নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ

চারুশিল্পী , লেখক

শাহ আজিজ › বিস্তারিত পোস্টঃ

খৎনা এ জারিয়া

১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২১



চারিদিকে বেশ মানুষজন । আজ আমার মুসলমানি । গোসলের পর আমাকে নতুন লুঙ্গি পরানো হয়েছে । মাড় দেওয়া লুঙ্গিটি ফুলে ঢোল হয়ে আছে । আমাকে দুপুরে খাইয়ে দিলেন মা । বিকেলের আগেই বড় রুমটাতে অনেকেই দাড়িয়ে , আমাকে বসানো হল একটা চৌকিতে । কাছেই কলা পাতার উপর তুলা গজ রাখা , পাতার আড়ালে একটা ক্ষুরের বাট দেখা যাচ্ছে । লোকটি একটা কাপড় পুড়িয়ে ছাইটুকু কলা পাতার ওপর রাখল । একজন আমার পিছনে বসে আমার পায়ের নিচ দিয়ে হাত দিয়ে আমার হাত দুটো বগলের নিচে আটকে দিয়ে পান দিয়ে আমার চোখ চেপে ধরল । বাবা দরজার কাছে দাড়িয়ে । গ্রাম থেকে দুজন এসেছে , আরও কয়েকজন এসেছে আমার মুসলমানি দেখতে । আমার লিঙ্গে কিছু একটা দিয়ে চেপে ধরেছে টের পেলাম । তারপর সেই হৃদয় বিদারক চিৎকার । চোখের পান পাতা সরে গেল । মেঝেতে রক্ত । বাবা সরে গেছেন । লোকটি আমাকে দোয়া পড়তে বলল । আমি কানতে কানতে দোয়া উচ্চারন করলাম । ছাইগুলো আমার লিঙ্গের মাথায় লাগিয়ে ক্ষুর খানি আমার উরুতে ঘষে কিছু একটা পড়ছেন লোকটি , যাকে হাজাম বলা হয় । এরপর আমাকে ওইভাবে কোলে নিয়ে পাশের রুমে বালিশে মাথা রেখে লুঙ্গি সরিয়ে পেটের উপর দিলেন । এই প্রথম মায়ের মুখ দেখলাম । তাকে দেখে আমার কান্না বেড়ে গেল । মা হাতপাখা দিয়ে আমায় বাতাস দিতে লাগলেন । আমার মুখে মিষ্টি পুরে দিলেন । বাবা এই ঘরে এলেনই না একবার । আমার চাচাত ভাই এসে আমায় বললেন ব্যাথা বেশি লাগছে তোর ? রাগে উত্তর দিলাম না । এরি মধ্যে আমার বাল্য সাথী আম্বিয়া হাজির । মা আমার লুঙ্গি হাঁটুতে ঠেকিয়ে আম্বিয়াকে আমার উল্টো দিকে শুইয়ে দিয়ে বললেন গল্প কর । আম্বিয়া বেশ কায়দা করে হাতের কেনুইতে মাথা রেখে আমায় জিজ্ঞেস করল ব্যাথা পাইছস । মাথা নাড়লাম হ্যা সুচক । এবার দেখি আম্বিয়া উকি দিয়ে আমার কাটা নুনু দেখার চেষ্টা করছে । আমি মাথা ঘুরিয়ে মাকে ডাক দিলাম । মা এসে বলল কি হয়েছে , আম্বিয়া------------- দ্যাখে -------। মা আম্বিয়াকে টেনে আরেকটু আমার মুখোমুখি করে দিলেন । দুই পায়ের নিচে দুইটা বালিশ দিয়ে আমায় আরামদায়ক করতে চেষ্টা করলেন । এবার আম্বিয়া আর দেখতে পাচ্ছেনা । আমি বেশ আশ্বস্ত অনুভব করছি । আমার একমাত্র বড় বোন এসে আমায় বললেন লজ্জা কিসের ? আম্বিয়ার সাথে ন্যাংটা হয়ে গোসল করিস আর এখন লজ্জা পাচ্ছিস কেন । আমি বোল্ড আউট হয়ে গেলাম । এবার আম্বিয়া বেশ সাহসী হয়ে উঠল । সে আমায় সান্ত্বনা দিল এইরকম ব্যাথা একটু হয় , সহ্য করা শেখ , তগো ব্যাডা মাইনসের এই এক ঝামেলা , আমাগো বেডিগো এই কাটাকুটির ঝামেলা নাই । আমি হতভম্ব হয়ে আম্বিয়ার দিকে তাকিয়ে রইলাম ।

