রধান ব্যাংকের রিজার্ভ চুরু হয়ে যায়, সেই দেশে ভ্যাক্সিনের ফর্মুলা কোন ভোল্টে সংরক্ষিত থাকবে কে জানে।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩০

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~









চমৎকার অলংকরন ।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩২

শাহ আজিজ বলেছেন: রাশিয়ার এম্বেসির ভল্টে রাখবে ।

২| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২৭

সভ্য বলেছেন: যদি তেমন হয় তাহলে নিশ্চয় ভালো খবর, আমার আশায় তো বুক বাধবো। বার বার আশা ভঙ্গ কখনো কামনা করি না। আপনি আশার খবর শুনিয়েছেন ধন্নবাদ।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৩১

শাহ আজিজ বলেছেন: আমি সবসময় আশাবাদী ।

৩| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪১

ডঃ এম এ আলী বলেছেন:

ভাল খবর । আমিউ আশাবাদী ।
শুভ কিছুর জন্য আশায় থাকলাম ।

শুভেচ্ছা রইল

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৪৬

শাহ আজিজ বলেছেন: শুভেচ্ছা আপনাকে ।

৪| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫১

কলিমুদ্দি দফাদার বলেছেন: যে ৫ টি ধাপ অতিক্রম করার পর ভ্যাকসিনের লাইসেন্স মিলে
রাশিয়া নাকি তার ২ টাই করে নাই। রাশিয়া দুনিয়াকে সন্তুষ্ট করেছে
পুতিনের মেয়ের শরীরে টিকা প্রয়োগ করে।
পশ্চিমা দেশ বিমুখ ভেনিজুয়েলা আর ইরান আর গুটি কয়েক দেশ ছাড়া বড় মাএায়
আর কেউ কি রাশিয়ান ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে?

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৮

শাহ আজিজ বলেছেন: ভাল খবর দিয়েছেন ।

যোগাযোগ রাখবেন ।

৫| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০১

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ভ্যাকসিনের সাথে রাজনিতি জড়িত।পশ্চিমার রাশিয়া ও চীনের ভ্যাকসিনের বিরোধিতা করবেই।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৪

শাহ আজিজ বলেছেন: ভ্যাক্সিন ওয়ার

৬| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৬

শেরজা তপন বলেছেন: সংবাদটা অবশ্যই আশাপ্রদ! আমি স্পুত্নিকের জন্য অপক্ষেয় আছি :)
ধন্যবাদ শেয়ার করার জন্য

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৫

শাহ আজিজ বলেছেন: আমিও অপেক্ষায় ।

৭| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৭

বিডি আইডল বলেছেন: রাশিয়া এবং চীনের ভ্যাক্সিন তাদের দেশের লোকজনই নিচ্ছে না। বাংলাদেশের মতই এই দুই দেশ স্বৈরাচারী এবং উন্মুক্ত তথ্য-উপা্ত্তে বিশ্বাসী নয়। বেকুব বাঙ্গালীর জন্য এই নিম্ন মানের ভ্যাক্সিনই ঠিক আছে।

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১১:৪৩

শাহ আজিজ বলেছেন: হা হা হা । দেখা যাক কি দাড়ায় ব্যাপারটা ।

৮| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ১:২৭

সাহাদাত উদরাজী বলেছেন: িছুতেই আর কিছু বিশ্বাস হয় না!

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪

শাহ আজিজ বলেছেন: ইত্তেফাক এমনটি করল কেন বুঝলাম না ।

৯| ২৪ শে এপ্রিল, ২০২১ রাত ৩:০২

নেওয়াজ আলি বলেছেন: গুড় নিউজ

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: আপাতত সন্দেহজনক

১০| ২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৩৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: টিকার মান নিয়ে রাশিয়া বা চীন দুই নম্বরি করে নি বলেই মনে হয়, সারা দেশের জনগণকে এরা এতো বিপদে ফেলবে না। আর ইতোমধ্যেই তারা তাদের দেশের প্রচুর লোকজনকে টিকা দিয়ে ফেলেছে। সুতরাং এর কার্যকারিতা নিয়েও দেশ দুটি যথেষ্ট আত্মবিশ্বাসী। সেই হিসাবে বাংলাদেশ সরকার মোদির উপর ভরসা না করে বিকল্প উৎসের সাথে যোগাযোগ করে বুদ্ধিমানেরই পরিচয় দিয়েছে। সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। কানাডার মতো দেশ প্রথম দিকে করোনা ভালোভাবে নিয়ন্ত্রণ করা সত্বেও ভেক্সিন সংগ্রহের ব্যাপারে চরম অদূরদর্শিতার পরিচয় দিয়েছে। কিছু ভুল সিদ্ধান্তের কারণে এখন করোনা অনেকটা নিয়ন্ত্রণের বাইরেই চলে যাচ্ছে।

