নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

গালাগালি দিয়ে যদি ভালো কিছু হয়, তবে গালাগালিই ভালো ।। রম্য

০৭ ই জুন, ২০২১ রাত ৯:০৭



মিন্টু ঘোষ ব্যাগ নিয়ে বাজারের দিকে যাচ্ছিলেন। হঠাৎ রাস্তার পাশের পাঁচতলা বিল্ডিংয়ের নিচে পাবলিকের ভিড় দেখে সেদিকে এগিয়ে গেলেন। সবাই ওপরের দিকে তাকিয়ে কী যেন দেখছে ??
ভদ্রলোকও ওপরের দিকে তাকালেন। দেখলেন ছাদের কার্নিশে একজন লোক দাঁড়িয়ে আছে। একটু এদিক-সেদিক হলেই পাঁচতলা থেকে সোজা নিচে পড়ার প্রবল আশঙ্কা।

মিন্টুবাবু উপস্থিত একজনকে জিজ্ঞেস করলেন - ‘মশাই, বিষয় কী?’
ভদ্রলোক বললেন - ‘বৌ *ছ্যাঁকা* দিয়েছে। তাই আত্মহত্যা করার জন্য ছাদে উঠেছেন।’

মিন্টু বাবু বললেন - ‘আপনারা তাঁকে বাঁচানোর চেষ্টা করছেন না?’

ভদ্রলোক বললেন - ‘সবাই তাকে নেমে আসার জন্য বলছে, কিন্তু সে নামতেই চাইছে না।’

মিন্টুবাবুর মনটা খুব খারাপ হলো। এমন তরতাজা নওজোয়ানেরা তুচ্ছ কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে দেখে তাঁর মন ব্যথায় ভরে গেল। ব্যথার জন্য পাশের ফার্মেসি থেকে একটা পেইনকিলার খেয়ে ছেলেটাকে কীভাবে বাঁচানো যায়, সে চিন্তা শুরু করলেন।

আইডিয়া পেতে দেরি হলো না। মিন্টুবাবু ওপরের দিকে তাকিয়ে বললেন - ‘কোন শু..র...বাচ্চা ছাদে উঠেছে রে?’

ওপর থেকে জবাব এল, ‘গালাগালি করে কে রে?’

মিন্টু ঘোষ আবার বললেন - 'বেশ করেছি গালাগালি করেছি। তুই কী করবি রে বোকা....দা হা....মজা…?’

‘দেখুন, ভদ্রলোক মানুষ, মুখ খারাপ করবেন না।
আমি নেমে আসলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলব!'

জবাব এল আত্মহননকারীর কাছ থেকে।

মিন্টু ঘোষ এবার আসল বোমাটা ছাড়লেন - ‘তোর এত বড় সাহস, আমাকে হুমকি দিস! কু… …চ্চা, সাহস থাকলে সামনে আয় খা...র ছেলে।’

ব্যস, এতেই কাজ হলো। আত্মহননকারী আত্মহত্যার চিন্তা বাদ দিয়ে মিন্টু ঘোষ কে ধরতে সিঁড়ি দিয়ে হড়হড় করে নামতে শুরু করল।

এই ফাঁকে মিন্টু বাবু দিলেন দৌড়।


সেই আত্মহননকারী আজও বেঁচে আছে। মিন্টু ঘোষকে উপযুক্ত শিক্ষা না দিয়ে সে মরবে না বলে পণ করেছে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:১৭

চাঁদগাজী বলেছেন:



মনে হয়, কলিকাতার ঘটনা হবে!

০৭ ই জুন, ২০২১ রাত ৯:৩০

শাহ আজিজ বলেছেন: হ্যা , কলকাতারই বটে ।

২| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: হা হা হাব শিক্ষা না দিয়ে মরবে না!!!!!!!! :P

০৭ ই জুন, ২০২১ রাত ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: কিছু মানুষকে চটিয়ে দিলে ভাল ফল পাওয়া যায় যেমন এটি ।

৩| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:৫০

আহমেদ জী এস বলেছেন: শাহ আজিজ,





জম্পেশ হৈছে.............. =p~
ব্লগের ভালো করতে হৈলে কারে কারে গাইল দেতে হৈবে কন। ;) B-)

০৭ ই জুন, ২০২১ রাত ১০:১৭

শাহ আজিজ বলেছেন: ভাইবা দেখি , ভুল হইলে আবার আমারেই গালি খাইতে হইব , রাজী না । :P

৪| ০৭ ই জুন, ২০২১ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: আমাকে চটালেও একই জিনিস হয়।

তাহার উদাহরন তো জানোই ভাইয়া.....
একটা তো অন্তত দেখেছো-

আমার পেন্সিল স্কেচ....... :)

০৭ ই জুন, ২০২১ রাত ১০:১৯

শাহ আজিজ বলেছেন: স্কেচ কেসটা ভুইলা গেছি , কও তো আরেকবার ------- :(

৫| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:৩০

কামাল১৮ বলেছেন: সবই বুঝলাম কিন্তু রাজী না বুঝলাম না।

০৮ ই জুন, ২০২১ সকাল ৮:৫৮

শাহ আজিজ বলেছেন: মানে গাইল দেতে রাজী না ।

৬| ০৭ ই জুন, ২০২১ রাত ১০:৫৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহা। আমি আজ কিছুম কৌতুক দিব ভাবছিলাম, কিন্তু সময় করে উঠতে পারি নাই

০৮ ই জুন, ২০২১ সকাল ৮:৫৯

শাহ আজিজ বলেছেন: দিয়া দ্যান ঝাইড়া ।

৭| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:০৬

বিবাগী শাকিল বলেছেন: মজার তো! বেশ হাসলাম।

০৮ ই জুন, ২০২১ সকাল ৯:০০

শাহ আজিজ বলেছেন: যাক হেসেছেন তবুও

৮| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এজন্যই পাগলকে সাঁকো নাড়াতে বা
নৌকা দোলাতে নিষেধ করতে হয়না।
কারণ পাগলকে যা মানা করা হয় সে
বিপুল উৎসাহে তা্ই করে!

০৮ ই জুন, ২০২১ সকাল ৯:০০

শাহ আজিজ বলেছেন: দুটি দুইদিকের ব্যাপার ----------------------

৯| ০৭ ই জুন, ২০২১ রাত ১১:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: হাহাহা হাহাহা।

০৮ ই জুন, ২০২১ সকাল ৯:০১

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~

১০| ০৮ ই জুন, ২০২১ রাত ১২:৩৮

স্প্যানকড বলেছেন: হুম, বুঝলাম। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

০৮ ই জুন, ২০২১ সকাল ৯:০২

শাহ আজিজ বলেছেন: হ্যা , ভাল আছি

১১| ০৯ ই জুন, ২০২১ রাত ১০:৩৯

আমি সাজিদ বলেছেন:
গালাগালি করা ভালো নয়।

০৯ ই জুন, ২০২১ রাত ১১:০০

শাহ আজিজ বলেছেন: এ গালাগালিতেও নামবো না , বহুত শক্ত মাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.