নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
২
ছোট বেলা থেকেই ইভান মারকোভিচ ড্রয়িংএ বেশ মুনশিয়ানা দেখাচ্ছিল । মন্ট্রিয়লে ১৯৭০ সালে জন্ম । ১৫ বছর বয়েসে প্যারিস এলো ফাইন আর্ট স্কুলে শিক্ষা গ্রহন করতে । সেখানে প্রাথমিক শিক্ষা নিয়ে মন্ট্রিয়লের কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট । এরপর মাদ্রিদ প্রাডো মিউজিয়ামে কাজ শুরু করলেন । তিনি মিউজিয়ামের ওল্ড মাস্টার পেইন্টিং কপি করতে শুরু করলেন। কিছুকাল পরেই লিডস বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করলেন। ফিরে গেলেন মাদ্রিদে শিক্ষকতার পেশায় । ২৫ বছর কাটিয়ে নিজ ভুমে মন্ট্রিয়লে ফিরে পেপার দিয়ে মডেল গড়া শুরু করলেন । পাশাপাশি পেইন্টিং চর্চা তো আছেই । পেপার স্কাল্পচার করে ইভান খুব নাম করেছেন ।
৩
৪
৫
৬
৭
৮
৯
১০
১১
১২
১৩
১৪
১৫
১৬
১৭
১৮
১৯
সব ছবি আর্টিস্টের ব্যাক্তিগত ওয়েবসাইট থেকে নেওয়া।
০৩ রা মে, ২০২১ রাত ৮:৪৭
শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো বলেই পোস্ট করলাম । আসলে হাপিয়ে গেছি ।
২| ০৩ রা মে, ২০২১ রাত ৮:১৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: স্কাল্পচার গুলো খুব সুন্দর।
০৩ রা মে, ২০২১ রাত ৮:৪৮
শাহ আজিজ বলেছেন: তার ত্রিমাত্রিক জ্ঞান অসাধারন ।
৩| ০৩ রা মে, ২০২১ রাত ৮:৫৩
শেহজাদী১৯ বলেছেন: কেনো?
হাঁপিয়ে গেছেন বললেন ?
লকডাউনের কারণে নাকি অন্য কিছু?
০৩ রা মে, ২০২১ রাত ৯:০১
শাহ আজিজ বলেছেন: হ্যা লক ডাউন বটে । বাইরে যাচ্ছিনা বা পারছিনা স্বাস্থ্যগত কারনে , ছবি আকাআকি বন্ধ , ১৪ মাস আড্ডা নেই । পাগল হয়ে যাব ।
৪| ০৩ রা মে, ২০২১ রাত ৯:১০
শেহজাদী১৯ বলেছেন: কিছু না কিছু নিয়ে বিজি থাকুন। ছবি আকতে শুরু করেন আবারও।
০৩ রা মে, ২০২১ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: জায়গার বড় অভাব । তবে ছোট করে শুরু করব । প্রণোদনা দেবার জন্য ভালবাসা।
৫| ০৩ রা মে, ২০২১ রাত ৯:১১
কামাল১৮ বলেছেন: নাম্বার দিলে নির্দিষ্ট করতে ভালো হতো।
০৩ রা মে, ২০২১ রাত ৯:১৫
শাহ আজিজ বলেছেন: দিয়ে দিচ্ছি ।
৬| ০৩ রা মে, ২০২১ রাত ৯:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
ইভান মারকভিচ এর পেপার স্কাল্পচারগুলি অসাধারণ ।
তিনি মনে বাল সাইক্লিস্ট ও ছিলেন । সাইকেল নিয়ে
তাঁর বেশ জটিল কসরতও দেখা যায় শিল্প কর্মে ।
পোষ্টের তালিকায় ১৩ নম্বরে থাকা The Purse Thief
লাকি কিংবা আনলাকি হোক নজর সে কেড়েছে
আগনিত দর্শকের সাথে কুড়িয়েছে অগনিত
ভাললাগা ।
আমরা আপনার কিছু শিল্প/চিত্র কর্মও দেখতে চাই
এই সামু ব্লগে, পাব কি?
অনেক অনেক শুভেচ্ছা রইল
০৩ রা মে, ২০২১ রাত ১০:১৩
শাহ আজিজ বলেছেন: আমার করা কিছুই নেই এখন । খুব মানসিক যন্ত্রনায় থাকি ।
৭| ০৩ রা মে, ২০২১ রাত ১০:৩৮
ডঃ এম এ আলী বলেছেন:
কষ্ট লাগল আপনার পরিশ্রম লব্দ শিল্প কর্মগুলি এখন আপনার কাছে নেই শুনে ।
আপনার মানসিক যন্ত্রনার আশু অবসান কামনা করছি ।
০৪ ঠা মে, ২০২১ সকাল ৯:৪৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ সহমর্মিতার জন্য ।
৮| ০৩ রা মে, ২০২১ রাত ১১:৫৭
কামাল১৮ বলেছেন: ?১৮ নং ছবিটার ব্যাখ্যা কি?এমন বাতাসে হাত ছেড়ে সাইকেল চালানোর লজিক কি?