© শাহ আজিজ - ছোটগল্প

মন্তব্য ৩৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৯

স্প্যানকড বলেছেন: খাতনা তো হলো কবে যে আবার বাসর ঘরে চলে যান তাই ভাবছি =p~ ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৬

শাহ আজিজ বলেছেন: নাহ বাসর টাসর আর হবে না ।

২| ১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

ইসিয়াক বলেছেন: অনেক কিছু মিলে যায় দেখছি। আম্বিয়া মেয়েটা এত পাকনা কেন? =p~

১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

শাহ আজিজ বলেছেন: বরিহাইল্যা মেয়ে তো , তাই একটু পাকনা । ;)

৩| ১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৩৮

জটিল ভাই বলেছেন:
আমি আজিজ ভাইয়ের যৌবনকাল দেখি নাই, স্প্যানকডককে দেখেছি =p~

১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

শাহ আজিজ বলেছেন: তাইই সই , স্প্যানকডক এক পিসই আছে , চলবে :P

৪| ১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৫

জগতারন বলেছেন:
গল্পের নায়ক ও নায়িকা দুই-ই পাওয়া গেলো!
এবার এ-র পরের ঘটনা বহুল অবস্থা সবিস্তারে জানতে চাই৷

১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১১

শাহ আজিজ বলেছেন: ৭১ সালের শুরুতে আম্বিয়া হারিয়ে গেল । ওদের গ্রামের বাড়ি বরিশাল চলে গেল । গেল ৫০ বছর কোন সাড়া শব্দ নেই ।

৫| ১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫০

কামাল১৮ বলেছেন: বেশ বিস্তারিত বলেছেন।মোড়লের বেটা কি বেহায়া,লজ্জা শরম নাই।

১১ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:৫৮

শাহ আজিজ বলেছেন: না নাই :`> B-))

৬| ১১ ই জুন, ২০২১ রাত ৮:০১

বিবাগী শাকিল বলেছেন: আমার সময় ভয়ে দৌড় দিছিলাম। পরে আমাকে ধরে আনছে।

১১ ই জুন, ২০২১ রাত ৮:০৬

শাহ আজিজ বলেছেন: -----তারপর কি জাইতা ধইরা জবা করছিল X(( :(( =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

৭| ১১ ই জুন, ২০২১ রাত ৮:৩৮

শেরজা তপন বলেছেন: :) আমাদের গ্রামে এটা হোত বাঁশের 'চ্যাচা' দিয়ে

আপনার বাবা খুব স্পর্শকাতর মানুষ ছিলেন! দু'কথায় বুঝলাম তিনি আপনাকে প্রচন্ড স্নেহ করতেন

১১ ই জুন, ২০২১ রাত ৮:৪৯

শাহ আজিজ বলেছেন: হ্যা তিনি শাসন এবং স্নেহ দুটোই করতেন । চ্যাচা দিয়ে হত যেখানে ক্ষুর পাওয়া যেত না । আবার ব্লেডের ব্যাবহার চালু হল দাম মাত্র দশ পয়সা ।

৮| ১১ ই জুন, ২০২১ রাত ১০:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবার বেলায় একই ঘটনা ঘটে
বাশের চ্যাচাদিয়ে লিঙের সামনের
চামড়া টেনে ধরে হাজাম খুর চালাতো।

১১ ই জুন, ২০২১ রাত ১০:৩৯

শাহ আজিজ বলেছেন: আপনাকে কয়বার চালাইছে ? একবারে নিশ্চয়ই না =p~

৯| ১১ ই জুন, ২০২১ রাত ১০:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লেখক বলেছেন: আপনাকে কয়বার চালাইছে ? একবারে নিশ্চয়ই না =p~
আমাদের হাজাম ছিলো শক্ত মাল আপনার হাজামের মতো একবারের বেশী চালায় না!

১২ ই জুন, ২০২১ সকাল ৯:৫৫

শাহ আজিজ বলেছেন: ভাই আমার চোখ পান পাতা দিয়ে ঢাকা ছিল তাই গোনতে পারি নাই । আমার হাজাম খুবই ক্লাসিক টাইপ বিশেষ করে তার জিনিষ পত্রের আয়োজন নজর কাড়ার মত । আমার চামড়া পাতলা তাই মনে হয় এক পোঁচেই খতম , আপনার কয় পোঁচ ???? :P

১০| ১২ ই জুন, ২০২১ রাত ১:৫৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হাহাহাহাহাহহাহাহাআহাহাহাহাহহাআহহাহাহাআহহাআহাহাহাহাহহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহহাহাহাআহাহাহাহাহহাআহহাহাহাআহহাআহাহাহাহাহহাহাহাহাহাহহাহাহাহাহাহাহাহহাহাহাআহাহাহাহাহহাআহহাহাহাআহহাআহাহাহাহাহহাহাহাহাহাহহাহা =p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~=p~

হাসতে হাসতে শ্যাষ। আম্বিয়ার অভিনয় দক্ষতায় আমি একেবারে ঘায়েল হইয়া গেছি। তো, সেই আম্বিয়ার খোঁজ খবর এখন আর কি আছে?

