নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক না জানা অসাধারন সাক্ষাৎ।
হেলেন কেলার ছিলেন বাক-শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধি।
এই নিয়ে মাত্র চব্বিশ বছর বয়সে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
তিনি প্রতিবন্ধী শিশুদের অধিকারের জন্য আজীবন লড়াই করেছেন।
একই সাথে তিনি ছিলেন একজন গুরুত্বপূর্ন লেখক ও রাজনৈতিক কর্মী।
১৯৩০ সালে নিউইয়র্কে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সাক্ষাত হয় এই বিখ্যাত মার্কিন লেখিকা ও শ্রমিক দরদী কর্মী হেলেন কেলারের। লেখিকা যেহেতু অন্ধ তাই তিনি রবীন্দ্রনাথকে স্পর্শের মাধ্যমে অনুধাবন করেন।
সাক্ষাতে রবীন্দ্রনাথ 'আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী' গানটি নিজে গেয়ে তাকে শুনিয়েছিলেন। যেহেতু হেলেন কেলার দেখতে বা শুনতে পারতেন না তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ঠোট স্পর্শ করে গানটি বোঝার চেষ্টা করেন !!!!
তথ্য এবং ছবি :সংগৃহীত
০২ রা জুন, ২০২১ রাত ৯:০১
শাহ আজিজ বলেছেন: ঠাকুর পো ও অসাধারন । হেলেনকে বুকে চেপে বোঝালেন কাব্যের মর্মকথা ।
২| ০২ রা জুন, ২০২১ রাত ৯:২৮
খায়রুল আহসান বলেছেন: প্রতিভার অন্তরিন্দ্রিয় সঞ্চালন!
০২ রা জুন, ২০২১ রাত ৯:৫৬
শাহ আজিজ বলেছেন: শাব্দিক ধাক্কায় আহত ।
৩| ০২ রা জুন, ২০২১ রাত ৯:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আমাদের সময় এ ডার্কেন্ড ওয়ার্ল্ড নামে নাইন-টেনে একটা ইংলিশ আর্টিকেল ছিল হেলেন কেলারের। সেখানে এই অন্ধ প্রতিভা লিখেছেন বিশ্ববিখ্যত এই উক্তিটি - I came, I saw, I conquered।
০২ রা জুন, ২০২১ রাত ৯:৫৮
শাহ আজিজ বলেছেন: তিনি যে কানা , বয়ড়া , বোবা ছিলেন তা জানতাম না ।
৪| ০২ রা জুন, ২০২১ রাত ১০:২০
ডঃ এম এ আলী বলেছেন:
একটি কাল অতিক্রমকারী ঘটনার সুন্দর
বিবরণ আমাদের সামনে তুলে ধরেছেন ।
আসুন হেলেন কেলারের লেখা একটি কবিতা
সকলে শেয়ার করি এখানে আবার ।
"আমার দৃষ্টিদ্বয় তারা সরিয়ে নিল
যেখানে যা হওয়া উচিত ছিল
কিন্তু আমি স্মরণ করি মিল্টনের স্বর্গখনি,
আমার শ্রবণদ্বয় তারা সরিয়ে নিল
যেখানে যা হওয়া উচিত ছিল
বীথোভেন এসে মুছালো আমার চোখের পানি।
আমার জিহবা তারা সরিয়ে নিল
যেখানে যা হওয়া উচিত ছিল
যখন আমি ছোট ছিলাম
ঈশ্বরের সাথে কত কথা,
সম্পূর্ণ পোষণ করি
তিনি তাদের অনুমতি দিবেন না
সরিয়ে নিতে আমার আত্মা।
কবিতা সুত্র : উইকিডিডিয়া ।
আমরা দেখতে পেলাম জগত বিখ্যাত
দুইজন কবির মিলন মেলা ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
০২ রা জুন, ২০২১ রাত ১০:৩৩
শাহ আজিজ বলেছেন: অসাধারন কবিতা , হেলেন কেলারের ।
শুভেচ্ছা আপনাকে ।
৫| ০২ রা জুন, ২০২১ রাত ১০:২৮
খায়রুল আহসান বলেছেন: @ডঃ এম এ আলী,
"আমরা দেখতে পেলাম জগত বিখ্যাত দুইজন কবির মিলন মেলা" - বড় চমৎকার আপনার এ পর্যবেক্ষণ!
উইকিপিডিয়া থেকে উদ্ধৃত কবিতাটিও ভাল লাগলো।
০২ রা জুন, ২০২১ রাত ১০:৩৫
শাহ আজিজ বলেছেন: আমারও ভাল লাগলো ডঃ আলীর মন্তব্য ।
৬| ০২ রা জুন, ২০২১ রাত ১১:০৯
সেলিম আনোয়ার বলেছেন: দুই জন ই বিখ্যাত মানুষ ।তাদের সাক্ষাৎ পর্বটি ও আকর্ষণীয়।
সুন্দর।+
০৩ রা জুন, ২০২১ সকাল ১০:২৭
শাহ আজিজ বলেছেন: ভাল লাগলো জেনে
৭| ০৩ রা জুন, ২০২১ সকাল ১১:৫২
জুন বলেছেন: The best and most beautiful things in the world cannot be seen or even touched - they must be felt with the heart---Helen kellar
বহুদিন ধরে আমার প্রোফাইলে হেলেন কেলারের এই উক্তিটি রয়েছে। অসাধারণ একজন মানুষ ছিলেন।
০৩ রা জুন, ২০২১ দুপুর ১২:২০
শাহ আজিজ বলেছেন: হেলেন কেলার কে জানতাম কিন্তু তার এই মর্মান্তিক অবস্থা জানতাম না । পেলাম তাই ছেপে দিলাম ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২১ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
অসাধারণ প্রতিভা ছিল মহিলার।