০৪ ঠা মে, ২০২১ সকাল ৯:৪১
শাহ আজিজ বলেছেন: হুম , সঠিক । আমাদের কৈশোরে আমরাও হাত ছেড়ে সাইকেল চালিয়ে অন্যদের মুগ্ধ করতাম ।
৯| ০৪ ঠা মে, ২০২১ রাত ১২:৪১
মা.হাসান বলেছেন: শাহ আজিজ ভাই, খুব কষ্ট পেলাম কিছু করার নেই বলে আপনি মানসিক যন্ত্রনায় থাকেন শুনে।
অনেক কিছু করার আছে।
আপনার ৭১ এর স্মৃতিকথার বইটি ধীরে ধীরে পড়ছি।
আমরা সবাই এক দিন চলে যাবো। দুঃখ জনক হলেও সত্য যে আপনার জেনারেশন চলে গেলে আপনাদের জীবন সম্পর্কে দৃষ্টিঁভঙ্গি জানার বিশেষ উপায় থাকবে না।
অনুরোধ থাকবে -প্রচুর লিখুন।
চীনের স্মৃতি নিয়ে লিখুন। খুলনা নিয়ে লিখুন। কারখানায় দোভাষির অভিজ্ঞতা নিয়ে লিখুন। সুন্দরবনে আমাবস্যা নিয়ে লিখুন। কতো কিছু আছে লেখার মতো।
হয়তো লাখ লাখ লোক পড়বে না, কিন্তু কিছু লোক নিঃসন্দেহে পড়বে। আপনার অনুভুতিগুলো আমাদের মাঝেও সঞ্চারিত হোক না কেনো।
সহসা আড্ডার পরিবেশ ফিরবে এমন আশা করি না। জুম বা বিকল্প কোনো উপায়ে সমমনাদের সাথে ভার্চুয়াল আড্ডার কথা ভেবে দেখতে পারেন।
০৪ ঠা মে, ২০২১ সকাল ৯:৪৮
শাহ আজিজ বলেছেন: গেল ৬ মাস কিছুই লিখিনি , লেখা হয়ে ওঠেনি ।
একটা অদ্ভুত আঁধার ঘিরে ফেলেছে আমাকে ।
লিখব --------হাতের কাছেই ডায়রি ----লিখব।
১০| ০৪ ঠা মে, ২০২১ রাত ১২:৪৯
মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: খুব সুন্দর শিল্পকর্ম। দেখে মনেই হয় না কাগজের। শিল্প সম্পর্কে কোনো জ্ঞান না থাকায় এসব ছবির মূল কথা বা মাহাত্ম্য হয়তো বুঝতে পারছি না। তবে ভালোলাগাটুকু জানিয়ে গেলাম। আপনার সকল সমস্যা দূরীভূত হোক।
০৪ ঠা মে, ২০২১ সকাল ৯:৫৩
শাহ আজিজ বলেছেন: এগুলো রিয়ালিসটিক ভাস্কর্য , না বোঝার কিছুই নেই । ইভানের কাজে গতি একটা বিশেষ বিষয় । মানুষগুলো কেমন স্পিডি মুভমেন্টে আছে , ওটাই ভাল লাগায় , ভালবাসায় ।
১১| ০৪ ঠা মে, ২০২১ রাত ৯:৪৫
সোহানী বলেছেন: এগুলো কি কাগজের তৈরী??? ও মাই গড!! কি অদ্ভুত!!
০৪ ঠা মে, ২০২১ রাত ১০:০৭
শাহ আজিজ বলেছেন: কাগজ , তার , আঠা দিয়ে তৈরি । সে ক্যানাডিয়ান ।
১২| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:২০
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! চমৎকার।
০৫ ই মে, ২০২১ সকাল ১০:০৩
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।
১৩| ০৫ ই মে, ২০২১ রাত ১:১০
সিগনেচার নসিব বলেছেন: অসাধারণ পোস্ট
০৫ ই মে, ২০২১ সকাল ১০:০৪
শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৩ রা মে, ২০২১ রাত ৮:০২
শেহজাদী১৯ বলেছেন: প্রিয়তে রাখলাম। কি সুন্দর কাজগুলো।