নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোট বেলার দিনগুলো আমার বেশ মজার গেছে । বাড়ির ধানের মড়াই এর পেছনে আমরা পুতুল , আচা মানে নারকেলের আচা , আশপাশের ঘাস , সবুজ কিছু দিয়ে সংসার পাততাম । সমবয়েসি চারজনের দুজন নিকট প্রতিবেশী দুলু ,কচি , আর তন্দ্রা আমাদের ভাড়াটে । পুতুল বানিয়ে তাদের বাবা মা ঠিক করতে একটু সময় নিত । তন্দ্রা আমাকেই চুজ করত । একবার দুলু আমাকে চাইতেই তন্দ্রা গোস্বা হয়ে বলল সে বর বউ খেলবে না । অতঃপর দুলু , কচি জোট বাধল একটু নাখোশ হয়েই । কারন দুজনই মেয়ে , কে বাবার রোল করবে কে হবে মা ?? আমরা ওদের সাথে পুতুল বিয়ে দিতাম । তারপর ঘুমের ভঙ্গি করে হাঁটুর মধ্যে চোখ বন্ধ করে থাকতাম । এরি মধ্যে একজন একটা পুতুলকে আরেকটা পুতুলের উপর শুইয়ে দিয়ে লেপ দিয়ে ঢেকে দিত । এরপর সকাল হতো । আমরা ব্যস্ত হয়ে রান্না করতাম । সবাই খাবো একসাথে । আমি বাসা থেকে গুড় মুড়ি আনতাম তা দিয়ে ভোজন হতো । বাবা ঘুম থেকে ওঠার সময় হলেই আমরা খেলা ভেঙ্গে ঘরে যেতাম । রবিবার খেলা জমত কারন সবার স্কুল ছুটি । আমার মর্নিং স্কুল বলে বিকালটা ফাকা থাকত। নতুন স্কুলে নতুন সহপাঠী , পরিবেশ , নতুন ধারনা বাঁধা হয়ে দাঁড়ালো পুতুল খেলায় । সেই যে বিয়ে বিয়ে খেলা করেছি বটে তবে তালাকের খেলা হয়নি কখনো । সাথের পোস্টারটি দেখে মনে পড়ে গেল হারানো সেসব দিনের কথা । আসলেই বিয়ে করেছি কিন্তু তালাক হয়নি । আমাদের সবার চলতি বয়স ৬৪ চলছে । আমরা যার যার অবস্থানে ভাল আছি কিন্তু দুলু ছাড়া আর কারো সাথে দেখা হয়নি । সবার ছেলে পিলে নাতি নাতনি হয়েছে কিন্তু ওরা কেউ পুতুল খেলে না । কম্পিউটার গেমস ওদের নিত্য সঙ্গী । সবাই ভাল থাকুক , শান্তিতে থাকুক । এবার বলুন আমার বয়েসি আপনাদের খবর কি ? লুকোনোর দরকার নেই , খোলাসা করে বলে ফেলুন ।
০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:২০
শাহ আজিজ বলেছেন: আমি খুলনা শহরে নিজেদের বাড়িতে মানুষ হয়েছি ।
২| ০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৮
স্প্যানকড বলেছেন: এই খেলা খেলি নাই তবে ঘুড়ি, লাটিম, মার্বেল এগুলি খেলেছি খুব তারপর দাবা, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন শীতকালে। আপনি মনে হয় ভাগ্যবান! দেনমোহর রেডি রাইখেন কিন্তু!
০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:২৫
শাহ আজিজ বলেছেন: লাটিম , মার্বেল আমার বাবার দুচোখের বিষ ছিল । একবার খেলার সময় পেছন থেকে ছাতার বাড়ি পাছায় - চমকে তাকিয়ে দেখি - বাবা - দৌড়ে পিছনের সিঁড়ি দিয়ে ঘরে । অবশ্য তিনি জানতেন না তার পুত্র পুতুল খেলে ।
দেনমোহরের কথা উঠলেই ডাক্তারের প্রেসক্রিপশন আগায়া দিমু আর কমু বেবাক দেনমোহর ওষুধে খরচা হইয়া গেছে । বরং কিছু থুইয়া যাও ।
৩| ০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫০
আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,
হা...হা.....হা.......... শিরোনাম আর পোস্টের ছবি সেইরাম হৈছে।
যারা সেই বয়সে ছেলে মেয়ে নির্বিশেষে পুতুল-বৌ খেলে নাই তারা জিন্দেগীতে নির্মল মজার কিছুই খেলে নাই।
হেই খেলার জের এ্যাহোন টাইন্না আনলেন ক্যা? কেউ জানতোনা ছোডকালে কয়ডা বিয়া করছি! এখন তালাক দিতে হইলে আঙ্গুল গুনতে হৈবে। হের লইগ্যা স্প্যানকড এর দেনমোহরের কথায় ভুই পাইছি। অতো ট্যাহা পামু কৈ ?
বাজেটে দেনমোহরের জন্যে কোনও প্রনোদনা আছে ?
