নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
‘রাশিয়ার স্পুটনিক-ভি এবং চীনের সিনোফার্মের ভ্যাকসিন দেশের প্রতিষ্ঠানে উৎপাদনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’
একনেকের আজকের মিটিঙে দুটি দেশের ভ্যাকসিন দেশে উৎপাদনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শাহিদা আক্তার বলেন ।
তবে কোন কোন প্রতিষ্ঠানের এই সক্ষমতা আছে সে বিষয়ে কিছু বলেননি তিনি বা কোন দুটি বা তিনটি প্রতিষ্ঠান এই অনুমোদন পাবে তা খোলাসা করা হয়নি ।
যেমনটাই হোক কিছু পজিটিভ দিক দেখা যাচ্ছে এটা শুভ লক্ষন ।
২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৪
শাহ আজিজ বলেছেন: ওদের ব্যাপারটা বেশ রহস্যময় । এই আসে এই যায় টাইপের । পপুলার , ইন্সেপটার নিজের প্রডাকশন লাইন আছে । যারা আসবে তারা সবই জানে আমাদের অবকাঠামো বিষয়ে । এই ভ্যাক্সিন ব্যাবসা চলবে আগামি দশ বছর । সেক্ষেত্রে কম লাভে কেউ কাজ পেলে অভিজ্ঞতা হবে তার বড় পুঁজি ।
২| ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:১৩
সাাজ্জাাদ বলেছেন: চীনের সিনোফার্ম বিশ্বের বিভিন্ন দেশে তাদের ভ্যাকসিন বানানোর জন্য চুক্তি করছে। এই ক্ষেত্রে সাধারনত বিভিন্ন এজেন্ট/ট্যাকনিকেল কন্সাল্টিং ফার্ম মিডলম্যান হিসেবে কাজ করে। সবশেষে দেখা যায়, উৎপাদনকারী কোম্পানির খুব একটা লাভ থাকে না। শুধু মাত্র যশ আর কিছটা খ্যাতি পাওয়া যায়।
আমাদের কোম্পানিও চায়না সিনোফার্মের ভ্যাকসিন প্রস্তুত করছে। কাজের চাপ আর ভ্যাক্সিনের ডিমান্ডের তুলনায় মনে হয় না লাভ তেমন হয়।
২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০১
শাহ আজিজ বলেছেন: আগামির ভ্যাক্সিন ব্যাবসা বিশাল । আমি এটাকে জীবাণু অস্ত্র বলছি , অনেকেই দ্বিমত করে আমাকে গালাগাল করে। করোনা ১৯ একটু থিতিয়ে এলে নতুন গল্প শুরু হবে । নতুন ওষুধ আরও কত কি । বাড়তি মানুষ কমবে ধরিত্রী থেকে আবার প্রচুর লাভও আসবে ঘরে । যুদ্ধের বিকল্প আরকি ।
একবার নো হাউ কিনে নিলে হই হই রই রই করে টাকা আসবে ।
৩| ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৪
শোভন শামস বলেছেন: সমস্যা সমাধানের আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে।
২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২
শাহ আজিজ বলেছেন: হুম , ডান
৪| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩১
কামাল১৮ বলেছেন: এই কাজগুলো একটু আগে করলে জনগন উপকৃত হতো।একজনের স্বার্থ দেখতে গিয়ে এই বিলম্ব।কে যে কোন দিক দিয়ে কলকাঠি নাড়ছে বোঝা মুসকিল।
২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫৯
শাহ আজিজ বলেছেন: সবসময় রাজনৈতিক সরকারের ইশারায় বড় বড় ডিল সম্পন্ন হয় ।
৫| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৯
বিদ্রোহী সিপাহী বলেছেন: কি হবে আল্লাহ মালুম।
২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৬
শাহ আজিজ বলেছেন: হবে শুধু বেক্সি সরে থাকলে সব হবে ।
৬| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খবরটা আশা জাগানিয়া !!
২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৮
শাহ আজিজ বলেছেন: আরও আগে হয়ে যাওয়া উচিত ছিল কিন্তু--------------------------------------------
৭| ২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৯:০০
সোহানী বলেছেন: যেভাবেই হোক, ভ্যাক্সিন নিশ্চিত করা দরকার ১৮ কোটি মানুষের।
২৮ শে এপ্রিল, ২০২১ রাত ৯:৩৯
শাহ আজিজ বলেছেন: সহমত
৮| ২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: দরবেশকে ব্যবসা করার সুযোগ না দিয়ে প্রথমেই দেশে ভ্যাকসিন তৈরীর ব্যবস্থা করলেই সবচেয়ে ভালো হতো।
২৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:০৫
শাহ আজিজ বলেছেন: একটা কিছু ঘটেছিল যার জন্য চীনা প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল ।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৮
অধীতি বলেছেন: বাংলাদেশের একটা কোম্পানি নিজেরাই বানানোর চেষ্টা করছিল। তাদের কি অবস্থা?
নিজ দেশে অনুমোদন পাওয়াটা অনেক সুবিধাজনক।