২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:০৩

শাহ আজিজ বলেছেন: আমি একটি বিদেশী পত্রিকায় পড়ছিলাম চীন জুলাই থেকেই টিকা শুরু করেছে । ১ অক্টোবর উপলক্ষে ৩০ সেপ্টেম্বর চীনের ৫০০ নেতা রাতের খাবার একসাথে খেলেন কোন সামাজিক দূরত্ব বা মাস্ক ছাড়াই । যেকোন ভাবে হোক একটি ছবি বেরিয়ে এসেছে এবং তা আমার সংগ্রহে আছে । গুজরাটি মানুষ একটু বাটপাড় হয় , ইতিহাস বলে ।

বাংলাদেশ এইক্ষনে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে ।

১১| ২৪ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৯

রানার ব্লগ বলেছেন: আমি রাশিয়ান ভ্যাক্সিনের অপেক্ষায় আছি।

চীন কে বিশ্বাস করি না।

চীন আর ভারত দুইটাই মুলা ঝুলানো পার্টি।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১২

শাহ আজিজ বলেছেন: চীনের ভ্যাক্সিন দক্ষিন আমেরিকায় শুরু হয়ে গেছে ।

১২| ২৪ শে এপ্রিল, ২০২১ সকাল ৮:২০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এটা একটি গুড নিউজ।

যেরকম আমরা আশা রাখছি সেরকম যেন হয়।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৬

শাহ আজিজ বলেছেন: টিকা বাধাগ্রস্থ হওয়ায় সরকারও বেকায়দায় পড়েছিল ।

১৩| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৬

হাসান রাজু বলেছেন: রাশিয়ার কাছে বাংলাদেশের বিশ্বস্ততার এইটুকু প্রমাণতো রাখা ই যায়।

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৭

শাহ আজিজ বলেছেন: হুম , তাই।

১৪| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: চূড়ান্ত সুসংবাদের অপেক্ষায় আছি।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮

শাহ আজিজ বলেছেন: পাপন- আদর লাইগা গেছে কাইজ্যা

১৫| ২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ২:২০

বিদ্রোহী সিপাহী বলেছেন: টিকা ফর্মূলার সাথে নাকি বাণিজ্যিকভাবে টিকাও কিনবে রাশিয়া থেকে। এখন সরকারি তরফেই যেন টিকা কার্যক্রম পরিচালনা হয়।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৪

শাহ আজিজ বলেছেন: কোভিড ১৯ টিকা সরকারি ব্যাবস্থাপনায় দেয়া হচ্ছে সর্বত্র । এটা যাতে কালোবাজারিদের হাতে চলে না যায় টার জন্য এই ব্যাবস্থা।

১৬| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশে করোনা ভ্যক্সিনের যে চাহিদা, সেটা তারা পূরণ করতে পারবে না রাশিয়া।
এ জন্য তারা টিকার ফর্মুলা দিতে রাজি হয়েছে। তারা জানিয়েছে, যৌথভাবে টিকা
উৎপাদন হতে পারে। তবে রাশিয়া এক বা একাধিক প্রতিষ্ঠানকে এ ফর্মুলা দিতে পারে।
যা গোপন রাখেতে হবে। রাশিয়া যৌথভাবে বাংলাদেশে উৎপাদিত টিকা তৃতীয় দেশে
রপ্তানির প্রস্তাব মেনে নিয়েছে।
অপরদিকে জরুরি প্রয়োজনে করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে নতুন
প্ল্যাটফর্মে নাম লেখাতে রাজি হয়েছে বাংলাদেশ। ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ
ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের চীন, বাংলাদেশ
ছাড়া বাকি চারটি দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৬

শাহ আজিজ বলেছেন: চীন একটি গ্রুপ করতে চাচ্ছে ।

১৭| ২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪১

ডাব্বা বলেছেন: চিনের টিকা অনেক দেশেই ব্যবহার করা হচ্ছে।

২৪ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৬

শাহ আজিজ বলেছেন: হুম , একারনেই তার আওয়াজ একটু বুলন্দ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.