০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৫
শাহ আজিজ বলেছেন: মন্ত্রী সাবেরে অনুরোধ করা লাগে বাজেট পাশ করার জন্য ।
এক রিটায়ার্ড অফিসিয়াল এই পোষ্টার দিছে , সাইটটা খুব মজার ।
৪| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:২৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহা। একটা পুতুলকে আরেকটা পুতুলের পাশে শোয়াইয়া দিল - ঐটা খুব মজার ছিল। পুতুল খেলাটা খুব কমন ছিল। তবে, মেয়েদের এসব খেলা প্রচুর দেখেছি। গাধানিগুলো আমাকে কখনো খেলতে নিয়েছে বলে মনে পড়ে না। ওরা তেঁতুলের খোসায় ভাত রান্না করতো। ওদের দেখাদেখি আমিও চেষ্টা করেছি, কিন্তু রাঁধতে পারি নাই। ওদের রান্না সুন্দর হতো।
এ নিয়া আমার কোনো টেনশন নাই বুঝতেই পারছেন, কারণ, আমার সাথে ওদের কোনোদিন বিয়া বিয়া খেলা হয় নাই।
০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:৩১
শাহ আজিজ বলেছেন: জাযাকাল্লাহ খাইরান
টেনশনহীন মুক্ত জীবন
বিয়া বিয়া খেলার ভিত্রে একটা আলাদা মজা আছে যা টের পান নাই , বৃথা আপনার জীবন ।
৫| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:৪৮
কামাল১৮ বলেছেন: একটা পুতুলের উপর আরেকটা শুইয়ে দিতো।অনেক পাক্না ছিলেন সেই ছোট বেলায়।নিজেরা বৌ বর খেলতেন না?
০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:১২
শাহ আজিজ বলেছেন: ঐযে বললাম না আমি কারো বর হতাম ।
ওর মধ্যে পাকা যেজন সে বউএর উপর বরকে শুইয়ে দিত , নেভার মাইন্ড ।
৬| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:৫৩
ডঃ এম এ আলী বলেছেন:
এবারেরটায় আর না হেসে পারলাম না ।
বাঁচা গেলে ছেলে বেলার খেলায় জামাই
হলেও কোন দেন মোহর ধার্য করে নাই ।
খুজে পেয়ে প্যাঁচে ফেললেও তেমন কোন
ফায়দা পাবেনা। তবে এখনকারটা বেঁকে
না বসলে হয়, এর খেসারত মিটানো হবে
বড় দায়। আর কিছু না পারুক, কথায়
কথায় কিছু খুঁচাতো দিবেই দিবে ।
০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:১০
শাহ আজিজ বলেছেন:
খোঁচা সহ্য করতে হবে , আবার খোঁচায় আনন্দ আছে ।
৭| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:৫৫
ডঃ এম এ আলী বলেছেন:
প্রচ্ছদ ছবিটা সুন্দর ও যুতসই হয়েছে
০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:১৪
শাহ আজিজ বলেছেন: রিটায়ার্ড ফোরাম থেকে নিয়েছি । ফেসবুকে ওরা বেশ আছে ।
৮| ০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:১৭
নেওয়াজ আলি বলেছেন: এখন মনে হয় ছোট বাচ্চারা এইসব খেলা জানেই না
০৪ ঠা জুন, ২০২১ রাত ৯:১৯
শাহ আজিজ বলেছেন: হুম , তাই আসলে ।
৯| ০৫ ই জুন, ২০২১ রাত ২:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চিন্তার কথা !!
বর্তমান বউতো বৈধ নয় !!
০৫ ই জুন, ২০২১ রাত ২:৪০
শাহ আজিজ বলেছেন: বর্তমান ?? পরলোকে ।
১০| ০৫ ই জুন, ২০২১ দুপুর ২:১০
নীল আকাশ বলেছেন: ছবি পচন্দ হইয়াছে
০৫ ই জুন, ২০২১ বিকাল ৫:০৫
শাহ আজিজ বলেছেন: আহা আহা কি মজা
১১| ০৫ ই জুন, ২০২১ রাত ৯:০০
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: সেই বয়সে বিয়া করার মজাই ছিল আলাদা ! আর খরচপাতিও নাই বললেই চলে।
আপনার সেই সকল বিবাহ কোন মতে হয়েছিল ? মূতা বিবাহ নয়তো ? মূতা হইলে বাই ডিফল্ট তালাক হইয়া গিয়াছে !
০৫ ই জুন, ২০২১ রাত ৯:২৮
শাহ আজিজ বলেছেন: বুদ্ধি দ্যান কোন ক্যাটেগরিতে ফালাইলে ধরা খামু না ।
১২| ০৬ ই জুন, ২০২১ রাত ১:০৫
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আমার বুদ্ধিতে কাজ হবে না। আপনি মামুনুল বা প্রয়াত লেজেহোমো এরশাদের পথ অবলম্বন করুন।
০৬ ই জুন, ২০২১ সকাল ৯:৪২
শাহ আজিজ বলেছেন: দুইটাই অপছন্দের মাল ।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৭
চাঁদগাজী বলেছেন:
ছেলে হয়ে পুতুল খেলেছেন, আপনি কি শহরে বড় হয়েছেন?