একমাত্র বড়ো আপার কথাটা সত্যিই বিধ্বংশী ছিল।

আমাদের মুসলমানির ঘটনা মোটামুটি একই

১২ ই জুন, ২০২১ সকাল ১০:০০

শাহ আজিজ বলেছেন: সবার মুসলমানির অভিজ্ঞতা প্রায় একই রকম । আম্বিয়া ৫০ বছর হয় হারিয়ে গেছে ওদের গ্রামে , বরিশালে । ও খুব পাক্কুস কথা বার্তা বলত । আমার বোনের মুখ চাছাছোলা ছিল ।

১১| ১২ ই জুন, ২০২১ ভোর ৫:৩৪

ডঃ এম এ আলী বলেছেন:



খৎনা এ জারিয়ার অভিজ্ঞতার সুন্দর বিবরণ ।
এত ছোটকালের ঘটনা মনে রেখেছেন দেখে
ভাল লাগল ।

অমার নীজের অভিজ্ঞতাও অনেক রসালো ।
আমাদের সময় গ্রামে গন খৎনার আয়োজন
করা হতো । একসাথে ১০ জনের সাথে আমার
খৎনার আয়োজন করা হয়েছিল । খৎনার পরে
রাখা হয়েছিল আমাদের বাহির বাড়ীর
বাংলা ঘরে । সে সকল বিচিত্র অভিজ্ঞতা,
বলতে গেলে বিশাল কলেবরের লেখা
হয়ে যাবে । সমবয়সি নুনু কাটা ১০
জন ৭/৮ দিন এক ঘরে থাকার সময়
দুষ্টুমির প্রতিযোগীতা চলত রাতদিন।
সময় পেলে একসময় সেসকল বিচিত্র
অভিজ্ঞতার কথা লিখে রেখে যাব ।

শুভেচ্ছা রইল

১২ ই জুন, ২০২১ সকাল ৯:৪৯

শাহ আজিজ বলেছেন: আমি খুব আগ্রহী শিশুকালের ঘটনা শুনতে । শিশুকালের কিছু ঘটনা এতো গেথে যায় মনে যে ওসবই সারা জীবনের সম্বল হয়ে দাড়ায় ।

১২| ১২ ই জুন, ২০২১ সকাল ১০:৪৭

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনার এই সব খাচ্চর খাচ্চর কথা বলতে শরম লাগে না ? :-P

১২ ই জুন, ২০২১ সকাল ১১:০১

শাহ আজিজ বলেছেন: নাহ লাগে না :P !:#P বুড়া বয়েসে খাচড়ামি ভাল লাগে :-B শরম ? এখন লুঙ্গি খুইলা কই পইড়া থাকে হা হা হা =p~ p~ p~ p~ p~ p~ p~ p~ p~ p~ p~ p~

১৩| ১২ ই জুন, ২০২১ সকাল ১০:৫১

সাসুম বলেছেন: আমি ছিলাম আমাদের গ্রামের ইতিহাসে প্রথম বাচ্চা যে হাজামের হাতে নুনুর আগা না কাটাইয়া হাস্পাতালে কাটাইছি :/

আমার এখনও মনে আছে, ডাক্তার মনির যখন আমার চামড়া টা কেটে ট্রেতে রাখলেন তখন ও আমি এনেস্থেসিয়ার প্রভাব কাটাইয়া উঠি নাই। আমি উনার সাথে এটা নিয়ে ঠাট্টা করছি।
বের হবার সময় চামড়াটা আমার হাতে দিয়ে বলেছিল এটা ভাজি করে খাবার জন্য :/ বেটা বদ্মাস :/ এটা নিয়ে পরে অনেক হেসেছিলাম।

তো আমার বাচ্চার খত্না করানো দরকার, উনার কাছে নিয়ে গিয়ে এই ঘটনা বলতেই হাস্তে হাস্তে সবাই শেষ। যদিও পরে উনি করেন নাই, অন্য পেডিট্রেশিয়ান রেফার করেছিলেন।

যাই হোক, ঘটনা গুলো খুব মজার

১২ ই জুন, ২০২১ সকাল ১১:০৪

শাহ আজিজ বলেছেন: ছোট বেলার এইসব রম্য বিষয় এখন উপভোগ করতে মজা লাগে । আমার ছেলেকেও ডাক্তার দিয়ে করা হয়েছিল ।

১৪| ১২ ই জুন, ২০২১ দুপুর ১:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইগো ভাই ,আম্বিয়ায় হাচা কথাই কইছে।

সব বেডাগ'ই এই মজা :(( একবার পাইতে হয় জীবনে।এ এক অন্যরকম অভিজ্ঞতা বিশেষ করে গ্রামে যারা হাজাম নামক সার্জন এর হাতে তার বিশেষ অংগের কিছুটা হারিয়ে তার ব্যাথায় কাতর হয়ে কিছুদিন ঘরে বন্দী জীবন অতিবাহিত করে।আর যেই দিন এই হাজাম সার্জন সার্জারী করত সে দিন সেই বাড়িতে বা সেই ঘরে একটা উৎসব আমেজ বিরাজ করত আর ৭ দিন বাদ যার যার পিতার সামর্থ্য অনুযায়ী খানা-পিনা এবং তাদের বাড়ী আত্মীয়দের মিলনমেলায় পরিণত হত তার খৎনা উপলক্ষে।

আর গ্রামের প্রায় সবার জীবনেই খৎনা উপলক্ষে এইসময় এরকম টক-ঝাল-মিষ্টি ঘটনার ঘটনা ঘটে।এই যে ," আম্বিয়ায় দেখে " ইডা ।কারন ,সবারই আমেনা-ফাতেমা- আম্বিয়া কেউ না কেউ খেলার সাথী থাকে।

তবে বর্তমানে যারা হাসপাতালে এবং আসল সার্জনের কাছে মুসলমানী করে তারা এ ধরনের চুকা-মিঠা অভিজ্ঞতা থেকে বঞ্চিত থাকে।

১২ ই জুন, ২০২১ দুপুর ২:৫৪

শাহ আজিজ বলেছেন: =p~ =p~ =p~ =p~ হাচা কইছেন । তখন বেশ শোরগোল করে মুসলমানি করা হতো । সম্ভবত ৪-৫ দিন পরে বেশ খাওয়া দাওয়ার আয়োজন করেছিল , হাল্কা মনে পড়ে ।

১৫| ১২ ই জুন, ২০২১ দুপুর ২:১৩

রানার ব্লগ বলেছেন: আয় হায় দাদো আমনেও বরিশাইল্লা !!! হে হে !!! মোর বাড়ি বরগুনা !!!

আমার ব্যাপারটা হাজাম দিয়ে হয় নাই, আমার এক মামা গ্রাম্য ডাক্তার তিনি করছেন, ব্যাথা ট্যাথা পাই টাই নাই। আমার এক বাল্য বন্ধু আছে সে খুব যত্নআত্তি করেছে ওই সময়।

১২ ই জুন, ২০২১ দুপুর ২:৫৬

শাহ আজিজ বলেছেন: আমি খুলনার ------ B-)


আপ্নারে আসলেই কাটছে না ধোঁকা দেছে চেক কইরা দেখেন B-))

১৬| ১২ ই জুন, ২০২১ বিকাল ৩:০৩

রানার ব্লগ বলেছেন: খুলনার !!!?? আমার স্কুল ও কলেজ জীবন খুলনা খালিশপুরে কেটেছে।

নাহ উনি একজন দক্ষ ডাক্তার ছিলেন :#)

১২ ই জুন, ২০২১ বিকাল ৩:৩৬

শাহ আজিজ বলেছেন: কোন স্কুল , কত সালে ?

১৭| ১২ ই জুন, ২০২১ বিকাল ৩:৪০

রানার ব্লগ বলেছেন: বাংলাদেশ নৌ বাহিনী স্কুল ১৯৯৫ সালে এস এস সি !!!

১২ ই জুন, ২০২১ বিকাল ৩:৫১

শাহ আজিজ বলেছেন: উম , আমরা তখন প্রবাস জীবন শেষ করে খুলনায় বাস করছি । নেভিতে যেতাম শিপইয়ার্ডের এম ডির বাসায় ।

১৮| ১২ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৯

জহিরুল ইসলাম সেতু বলেছেন: চমৎকার!!!!

১২ ই জুন, ২০২১ রাত ১০:৫০

শাহ আজিজ বলেছেন: ধন্যবাদ ।

১৯| ১৩ ই জুন, ২০২১ সকাল ১০:৫২

সোহানী বলেছেন: আম্বিয়াকে খুব পছন্দ হয়েছে B-))

১৩ ই জুন, ২০২১ সকাল ১১:৪১

শাহ আজিজ বলেছেন: আম্বিয়া কালের গর্ভে হারিয়ে গেছে । :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.